", "primaryImageOfPage": { "@id": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8400006-thumbnail-3x2-pranab.jpg" }, "inLanguage": "bn", "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "contentUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8400006-thumbnail-3x2-pranab.jpg" } } }
", "articleSection": "bharat", "articleBody": "প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।দিল্লি, 13 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে প্রচার চলছিল বিভিন্ন সংবাদমাধ্যমে । এর বিরুদ্ধে আজ তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে । প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সকালে টুইট করেন, বাবা জীবিত । সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । একইসঙ্গে প্রতিক্রিয়া জানান মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও । এইদিকে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, সকালেও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণববাবুর । সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । অস্ত্রোপচার করা হয় । কিন্তু তারপরও বিপদ কাটেনি । কোরোনায় আক্রান্তও হন প্রাক্তন রাষ্ট্রপতি । কিন্তু এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় । গত সন্ধ্যাতেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি ।এরপর গতরাতে টুইট করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ । তিনি জানান, প্রত্যেকের প্রার্থনায় বাবা এই মুহূর্তে হেমোডাইনামিকালি স্থিতিশীল রয়েছেন ।সংবাদমাধ্যমগুলির প্রচারের প্রেক্ষিতে আজ সকালে প্রকাশ্যে আসে প্রণববাবুর ছেলে ও মেয়ের প্রতিক্রিয়া । বোঝা যায়, বেশ ক্ষুব্ধ দু'জনেই । সংবাদমাধ্যমগুলির খবরকে ভুয়ো বলে অভিযোগ করেন তাঁরা । অভিজিৎ টুইটে লেখেন, "আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং হেমোডায়নামিকালি স্থিতিশীল । সোশাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । এই বিষয়টি স্পষ্ট করছে যে, ভারতীয় গণমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে উঠেছে ।" এর কিছুক্ষণ পরেই আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "কর্পোরেট মিডিয়া হাউজ়গুলিকে দেখে লজ্জায় আমার মাথানত হয়ে যাচ্ছে । কয়েকজন সাংবাদিক ও সোশাল মিডিয়ার অনেক ব্যবহারকারী পাবলিসিটির জন্য ভুয়ো খবর প্রচার করছেন । একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন, কী নিম্নরুচির তাঁরা !" My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable ! Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 My head hangs in shame when I see corporate media houses , few Journalists & many social media users here in India resort to peddling fake news in a deliberate & desperate attempt to garner publicity ! How cheap they are to make a living person dead at a stroke!#FakeNewsMedia— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 টুইট করেন শর্মিষ্ঠাও । তিনি লেখেন, "আমার বাবার বিষয়ে মিথ্যে রটনা হচ্ছে । সংবামাধ্যমগুলিকে আমায় ফোন না করতে অনুরোধ করছি । হাসপাতাল থেকে খবর পাওয়ার জন্য আমার ফোন ফ্রি রাখতে হবে । " Rumours about my father is false. Request, esp’ly to media, NOT to call me as I need to keep my phone free for any updates from the hospital🙏— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 13, 2020 এইদিকে আজ সকালেও প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । একইরকম আছেন তিনি । ভেন্টিলেটশনেই রয়েছেন । তবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল । The condition of former President Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose with stable vital parameters and continues to be on ventilatory support: Army Research & Referral (R&R) Hospital, Delhi https://t.co/JPhaOOoEvL— ANI (@ANI) August 13, 2020", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/bharat-news/rumours-about-my-father-is-false-tweets-pranab-mukherjees-daughter/wb20200813100029750", "inLanguage": "bn", "datePublished": "2020-08-13T10:00:31+05:30", "dateModified": "2020-08-13T16:24:29+05:30", "dateCreated": "2020-08-13T10:00:31+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8400006-thumbnail-3x2-pranab.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/bharat-news/rumours-about-my-father-is-false-tweets-pranab-mukherjees-daughter/wb20200813100029750", "name": "বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না, ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8400006-thumbnail-3x2-pranab.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8400006-thumbnail-3x2-pranab.jpg", "width": 1200, "height": 900 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / bharat

"বাবা জীবিত, ভুয়ো খবর ছড়াবেন না", ক্ষুব্ধ প্রণব পুত্র-কন্যা - প্রণববাবুর শারীরিক অবস্থা

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে প্রচার চলছিল । এর বিরুদ্ধেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে ।

pranab
pranab
author img

By

Published : Aug 13, 2020, 10:00 AM IST

Updated : Aug 13, 2020, 4:24 PM IST

দিল্লি, 13 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে প্রচার চলছিল বিভিন্ন সংবাদমাধ্যমে । এর বিরুদ্ধে আজ তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে । প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সকালে টুইট করেন, বাবা জীবিত । সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । একইসঙ্গে প্রতিক্রিয়া জানান মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও । এইদিকে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, সকালেও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণববাবুর ।

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । অস্ত্রোপচার করা হয় । কিন্তু তারপরও বিপদ কাটেনি । কোরোনায় আক্রান্তও হন প্রাক্তন রাষ্ট্রপতি । কিন্তু এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় । গত সন্ধ্যাতেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি ।

এরপর গতরাতে টুইট করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ । তিনি জানান, প্রত্যেকের প্রার্থনায় বাবা এই মুহূর্তে হেমোডাইনামিকালি স্থিতিশীল রয়েছেন ।

সংবাদমাধ্যমগুলির প্রচারের প্রেক্ষিতে আজ সকালে প্রকাশ্যে আসে প্রণববাবুর ছেলে ও মেয়ের প্রতিক্রিয়া । বোঝা যায়, বেশ ক্ষুব্ধ দু'জনেই । সংবাদমাধ্যমগুলির খবরকে ভুয়ো বলে অভিযোগ করেন তাঁরা । অভিজিৎ টুইটে লেখেন, "আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং হেমোডায়নামিকালি স্থিতিশীল । সোশাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । এই বিষয়টি স্পষ্ট করছে যে, ভারতীয় গণমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে উঠেছে ।" এর কিছুক্ষণ পরেই আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "কর্পোরেট মিডিয়া হাউজ়গুলিকে দেখে লজ্জায় আমার মাথানত হয়ে যাচ্ছে । কয়েকজন সাংবাদিক ও সোশাল মিডিয়ার অনেক ব্যবহারকারী পাবলিসিটির জন্য ভুয়ো খবর প্রচার করছেন । একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন, কী নিম্নরুচির তাঁরা !"

  • My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !
    Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • My head hangs in shame when I see corporate media houses , few Journalists & many social media users here in India resort to peddling fake news in a deliberate & desperate attempt to garner publicity !
    How cheap they are to make a living person dead at a stroke!#FakeNewsMedia

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেন শর্মিষ্ঠাও । তিনি লেখেন, "আমার বাবার বিষয়ে মিথ্যে রটনা হচ্ছে । সংবামাধ্যমগুলিকে আমায় ফোন না করতে অনুরোধ করছি । হাসপাতাল থেকে খবর পাওয়ার জন্য আমার ফোন ফ্রি রাখতে হবে । "

  • Rumours about my father is false. Request, esp’ly to media, NOT to call me as I need to keep my phone free for any updates from the hospital🙏

    — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এইদিকে আজ সকালেও প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । একইরকম আছেন তিনি । ভেন্টিলেটশনেই রয়েছেন । তবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল ।

  • The condition of former President Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose with stable vital parameters and continues to be on ventilatory support: Army Research & Referral (R&R) Hospital, Delhi https://t.co/JPhaOOoEvL

    — ANI (@ANI) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 13 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে প্রচার চলছিল বিভিন্ন সংবাদমাধ্যমে । এর বিরুদ্ধে আজ তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে । প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সকালে টুইট করেন, বাবা জীবিত । সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । একইসঙ্গে প্রতিক্রিয়া জানান মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও । এইদিকে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, সকালেও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণববাবুর ।

সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । অস্ত্রোপচার করা হয় । কিন্তু তারপরও বিপদ কাটেনি । কোরোনায় আক্রান্তও হন প্রাক্তন রাষ্ট্রপতি । কিন্তু এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় । গত সন্ধ্যাতেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি ।

এরপর গতরাতে টুইট করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ । তিনি জানান, প্রত্যেকের প্রার্থনায় বাবা এই মুহূর্তে হেমোডাইনামিকালি স্থিতিশীল রয়েছেন ।

সংবাদমাধ্যমগুলির প্রচারের প্রেক্ষিতে আজ সকালে প্রকাশ্যে আসে প্রণববাবুর ছেলে ও মেয়ের প্রতিক্রিয়া । বোঝা যায়, বেশ ক্ষুব্ধ দু'জনেই । সংবাদমাধ্যমগুলির খবরকে ভুয়ো বলে অভিযোগ করেন তাঁরা । অভিজিৎ টুইটে লেখেন, "আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং হেমোডায়নামিকালি স্থিতিশীল । সোশাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । এই বিষয়টি স্পষ্ট করছে যে, ভারতীয় গণমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে উঠেছে ।" এর কিছুক্ষণ পরেই আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "কর্পোরেট মিডিয়া হাউজ়গুলিকে দেখে লজ্জায় আমার মাথানত হয়ে যাচ্ছে । কয়েকজন সাংবাদিক ও সোশাল মিডিয়ার অনেক ব্যবহারকারী পাবলিসিটির জন্য ভুয়ো খবর প্রচার করছেন । একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন, কী নিম্নরুচির তাঁরা !"

  • My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !
    Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • My head hangs in shame when I see corporate media houses , few Journalists & many social media users here in India resort to peddling fake news in a deliberate & desperate attempt to garner publicity !
    How cheap they are to make a living person dead at a stroke!#FakeNewsMedia

    — Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেন শর্মিষ্ঠাও । তিনি লেখেন, "আমার বাবার বিষয়ে মিথ্যে রটনা হচ্ছে । সংবামাধ্যমগুলিকে আমায় ফোন না করতে অনুরোধ করছি । হাসপাতাল থেকে খবর পাওয়ার জন্য আমার ফোন ফ্রি রাখতে হবে । "

  • Rumours about my father is false. Request, esp’ly to media, NOT to call me as I need to keep my phone free for any updates from the hospital🙏

    — Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এইদিকে আজ সকালেও প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । একইরকম আছেন তিনি । ভেন্টিলেটশনেই রয়েছেন । তবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল ।

  • The condition of former President Pranab Mukherjee remains unchanged this morning. He is deeply comatose with stable vital parameters and continues to be on ventilatory support: Army Research & Referral (R&R) Hospital, Delhi https://t.co/JPhaOOoEvL

    — ANI (@ANI) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 13, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.