ETV Bharat / bharat

প্লাস্টিকে নিষেধাজ্ঞায় নতুন জীবন পাচ্ছে পাটশিল্প

খাবারের ব়্যাপার থেকে শুরু করে ব্যাগ ৷ সব কিছুতে প্লাস্টিকের ব্যবহার এখন সাধারণ বিষয় ৷ তবে, প্লাস্টিকের প্রভাবে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা থেকে পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক বন্ধের প্রচার চলছে দেশজুড়ে ৷ আর এতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাট শিল্প ৷ ভবিষ্যতে পাট শিল্পের ব্যবহার আরও বাড়বে বলেই আশাবাদী পাট চাষিরা ৷

পাট শিল্প
পাট শিল্প
author img

By

Published : Jan 31, 2020, 7:35 AM IST

কৃষ্ণনগর, 31 জানুয়ারি : একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ পাট শিল্পে এক নতুন জীবন দান করেছে ৷ পাট চাষিদের পাশাপাশি পণ্য প্রস্তুতকারকরা আশা করছেন, কেন্দ্রের এই পদক্ষেপ তাদের এই লুপ্তপ্রায় শিল্পকে উঠে দাঁড়াতে সাহায্য করবে ৷

খাবারের ব়্যাপার থেকে শুরু করে ব্যাগ দৈনন্দিন জীবনে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ এখন এই সেক্টরে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৷ প্লাস্টিকের বদলে পাট কি নিজের জায়গায় সফল হতে পারবে ? কেন্দ্রের তরফে সমাজে প্লাস্টিকের প্রভাবের উপর নজর দেওয়া হয়েছে ৷ তারপরই একদিক থেকে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে অন্যদিকে পাটের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পাট চাষিদের সমস্যাগুলিকে তুলে ধরে, সেগুলি সমাধানের জন্য কেন্দ্রের তরফে রাজ্যের জুট কমিশনারের কাছে রিপোর্ট চাওয়া হয় ৷ পাট চাষ ও পাটের তৈরি সামগ্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে, ভবিষ্যতে আইন সংশোধন করতে ও সুপারিশ করতে এই রিপোর্টের উপরই ভিত্তি করা হবে ৷ পাট চাষের জন্য বিভিন্ন বীজ ও প্রয়োজনীয় জলের ব্যবস্থায় সুবিধার জন্য এই রিপোর্টে গুরুত্ব দেওয়া হবে বলেও আশা করা হচ্ছে ৷

প্লাস্টিকে নিষেধাজ্ঞায় নতুন দিশা পাট শিল্পের

নদিয়ার পাট চাষিরা আশা করছেন, কেন্দ্র ও রাজ্য সরকার কোনও ভালো সিদ্ধান্তই নেবে ৷ তাদের এই পদক্ষেপ পাট চাষে প্রভাব ফেলবে এবং পাটের তৈরি পন্যের চাহিদাও বাড়বে ৷

প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানার সঙ্গে যুক্ত লোকজন কেন্দ্রকে দেশ জুড়ে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করার বিষয়ে ধীরগতিতে এগোতে বাধ্য করছে ৷ প্লাস্টিক বন্ধের প্রচারের ফলে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার কমছে ৷ পাশাপাশি বাড়ছে পাট ও পাট সামগ্রীর ব্যবহার ৷

কৃষ্ণনগর, 31 জানুয়ারি : একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ পাট শিল্পে এক নতুন জীবন দান করেছে ৷ পাট চাষিদের পাশাপাশি পণ্য প্রস্তুতকারকরা আশা করছেন, কেন্দ্রের এই পদক্ষেপ তাদের এই লুপ্তপ্রায় শিল্পকে উঠে দাঁড়াতে সাহায্য করবে ৷

খাবারের ব়্যাপার থেকে শুরু করে ব্যাগ দৈনন্দিন জীবনে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ এখন এই সেক্টরে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৷ প্লাস্টিকের বদলে পাট কি নিজের জায়গায় সফল হতে পারবে ? কেন্দ্রের তরফে সমাজে প্লাস্টিকের প্রভাবের উপর নজর দেওয়া হয়েছে ৷ তারপরই একদিক থেকে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে অন্যদিকে পাটের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

পাট চাষিদের সমস্যাগুলিকে তুলে ধরে, সেগুলি সমাধানের জন্য কেন্দ্রের তরফে রাজ্যের জুট কমিশনারের কাছে রিপোর্ট চাওয়া হয় ৷ পাট চাষ ও পাটের তৈরি সামগ্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে, ভবিষ্যতে আইন সংশোধন করতে ও সুপারিশ করতে এই রিপোর্টের উপরই ভিত্তি করা হবে ৷ পাট চাষের জন্য বিভিন্ন বীজ ও প্রয়োজনীয় জলের ব্যবস্থায় সুবিধার জন্য এই রিপোর্টে গুরুত্ব দেওয়া হবে বলেও আশা করা হচ্ছে ৷

প্লাস্টিকে নিষেধাজ্ঞায় নতুন দিশা পাট শিল্পের

নদিয়ার পাট চাষিরা আশা করছেন, কেন্দ্র ও রাজ্য সরকার কোনও ভালো সিদ্ধান্তই নেবে ৷ তাদের এই পদক্ষেপ পাট চাষে প্রভাব ফেলবে এবং পাটের তৈরি পন্যের চাহিদাও বাড়বে ৷

প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানার সঙ্গে যুক্ত লোকজন কেন্দ্রকে দেশ জুড়ে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধ করার বিষয়ে ধীরগতিতে এগোতে বাধ্য করছে ৷ প্লাস্টিক বন্ধের প্রচারের ফলে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার কমছে ৷ পাশাপাশি বাড়ছে পাট ও পাট সামগ্রীর ব্যবহার ৷

Intro:Body:

Plastic story for 31st





O:\GFX\30-Jan-2020



O:\GFX\26-Jan-2020\Plastic story for Jan 31


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.