ETV Bharat / bharat

14 জুন থেকে খুলছে সবরীমালা মন্দির, একসঙ্গে 50 জনের প্রবেশের অনুমতি - lockdown news

15 জুন থেকে সবরীমালায় উৎসব শুরু হচ্ছে । সেই উপলক্ষ্যেই খুলছে মন্দির । ভিন রাজ্য়ের ভক্তদের আগে থেকে কেরালা সরকারের COVID জাগ্রতা পাস রেজিস্ট্রেশনে পোর্টালে রেজিস্টার করতে হবে ।

সবরীমালা মন্দির
সবরীমালা মন্দির
author img

By

Published : Jun 6, 2020, 10:00 PM IST

তিরুবনন্তপুরম, 6 জুন : 15 জুন থেকে মালয়ালম মাস মিধুনমের পাঁচদিন ব্যাপী মাসিক পূজা ও উৎসব শুরু । সেই উপলক্ষ্যেই 14 জুন থেকে খুলছে সবরীমালা মন্দির । কেরালার দেবাসোম মন্ত্রী কাদাকমপল্লি সুন্দরন জানিয়েছেন, মন্দির ভিড় নিয়ন্ত্রণের জন্য একটি ভার্চুয়াল কিউ সিস্টেম চালু করা হবে । যেখানে প্রতি ঘণ্টায় 200 জনের নাম নথিভুক্ত হবে । পুরো প্রক্রিয়ায় প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে ।

15 জুন থেকে শুরু সবরীমালা মন্দিরের পুজো । 19-28 জুন পর্যন্ত চলবে সবরীমালা উৎসব । সেকথা মাথায় রেখে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে সবরীমালা কর্তৃপক্ষ । ভিড় এড়াতে মন্দিরের সামনে একসঙ্গে 50 জনকে 15 মিনিটের জন্য থাকার অনুমতি দেওয়া হবে । মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দির চত্বরে প্রবেশের পূর্বে পাম্বা ও সান্নিধানম নামে দুটি জায়গায় প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । চলবে থার্মাল স্ক্রিনিং । নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ়িং করা হবে পুরো মন্দির এলাকায় ।

মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, মন্দির দর্শনের জন্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে । ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ভক্তদের থাকার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি । শুধুমাত্র পাম্বা পর্যন্ত যান চলাচলের অনুমতি দেওয়া হবে । অন্য রাজ্য থেকে কেউ এলে তাঁকে কেরালা সরকারের COVID জাগ্রতা পাস রেজিস্ট্রেশনে পোর্টালে রেজিস্টার করতে হবে । পাশাপাশি সুস্থতার প্রমাণ হিসেবে তাদের ICMR-র ল্যাব সার্টিফিকেট দেখাতে হবে ।

তিরুবনন্তপুরম, 6 জুন : 15 জুন থেকে মালয়ালম মাস মিধুনমের পাঁচদিন ব্যাপী মাসিক পূজা ও উৎসব শুরু । সেই উপলক্ষ্যেই 14 জুন থেকে খুলছে সবরীমালা মন্দির । কেরালার দেবাসোম মন্ত্রী কাদাকমপল্লি সুন্দরন জানিয়েছেন, মন্দির ভিড় নিয়ন্ত্রণের জন্য একটি ভার্চুয়াল কিউ সিস্টেম চালু করা হবে । যেখানে প্রতি ঘণ্টায় 200 জনের নাম নথিভুক্ত হবে । পুরো প্রক্রিয়ায় প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে ।

15 জুন থেকে শুরু সবরীমালা মন্দিরের পুজো । 19-28 জুন পর্যন্ত চলবে সবরীমালা উৎসব । সেকথা মাথায় রেখে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে সবরীমালা কর্তৃপক্ষ । ভিড় এড়াতে মন্দিরের সামনে একসঙ্গে 50 জনকে 15 মিনিটের জন্য থাকার অনুমতি দেওয়া হবে । মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দির চত্বরে প্রবেশের পূর্বে পাম্বা ও সান্নিধানম নামে দুটি জায়গায় প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । চলবে থার্মাল স্ক্রিনিং । নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ়িং করা হবে পুরো মন্দির এলাকায় ।

মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, মন্দির দর্শনের জন্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে । ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা । বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ভক্তদের থাকার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি । শুধুমাত্র পাম্বা পর্যন্ত যান চলাচলের অনুমতি দেওয়া হবে । অন্য রাজ্য থেকে কেউ এলে তাঁকে কেরালা সরকারের COVID জাগ্রতা পাস রেজিস্ট্রেশনে পোর্টালে রেজিস্টার করতে হবে । পাশাপাশি সুস্থতার প্রমাণ হিসেবে তাদের ICMR-র ল্যাব সার্টিফিকেট দেখাতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.