ETV Bharat / bharat

জ্যোতিরাদিত্যের পর মিলিন্দ দেওরা, পদত্যাগের হিড়িক রাহুল ঘনিষ্ঠদের - milind deora

আজ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মিলিন্দ দেওরা । ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । মুম্বই কংগ্রেসের সভাপতির পদ ছাড়েন মিলিন্দ দেওরা ।

পদত্যাগের হিড়িক রাহুল ঘনিষ্ঠদের
author img

By

Published : Jul 7, 2019, 8:05 PM IST

মুম্বই, 7 জুলাই : পদত্যাগের হিড়িক কংগ্রেসে । আজ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মিলিন্দ দেওরা । মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ জানান, পদত্যাগ করলেও, দল ছাড়ছেন না তিনি । আপাতত দলের সংগঠনের কাজ করতে চান । মিলিন্দ বলেন, "পদত্যাগ করলেও জাতীয় স্তরে কংগ্রেসকে চাঙ্গা করতে যদি কোনও সাহায্য লাগে তা হলে সেটা করব ।" তবে মহারাষ্ট্রে সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে মুম্বই কংগ্রেসের প্রধানের পদত্যাগ দলের জন্য বড় ধাক্কা ।

আজ নিজের দলীয় দফতরে বসে একটি বিবৃতি প্রকাশ করেন মিলিন্দ । তিনি বলেন, "মহারাষ্ট্রে কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ BJP-শিবসেনা জোটের মোকাবিলা করা । সেই লক্ষ্যে আরও মজবুত সংগঠন দরকার । 26 জুন দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলাম । আমি পদত্যাগপত্র দলের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে ও কে সি বেণুগোপালকে পাঠিয়ে দিয়েছি ।" পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে মজবুত করতে মুম্বই ইউনিট সামলানোর জন্য তিন সদস্যের কমিটি গঠন করার প্রস্তাব রাখেন তিনি । সেই কমিটিকে সহযোগিতা করার জন্য সব সময় তিনি প্রস্তুত বলে জানান ।

এই বছরের শুরুতেই মিলিন্দ দেওরাকে মুম্বই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছিল । তবে লোকসভা ভোটে মহারাষ্ট্রে আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস । নিজেও হেরেছিলেন মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে । তারপরেই এই পদত্যাগের সিদ্ধান্ত ? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ।

এর আগে, রাহুল গান্ধির রাস্তায় হেঁটে দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । মধ্যপ্রদেশ কংগ্রেসের এই নেতাকে অনেকেই সেই রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন । তবে প্রবীণ কমল নাথকে সেই পদের জন্য বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । এর পর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছিল । তাঁর পদত্যাগের খবর আজ সামনে এলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিরাদিত্য আজ জানান, আট দশ দিন আগেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন তিনি ।

লোকসভা ভোটে শোচনীয় হারের দায় নিয়ে সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গান্ধি । তাঁকে ইস্তফা প্রত্যাহারের আবেদন-নিবেদন এখনও চলছে । তার পরেই রাহুল ঘনিষ্ঠরা পদত্যাগ করছেন । পদ থেকে ইস্তফা দিলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরাদের ইস্তফা গৃহীত হবে নতুন কংগ্রেস সভাপতি নিযুক্ত হওয়ার পরই ।

মুম্বই, 7 জুলাই : পদত্যাগের হিড়িক কংগ্রেসে । আজ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মিলিন্দ দেওরা । মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ জানান, পদত্যাগ করলেও, দল ছাড়ছেন না তিনি । আপাতত দলের সংগঠনের কাজ করতে চান । মিলিন্দ বলেন, "পদত্যাগ করলেও জাতীয় স্তরে কংগ্রেসকে চাঙ্গা করতে যদি কোনও সাহায্য লাগে তা হলে সেটা করব ।" তবে মহারাষ্ট্রে সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে মুম্বই কংগ্রেসের প্রধানের পদত্যাগ দলের জন্য বড় ধাক্কা ।

আজ নিজের দলীয় দফতরে বসে একটি বিবৃতি প্রকাশ করেন মিলিন্দ । তিনি বলেন, "মহারাষ্ট্রে কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ BJP-শিবসেনা জোটের মোকাবিলা করা । সেই লক্ষ্যে আরও মজবুত সংগঠন দরকার । 26 জুন দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলাম । আমি পদত্যাগপত্র দলের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে ও কে সি বেণুগোপালকে পাঠিয়ে দিয়েছি ।" পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে মজবুত করতে মুম্বই ইউনিট সামলানোর জন্য তিন সদস্যের কমিটি গঠন করার প্রস্তাব রাখেন তিনি । সেই কমিটিকে সহযোগিতা করার জন্য সব সময় তিনি প্রস্তুত বলে জানান ।

এই বছরের শুরুতেই মিলিন্দ দেওরাকে মুম্বই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছিল । তবে লোকসভা ভোটে মহারাষ্ট্রে আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস । নিজেও হেরেছিলেন মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে । তারপরেই এই পদত্যাগের সিদ্ধান্ত ? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ।

এর আগে, রাহুল গান্ধির রাস্তায় হেঁটে দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । মধ্যপ্রদেশ কংগ্রেসের এই নেতাকে অনেকেই সেই রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন । তবে প্রবীণ কমল নাথকে সেই পদের জন্য বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব । এর পর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছিল । তাঁর পদত্যাগের খবর আজ সামনে এলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিরাদিত্য আজ জানান, আট দশ দিন আগেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন তিনি ।

লোকসভা ভোটে শোচনীয় হারের দায় নিয়ে সভাপতির পদ ছেড়ে দেন রাহুল গান্ধি । তাঁকে ইস্তফা প্রত্যাহারের আবেদন-নিবেদন এখনও চলছে । তার পরেই রাহুল ঘনিষ্ঠরা পদত্যাগ করছেন । পদ থেকে ইস্তফা দিলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরাদের ইস্তফা গৃহীত হবে নতুন কংগ্রেস সভাপতি নিযুক্ত হওয়ার পরই ।

Barabanki (Uttar Pradesh), Jul 07 (ANI): Bharatiya Janata Party (BJP) youth leader Rahul Singh has been accused of killing his wife over dowry issue in Uttar Pradesh's Barabanki. Victim's father Ram Kumar Singh told ANI that the two got married on January 27 this year, and her daughter, who was a teacher at a medical college, was often pressurised by her in-laws who demanded a car from her. Singh claimed that her daughter was killed by his husband. Barabanki's Superintendent of Police (SP) Akash Tomar said prima facie the incident looks like a family feud, and police is collecting the evidences to investigate the matter.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.