ETV Bharat / bharat

পাকিস্তানি চালকের "না", সীমান্তে দাঁড়িয়ে থাকল সমঝোতা এক্সপ্রেস - border

দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকল কয়েকঘণ্টা ৷

সমঝোতা এক্সপ্রেস
author img

By

Published : Aug 8, 2019, 5:11 PM IST

দিল্লি, 8 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকল কয়েকঘণ্টা ৷

জানা গেছে, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে যেতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷

যদিও সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় কর্মীরা দাবি করেছিলেন ওই ট্রেনটিকে সীমান্ত পর্যন্ত নিয়ে এলে তাঁরা ভারতীয় ভূখণ্ডে এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাবেন । প্রায় তিন ঘণ্টা পরে, ট্রেনটি আটারির উদ্দেশে চালিয়ে নিয়ে আসেন ভারতীয় রেলকর্মীরা ।

গতকাল রাতেই নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ 5 সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ থাকবে ৷ আকাশপথ নিয়ে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, 5 সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সময় গভীর রাত 2টা 45 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকবে আকাশপথ ৷ তবে, রবিবারে প্রযোজ্য হবে না এই বিধিনিষেধ ৷ লাহোর অঞ্চল দিয়ে যাওয়ার সময় 46000 ফুটের নিচে ওড়ানো যাবে না বিদেশি বিমান ৷ আফগানিস্তানের আকাশসীমা থেকে আসা বিমানকে বিকল্প রুটে যাওয়ার কথা বলা হয়েছে ৷

এদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছে ভারত । আজ বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

দিল্লি, 8 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । দুই দেশের মধ্যে ক্রমাগত এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আজ পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকল কয়েকঘণ্টা ৷

জানা গেছে, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে যেতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷

যদিও সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় কর্মীরা দাবি করেছিলেন ওই ট্রেনটিকে সীমান্ত পর্যন্ত নিয়ে এলে তাঁরা ভারতীয় ভূখণ্ডে এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাবেন । প্রায় তিন ঘণ্টা পরে, ট্রেনটি আটারির উদ্দেশে চালিয়ে নিয়ে আসেন ভারতীয় রেলকর্মীরা ।

গতকাল রাতেই নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ 5 সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ থাকবে ৷ আকাশপথ নিয়ে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, 5 সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সময় গভীর রাত 2টা 45 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকবে আকাশপথ ৷ তবে, রবিবারে প্রযোজ্য হবে না এই বিধিনিষেধ ৷ লাহোর অঞ্চল দিয়ে যাওয়ার সময় 46000 ফুটের নিচে ওড়ানো যাবে না বিদেশি বিমান ৷ আফগানিস্তানের আকাশসীমা থেকে আসা বিমানকে বিকল্প রুটে যাওয়ার কথা বলা হয়েছে ৷

এদিকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছে ভারত । আজ বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

Coimbatore (Tamil Nadu), Aug 08 (ANI): With increase in number of cervical cancer cases in India and other various countries, travelers from 5 different states embarked on a road trip from Coimbatore to Russia today. Around eight travelers including four man and four women started their 52 days car drive travelling 20,000 Km. The awareness campaign drive was flagged off by social worker and Indian athlete Gomathi Marimuthu (Asian gold medal winner).
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.