ETV Bharat / bharat

মহারাষ্ট্রের চন্দ্রপুরে পথ দুর্ঘটনা, মৃত 6 - 6 died in road accident

মহারাষ্ট্রের চন্দ্রপুরের মুল এলাকায় পথ দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Feb 20, 2020, 7:38 AM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি : দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা । দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে । আহত আরও 6 ।

আজ ভোররাতে মহারাষ্ট্রের চন্দ্রপুরের মুল এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের । গুরুতর অবস্থায় আরও ছ'জন হাসপাতালে চিকিৎসাধীন । এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ঠিক কী কারণে দুর্ঘটনা বা গাড়িটি কোথা থেকে আসছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । চালক মত্ত অবস্থায় ছিলেন কি না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে । প্রাথমিক অনুমান, অত্যাধিক গতিতে আসছিল গাড়িটি । অন্ধকার থাকায় খুব বেশি দূর দেখা যাচ্ছিল না । ট্রাকটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল । সম্ভবত দৃশ্যমানতা কম থাকায় ছোটো গাড়ির চালক ট্রাকটিকে দেখতে পাননি বলে মনে করা হচ্ছে ।

তখন রাতের অন্ধকারে গোটা এলাকাই প্রায় নিঝুম ছিল, ভয়ঙ্কর শব্দ শুনে ঘটনাস্থানে ছুটে আসেন স্থানীয়রাই । দেখা যায়, ট্রাকের পিছনের দিকে অনেকটা ঢুকে গেছে গাড়িটি । তড়িঘড়ি আহতদের গাড়ি থেকে বার করার কাজ শুরু করেন স্থানীয়রা । পরে খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে মৃত্যু হয় ছ'জনের ।

মুম্বই, 20 ফেব্রুয়ারি : দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা । দুর্ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছে । আহত আরও 6 ।

আজ ভোররাতে মহারাষ্ট্রের চন্দ্রপুরের মুল এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের । গুরুতর অবস্থায় আরও ছ'জন হাসপাতালে চিকিৎসাধীন । এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ঠিক কী কারণে দুর্ঘটনা বা গাড়িটি কোথা থেকে আসছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । চালক মত্ত অবস্থায় ছিলেন কি না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে । প্রাথমিক অনুমান, অত্যাধিক গতিতে আসছিল গাড়িটি । অন্ধকার থাকায় খুব বেশি দূর দেখা যাচ্ছিল না । ট্রাকটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল । সম্ভবত দৃশ্যমানতা কম থাকায় ছোটো গাড়ির চালক ট্রাকটিকে দেখতে পাননি বলে মনে করা হচ্ছে ।

তখন রাতের অন্ধকারে গোটা এলাকাই প্রায় নিঝুম ছিল, ভয়ঙ্কর শব্দ শুনে ঘটনাস্থানে ছুটে আসেন স্থানীয়রাই । দেখা যায়, ট্রাকের পিছনের দিকে অনেকটা ঢুকে গেছে গাড়িটি । তড়িঘড়ি আহতদের গাড়ি থেকে বার করার কাজ শুরু করেন স্থানীয়রা । পরে খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে মৃত্যু হয় ছ'জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.