ETV Bharat / bharat

আজ ফের রবার্ট ভদরাকে জিজ্ঞাসাবাদ করবে ED - ed

রবার্ট ভদরাকে গতকাল টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের জিজ্ঞাসাবাদ করবে ED(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। গতকাল প্রথমবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ED।

robert vadra
author img

By

Published : Feb 7, 2019, 7:20 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : রবার্ট ভদরাকে গতকাল টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের জিজ্ঞাসাবাদ করবে ED(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সকাল সাড়ে ১০টার সময় ED-র অফিসে শুরু হবে এই জিজ্ঞাসাবাদ। গতকাল জিজ্ঞাসাবাদের সময় তিনি লন্ডনে সম্পত্তি থাকার কথা অস্বীকার করেন। এমন কী ED-র উল্লেখ করা কোনও এজেন্সির সাথে তাঁর যোগসূত্রের কথাও অস্বীকার করেন। ব্যবসায়ী রবার্ট ভদরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যার জন্যই এই জিজ্ঞাসাবাদ।

এই প্রথমবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করল ED। গতকাল তাঁকে ED-র দক্ষিণ দিল্লির অফিসে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। এর আগে একাধিকবার রবার্ট ভদরাকে ডেকেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু, গতকাল প্রথমবার তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গত সপ্তাহেই দিল্লির একটি আদালত জানিয়েছে ১৬ তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না।

জিজ্ঞাসাবাদের পরই ভদরার আইনজীবী জানিয়েছেন, তিনি তদন্তকারী সংস্থার কাছে লিখিত জানিয়ে এসেছেন যে এই তদন্তে তাঁকে যেকোনও সময় ডাকলেই আসবেন।

লন্ডনে ১.৯ মিলিয়ন পাউন্ড সম্পত্তি অবৈধভাবে কেনা-বেচার অভিযোগ রয়েছে রবার্ট ভদরার বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ED। ED-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, রবার্ট ভদরা লন্ডনে বেশকিছু সম্পত্তি কিনেছেন। যার মধ্যে ৯ মিলিয়ন পাউন্ড মূল্যের দুটি বাড়ি রয়েছে। রয়েছে ছ'টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তিও।

অন্যদিকে, গতকাল বিকেল ৩টে ৪৭ মিনিটে স্বামী রবার্ট ভদরাকে ED-র অফিসে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সবাই জানে কী হচ্ছে। আমি আমার স্বামীর পাশেই দাঁড়াচ্ছি।"

undefined

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : রবার্ট ভদরাকে গতকাল টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের জিজ্ঞাসাবাদ করবে ED(এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সকাল সাড়ে ১০টার সময় ED-র অফিসে শুরু হবে এই জিজ্ঞাসাবাদ। গতকাল জিজ্ঞাসাবাদের সময় তিনি লন্ডনে সম্পত্তি থাকার কথা অস্বীকার করেন। এমন কী ED-র উল্লেখ করা কোনও এজেন্সির সাথে তাঁর যোগসূত্রের কথাও অস্বীকার করেন। ব্যবসায়ী রবার্ট ভদরার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যার জন্যই এই জিজ্ঞাসাবাদ।

এই প্রথমবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করল ED। গতকাল তাঁকে ED-র দক্ষিণ দিল্লির অফিসে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। এর আগে একাধিকবার রবার্ট ভদরাকে ডেকেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু, গতকাল প্রথমবার তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। গত সপ্তাহেই দিল্লির একটি আদালত জানিয়েছে ১৬ তারিখ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না।

জিজ্ঞাসাবাদের পরই ভদরার আইনজীবী জানিয়েছেন, তিনি তদন্তকারী সংস্থার কাছে লিখিত জানিয়ে এসেছেন যে এই তদন্তে তাঁকে যেকোনও সময় ডাকলেই আসবেন।

লন্ডনে ১.৯ মিলিয়ন পাউন্ড সম্পত্তি অবৈধভাবে কেনা-বেচার অভিযোগ রয়েছে রবার্ট ভদরার বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে ED। ED-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, রবার্ট ভদরা লন্ডনে বেশকিছু সম্পত্তি কিনেছেন। যার মধ্যে ৯ মিলিয়ন পাউন্ড মূল্যের দুটি বাড়ি রয়েছে। রয়েছে ছ'টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তিও।

অন্যদিকে, গতকাল বিকেল ৩টে ৪৭ মিনিটে স্বামী রবার্ট ভদরাকে ED-র অফিসে ছাড়তে আসেন প্রিয়াঙ্কা ভদরা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সবাই জানে কী হচ্ছে। আমি আমার স্বামীর পাশেই দাঁড়াচ্ছি।"

undefined
RESTRICTIONS: Broadcast: Available worldwide excluding host country, Germany and Italy. No access Slovenia until 8 hours after the race. Use on broadcast and digital channels, excluding social. Scheduled news bulletins only. If using on digital channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. The first news broadcast is allowed 3 hours after the end of each of the events and after the primary rights-holders transmission. Four transmissions are permitted during a 48 hour period. Use within 48 hours. Maximum use 2 minutes. No archive. Broadcasters must provide on-screen credit to Infront.
Stand alone digital:  Available worldwide excluding host country, Germany, Italy and digital only clients in Sweden. No access Slovenia until 8 hours after the race. Can be used on social platforms as long as territorial restrictions are adhered to by use of geo-blocking technologies.
Maximum use 2 minutes. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Park City, Utah, USA. 6th February 2019.
1. 00:00 Establishers
2. 00:07 Competitors kept waiting because of the weather
3. 00:09 Various of second run of James Woods (Gbr) which won him gold with a score of 86.68
4. 00:42 Various of second run of Birk Ruud (Nor) which won him silver with a score of 85.40
5. 01:17 Various of third run of Nicholas Goepper (Usa) which confirmed his bronze medal with a score of 85.14 (his first run would also have been good enough for bronze)
6. 01:38 Final competitor Oscar Wester (Swe) starts run only for ski to come off at the first section and that confirms the top three
7. 01:45 James Woods gesture to camera as he's confirmed gold medal winner
8. 01:51 British flag being waved
9. 01:53 Podium
SOURCE: Infront Sports
DURATION: 02:00
STORYLINE:
British skier James Woods won gold in the men's slopestyle event at the World Championships in Park City, Utah on Wednesday.
Wind and snow disrupted the event - but Woods secured gold with his second run of the competition with a score of 86.68.
Norway's Birk Ruud took silver while American Nicholas Goepper secured the bronze.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.