ETV Bharat / bharat

প্রকাশিত UPSC-2019 সালের ফল - upsc examination 2019 result out

আজ সফল প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে কমিশন ৷ প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং ৷ তৃতীয় তথা মহিলাদের মধ্যে প্রথম প্রতিভা বর্মা ৷

Result announced of UPSC Civil Services Exam 2019
প্রকাশিত হল UPSC 2019 সালের ফলাফল
author img

By

Published : Aug 4, 2020, 3:52 PM IST

Updated : Aug 4, 2020, 6:03 PM IST

দিল্লি, 4 অগাস্ট : আজ প্রকাশিত হল 2019 সালের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ৷ সফল প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ৷ প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন যতীন কিশোর ৷ তৃতীয় স্থানে প্রতিভা বর্মা ৷ তিনি মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ৷

মোট 829 জন প্রার্থী স্থান পেয়েছেন কমিশনের সম্ভাব্য তালিকায় । তালিকায় 304 জন জেনেরাল, EWS 78, OBC 251, SC 129 এবং ST 67 জন । EWS অর্থাৎ 78 জন প্রথমবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৷ 66 জন প্রার্থীর নিয়োগ শর্তাধীন ও 11 জন প্রার্থীর ফলাফল এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি ৷ পরীক্ষার শর্তাবলী অনুসরণ করে শূন্যপদের সংখ্যার উপর নির্ভর করবে সিভিল সার্ভিসের নির্দিষ্ট বিভাগে নিয়োগের প্রক্রিয়া ।

UPSC-র ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিস্তারিত তালিকা ৷ 2019 সালের সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষার ফলাফল ও 2020 সালের ফেব্রুয়ারি - অগাস্টের পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউয়ের ফলাফলের উপর ভিত্তি করে নিয়োগের তালিকা প্রকাশ করেছে UPSC ৷ তালিকা অনুযায়ী নিয়োগ হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ "A" এবং "B" বিভাগে ।

কেন্দ্রীয় সরকারের তরফে শূন্যপদের যে হিসেব উল্লেখ করা হয়েছে তা এই রকম :

IAS :

জেনেরাল- ৭২ , WBS - ১৮ , OBC - ৫২ , SC - ২৫ , ST - ১৩ ৷ মোট - ১৮০

IFS :

জেনেরাল- ১২ , WBS - ২ , OBC - ৬ , SC - ৩ , ST - ১ ৷ মোট - ২৪

IPS :

জেনেরাল- ৬০ , WBS - ১৫ , OBC - ৪২ , SC - ২৩ , ST - ১০ ৷ মোট - ১৫০

সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘A’ :

জেনেরাল- ১৯৬ , WBS - ৩৪ , OBC - ১০৯ , SC- ৬৪ , ST - ৩৫ ৷ মোট- ৪৩৮

সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘ B ’:

জেনেরাল- ৫৭ , WBS - ১৪ , OBC - ৪২ , SC - ১৪ , ST - ৮ ৷ মোট - ১৩৫

মোট নিয়োগ :

জেনেরাল- ৩৯৭ , WBS - ৮৩ , OBC - ২৫১ , SC - ১২৯ , ST - ৬৭ ৷ মোট- ৯২৭

এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ টি PWD শূন্যপদ ( PWD -১ বিভাগে ১৭টি, PWD -২ বিভাগে ৯টি, PWD -৩ বিভাগে ১৩টি এবং PWD -৫ বিভাগে ৬টি পদ ) ।

চলতি বছরে সিভিস সার্ভিস পরীক্ষা 31 মে হওয়ার কথা ছিল ৷ তবে কোরোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে করা হয়েছে 4 অক্টোবর ৷

দিল্লি, 4 অগাস্ট : আজ প্রকাশিত হল 2019 সালের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ৷ সফল প্রার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ৷ প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন যতীন কিশোর ৷ তৃতীয় স্থানে প্রতিভা বর্মা ৷ তিনি মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ৷

মোট 829 জন প্রার্থী স্থান পেয়েছেন কমিশনের সম্ভাব্য তালিকায় । তালিকায় 304 জন জেনেরাল, EWS 78, OBC 251, SC 129 এবং ST 67 জন । EWS অর্থাৎ 78 জন প্রথমবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৷ 66 জন প্রার্থীর নিয়োগ শর্তাধীন ও 11 জন প্রার্থীর ফলাফল এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি ৷ পরীক্ষার শর্তাবলী অনুসরণ করে শূন্যপদের সংখ্যার উপর নির্ভর করবে সিভিল সার্ভিসের নির্দিষ্ট বিভাগে নিয়োগের প্রক্রিয়া ।

UPSC-র ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিস্তারিত তালিকা ৷ 2019 সালের সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষার ফলাফল ও 2020 সালের ফেব্রুয়ারি - অগাস্টের পার্সোনালিটি টেস্টের ইন্টারভিউয়ের ফলাফলের উপর ভিত্তি করে নিয়োগের তালিকা প্রকাশ করেছে UPSC ৷ তালিকা অনুযায়ী নিয়োগ হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ "A" এবং "B" বিভাগে ।

কেন্দ্রীয় সরকারের তরফে শূন্যপদের যে হিসেব উল্লেখ করা হয়েছে তা এই রকম :

IAS :

জেনেরাল- ৭২ , WBS - ১৮ , OBC - ৫২ , SC - ২৫ , ST - ১৩ ৷ মোট - ১৮০

IFS :

জেনেরাল- ১২ , WBS - ২ , OBC - ৬ , SC - ৩ , ST - ১ ৷ মোট - ২৪

IPS :

জেনেরাল- ৬০ , WBS - ১৫ , OBC - ৪২ , SC - ২৩ , ST - ১০ ৷ মোট - ১৫০

সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘A’ :

জেনেরাল- ১৯৬ , WBS - ৩৪ , OBC - ১০৯ , SC- ৬৪ , ST - ৩৫ ৷ মোট- ৪৩৮

সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘ B ’:

জেনেরাল- ৫৭ , WBS - ১৪ , OBC - ৪২ , SC - ১৪ , ST - ৮ ৷ মোট - ১৩৫

মোট নিয়োগ :

জেনেরাল- ৩৯৭ , WBS - ৮৩ , OBC - ২৫১ , SC - ১২৯ , ST - ৬৭ ৷ মোট- ৯২৭

এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ টি PWD শূন্যপদ ( PWD -১ বিভাগে ১৭টি, PWD -২ বিভাগে ৯টি, PWD -৩ বিভাগে ১৩টি এবং PWD -৫ বিভাগে ৬টি পদ ) ।

চলতি বছরে সিভিস সার্ভিস পরীক্ষা 31 মে হওয়ার কথা ছিল ৷ তবে কোরোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে করা হয়েছে 4 অক্টোবর ৷

Last Updated : Aug 4, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.