ETV Bharat / bharat

আজ ফের রবার্ট ভদরাকে জিজ্ঞাসাবাদ ED-র

রবার্ট ভদরাকে বুধবার টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে ED। আজ তৃতীয়বারের জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।

author img

By

Published : Feb 9, 2019, 2:06 PM IST

VADRA

দিল্লি, ৯ ফেব্রুয়ারি : তৃতীয়বারের জন্য রবার্ট ভদরাকে আজ জিজ্ঞাসাবাদ করছে ED(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ব্যবসায়ী রবার্ট ভদরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট ১১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।

রবার্ট ভদরাকে বুধবার টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে ED। প্রথমদিন জিজ্ঞাসাবাদের সময় তিনি লন্ডনে সম্পত্তি থাকার কথা অস্বীকার করেন। এমন কী ED-র উল্লেখ করা কোনও এজেন্সির সাথে তাঁর যোগসূত্রের কথাও অস্বীকার করেন। ওইদিন ED-র দক্ষিণ দিল্লির অফিসে তাঁকে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। এর আগে একাধিকবার রবার্ট ভদরাকে ডেকেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু, বুধবারই প্রথমবার তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গত সপ্তাহেই দিল্লির একটি আদালত জানিয়েছে, ১৬ তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না ভদরাকে।

লন্ডনে ১.৯ মিলিয়ন পাউন্ড সম্পত্তি অবৈধভাবে কেনা-বেচার অভিযোগ রয়েছে রবার্ট ভদরার বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ED। ED-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, রবার্ট ভদরা লন্ডনে বেশকিছু সম্পত্তি কিনেছেন। যার মধ্যে ৯ মিলিয়ন পাউন্ড মূল্যের দুটি বাড়ি রয়েছে। রয়েছে ছ'টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তিও।

undefined

দিল্লি, ৯ ফেব্রুয়ারি : তৃতীয়বারের জন্য রবার্ট ভদরাকে আজ জিজ্ঞাসাবাদ করছে ED(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। ব্যবসায়ী রবার্ট ভদরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট ১১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।

রবার্ট ভদরাকে বুধবার টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করে ED। প্রথমদিন জিজ্ঞাসাবাদের সময় তিনি লন্ডনে সম্পত্তি থাকার কথা অস্বীকার করেন। এমন কী ED-র উল্লেখ করা কোনও এজেন্সির সাথে তাঁর যোগসূত্রের কথাও অস্বীকার করেন। ওইদিন ED-র দক্ষিণ দিল্লির অফিসে তাঁকে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। এর আগে একাধিকবার রবার্ট ভদরাকে ডেকেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু, বুধবারই প্রথমবার তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গত সপ্তাহেই দিল্লির একটি আদালত জানিয়েছে, ১৬ তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না ভদরাকে।

লন্ডনে ১.৯ মিলিয়ন পাউন্ড সম্পত্তি অবৈধভাবে কেনা-বেচার অভিযোগ রয়েছে রবার্ট ভদরার বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ED। ED-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, রবার্ট ভদরা লন্ডনে বেশকিছু সম্পত্তি কিনেছেন। যার মধ্যে ৯ মিলিয়ন পাউন্ড মূল্যের দুটি বাড়ি রয়েছে। রয়েছে ছ'টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তিও।

undefined
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Kiev, Ukraine - Feb 8, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Ukraine's Central Election Commission (CEC) headquarters
2. Ukrainian national flag
3. CEC press conference in progress
4. Camera crew
5. Official speaking at press conference
6. Reporter taking photos
7. Various of camera crew
8. Officials at press conference
9. Reporter filming press conference
10. CEC emblem
11. Press conference attendees
12. Press conference in progress
13. Various of CEC headquarters
14. Ukrainian national flag
The Central Election Commission (CEC) of Ukraine said on Friday a record 44 candidates have registered to compete in the country's March presidential election.
Ukraine's incumbent President Petro Poroshenko, opposition politician Yulia Tymoshenko and actor Volodymyr Zelensky, who are viewed as front-runners in the presidential race, have been registered as candidates, according to the CEC official website.
The candidates are able to withdraw from the presidential race no later than March 7.
In 2004, Ukraine registered the previous record number of 26 candidates, and 21 presidential hopefuls participated in the 2014 campaign.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.