ETV Bharat / bharat

RJD-র ডাকে গরিব অধিকার দিবস পালন বিহারে

author img

By

Published : Jun 7, 2020, 12:58 PM IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 9 জুন ভার্চুয়াল র‍্যালি করবেন বিহারে । অমিত শাহের র‍্যালির পালটা গরিব অধিকার দিবস পালনের ডাক RJD-র ।

Tejwashi Yadav
বিহারে গরিব অধিকার দিবস

পটনা, 7 জুন : BJP-র ভার্চুয়ালি র‍্যালিকে কটাক্ষ করলেন তেজস্বী যাদব । আজ সকালে গরিব অধিকার দিবস পালনের ডাক দেন তেজস্বী । বিহারের সমস্ত জেলা ও ব্লকে গরিব অধিকার দিবস পালনের ডাক RJD নেতাদের বাসন বাজিয়ে পরিযায়ী শ্রমিকদের সমর্থন জানানোর কর্মসূচি গ্রহণ করা হয় ।

নীতিশ কুমার নেতৃত্বাধীন NDA সরকারকে কটাক্ষ করে বিরোধী দলনেতা তেজস্বী বলেন, “রাজ্য সরকার মানুষের প্রাণের বিনিময় ভোটে জিততে চাইছে । বহু পরিযায়ী শ্রমিক অনেক কষ্ট করে বিহারে ফিরেছেন । সরকার তাঁঁদের কোনও সাহায্য করেনি । দু'টো দল মিলে সরকার চালাচ্ছে । কিন্তু শ্রমিকদের জন্য তারা কিছুই করেনি । মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যে কোরোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ।”

বিহারে BJP সভাপতি সঞ্জয় জয়সওয়াল জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 9 জুন ভার্চুয়াল র‍্যালির মাধ্যমে বিহারবাসীর উদ্দেশে বক্তৃতা দেবেন । পাশাপাশি ফেসবুকে লাইভে আসবেন তিনি । তিনি আরও বলেন বলেন, “দেশে অনেক বিষয় আছে যা প্রধানমন্ত্রী ভাবার বিষয় নয় । কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেই বিষয়গুলোকে নিয়েও ভাবেন । এই ধরনের ভালো কাজ আরও হওয়া উচিত । এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র‍্যালি করবেন । এর মধ্যে ভুল কিছু নেই । সব বিষয়ে রাজনীতি না করা ভালো ।”

অমিত শাহ-র ভার্চুয়াল র‍্যালিতে বিহার বিধানসভার 243টি কেন্দ্রের কম করে এক লাখ মানুষ অংশ নিতে পারেন বলে জানা গেছে । BJP-র পক্ষ থেকে বলা হয়েছে, অমিত শাহ-র পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে RJD । অন‍্যদিকে বাম দলের পক্ষ থেকে, প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে । কোরোনা ভাইরাসের থেকে সুরক্ষা, চাকরি এবং খাবারের দাবিতে প্রতিবাদ দেখানো হবে বলে জানিয়েছে বাম দল ।

পটনা, 7 জুন : BJP-র ভার্চুয়ালি র‍্যালিকে কটাক্ষ করলেন তেজস্বী যাদব । আজ সকালে গরিব অধিকার দিবস পালনের ডাক দেন তেজস্বী । বিহারের সমস্ত জেলা ও ব্লকে গরিব অধিকার দিবস পালনের ডাক RJD নেতাদের বাসন বাজিয়ে পরিযায়ী শ্রমিকদের সমর্থন জানানোর কর্মসূচি গ্রহণ করা হয় ।

নীতিশ কুমার নেতৃত্বাধীন NDA সরকারকে কটাক্ষ করে বিরোধী দলনেতা তেজস্বী বলেন, “রাজ্য সরকার মানুষের প্রাণের বিনিময় ভোটে জিততে চাইছে । বহু পরিযায়ী শ্রমিক অনেক কষ্ট করে বিহারে ফিরেছেন । সরকার তাঁঁদের কোনও সাহায্য করেনি । দু'টো দল মিলে সরকার চালাচ্ছে । কিন্তু শ্রমিকদের জন্য তারা কিছুই করেনি । মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যে কোরোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ।”

বিহারে BJP সভাপতি সঞ্জয় জয়সওয়াল জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 9 জুন ভার্চুয়াল র‍্যালির মাধ্যমে বিহারবাসীর উদ্দেশে বক্তৃতা দেবেন । পাশাপাশি ফেসবুকে লাইভে আসবেন তিনি । তিনি আরও বলেন বলেন, “দেশে অনেক বিষয় আছে যা প্রধানমন্ত্রী ভাবার বিষয় নয় । কিন্তু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেই বিষয়গুলোকে নিয়েও ভাবেন । এই ধরনের ভালো কাজ আরও হওয়া উচিত । এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র‍্যালি করবেন । এর মধ্যে ভুল কিছু নেই । সব বিষয়ে রাজনীতি না করা ভালো ।”

অমিত শাহ-র ভার্চুয়াল র‍্যালিতে বিহার বিধানসভার 243টি কেন্দ্রের কম করে এক লাখ মানুষ অংশ নিতে পারেন বলে জানা গেছে । BJP-র পক্ষ থেকে বলা হয়েছে, অমিত শাহ-র পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে RJD । অন‍্যদিকে বাম দলের পক্ষ থেকে, প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে । কোরোনা ভাইরাসের থেকে সুরক্ষা, চাকরি এবং খাবারের দাবিতে প্রতিবাদ দেখানো হবে বলে জানিয়েছে বাম দল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.