ETV Bharat / bharat

কোরোনা আক্রান্তদের সেবায় রোবট ভাদোদরার হাসপাতালে

author img

By

Published : Jul 18, 2020, 1:51 PM IST

কোরোনা সংক্রমণ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতেই মূলত রোবট চালু করল SSG হাসপাতাল কর্তৃপক্ষ । কোরোনা ওয়ার্ডে রোগীদের স্ক্রিনিং করতেও সক্ষম এই রোবট ।

robots
robots

ভাদোদরা, 18 জুলাই : হাসপাতালে কোরোনা আক্রান্তদের কাছে খাবার ও ওষুধ নিয়ে যাবে রোবট । স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর সরাসরি যোগাযোগ কমাতে দু'টি রোবট চালু করল গুজরাতের ভাদোদরায় স্যার সায়াজিরাও গায়কোয়াড় (SSG) হাসপাতাল । হাসপাতালের কর্মীদের মধ্যে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত SSG কর্তৃপক্ষের ।

শুধু খাবার ও ওষুধ পৌঁছে দেওয়াই নয়, কোরোনা ওয়ার্ডের রোগীদের স্ক্রিনিং করতেও সক্ষম এই রোবটদু'টি । কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা লোকেদের স্ক্রিনিং করতে শীঘ্রই হাসপাতালের প্রবেশদ্বারেও আরও একটি রোবট রাখতে চলেছে কর্তৃপক্ষ ।

এ'বিষয়ে ক্লাব ফার্স্ট টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর ভুবনেশ মিশ্রা বলেন, “এই রোবটগুলি ভারতেই তৈরি । এদের পরিচালনার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই । মানুষের মতোই কাজ করতে পারে এই রোবট । আমাদের কম্পানির তৈরি এই রোবটগুলি সব জায়গায় যেতেও পারে । একবার পুরো চার্জ করে নিলে টানা চার ঘন্টা কাজ করতে পারে । রোবটগুলিকে প্রতিনিয়ত স্যানিটাইজ় করা হয় ।”

ভাদোদরা, 18 জুলাই : হাসপাতালে কোরোনা আক্রান্তদের কাছে খাবার ও ওষুধ নিয়ে যাবে রোবট । স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর সরাসরি যোগাযোগ কমাতে দু'টি রোবট চালু করল গুজরাতের ভাদোদরায় স্যার সায়াজিরাও গায়কোয়াড় (SSG) হাসপাতাল । হাসপাতালের কর্মীদের মধ্যে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত SSG কর্তৃপক্ষের ।

শুধু খাবার ও ওষুধ পৌঁছে দেওয়াই নয়, কোরোনা ওয়ার্ডের রোগীদের স্ক্রিনিং করতেও সক্ষম এই রোবটদু'টি । কোরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসা লোকেদের স্ক্রিনিং করতে শীঘ্রই হাসপাতালের প্রবেশদ্বারেও আরও একটি রোবট রাখতে চলেছে কর্তৃপক্ষ ।

এ'বিষয়ে ক্লাব ফার্স্ট টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর ভুবনেশ মিশ্রা বলেন, “এই রোবটগুলি ভারতেই তৈরি । এদের পরিচালনার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই । মানুষের মতোই কাজ করতে পারে এই রোবট । আমাদের কম্পানির তৈরি এই রোবটগুলি সব জায়গায় যেতেও পারে । একবার পুরো চার্জ করে নিলে টানা চার ঘন্টা কাজ করতে পারে । রোবটগুলিকে প্রতিনিয়ত স্যানিটাইজ় করা হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.