দিল্লি, 9জুন : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন BJP-র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র । দুই সপ্তাহ আগে COVID-19 উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ।
সম্বিত পাত্র টুইট করে বাড়ি ফেরার কথা জানান । তিনি লেখেন, “আপনাদের সবার আশীর্বাদে, আমি বাড়ি ফিরেছি । সম্পূর্ণভাবে সুস্থ হতে আরও কিছু সময় লাগবে ।”
অন্য একটি টুইটে অসুস্থতার সময় পাশে থাকার জন্য BJP নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সম্বিত । তাঁর দল তাঁর অসুস্থার সময় “একজন মায়ের মত” তাঁর কথা ভেবেছে বলে লেখেন সম্বিত ।
গত মাসে সম্বিতের শরীরে COVID-19 উপসর্গ পাওয়া যায় । সেই সময় তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ।