ETV Bharat / bharat

71 হাজার টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি অমৃতসরের শিক্ষকের - বলজিন্দর সিং

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে অমৃতসরের স্কুল শিক্ষক বলজিন্দর সিং 71 হাজার টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করলেন ৷ তিনি এই পতাকাটি জেলাতেই অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসে প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন৷

Baljinder Singh
বলজিন্দর সিং
author img

By

Published : Jan 24, 2020, 2:07 PM IST

Updated : Jan 24, 2020, 3:05 PM IST

অমৃতসর, 24 জানুয়ারি: আর দু'দিন পরেই 71তম সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারত সরকার আইন বাতিল হয়ে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয় ৷

প্রতি বছর দিল্লির রাজপথে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ ৷ এছাড়া সারা দেশজুড়েই বৈচিত্রের মধ্যে একতার প্রতীক হিসাবে পালিত হয় এই দিনটি ৷ 71তম সাধারণতন্ত্র দিবসকে বিশেষ করে তুলতে অমৃতসরের এক শিক্ষক জাতীয় পতাকা বানিয়েছেন 71 হাজার টুথপিক দিয়ে ৷ সম্পূর্ণ পতাকাটি তৈরি করতে লেগেছে মোট 40 দিন ৷

বলজিন্দর সিং টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করছেন ৷

অমৃতসরের একটি স্কুলের শিক্ষক বলজিন্দর সিং বলেন, ''বহুদিন ধরেই ভাবছিলাম, নতুন কিছু করতে, যা আগে কেউ করেনি ৷ আমি চেয়েছিলাম আজ পর্যন্ত তৈরি পতাকাগুলির মধ্যে এই পতাকাটি যেন সবচেয়ে বড় হয় ৷'' বলজিন্দর সিংয়ের জেলাতেই একটি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই পতাকাটি প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷

  • Punjab: A government school teacher, Baljinder Singh from Amritsar has made a national flag using toothpicks. He says,"I have made the national flag using 71,000 toothpicks to mark the 71st Republic day. It took me 40 days to complete it". pic.twitter.com/MO8eOg5bbw

    — ANI (@ANI) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

71তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজ 4 দিনের ভারত সফরে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ অনুষ্ঠানের পরে দু'দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বৈঠকও হবে ৷

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার

অমৃতসর, 24 জানুয়ারি: আর দু'দিন পরেই 71তম সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারত সরকার আইন বাতিল হয়ে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয় ৷

প্রতি বছর দিল্লির রাজপথে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ ৷ এছাড়া সারা দেশজুড়েই বৈচিত্রের মধ্যে একতার প্রতীক হিসাবে পালিত হয় এই দিনটি ৷ 71তম সাধারণতন্ত্র দিবসকে বিশেষ করে তুলতে অমৃতসরের এক শিক্ষক জাতীয় পতাকা বানিয়েছেন 71 হাজার টুথপিক দিয়ে ৷ সম্পূর্ণ পতাকাটি তৈরি করতে লেগেছে মোট 40 দিন ৷

বলজিন্দর সিং টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করছেন ৷

অমৃতসরের একটি স্কুলের শিক্ষক বলজিন্দর সিং বলেন, ''বহুদিন ধরেই ভাবছিলাম, নতুন কিছু করতে, যা আগে কেউ করেনি ৷ আমি চেয়েছিলাম আজ পর্যন্ত তৈরি পতাকাগুলির মধ্যে এই পতাকাটি যেন সবচেয়ে বড় হয় ৷'' বলজিন্দর সিংয়ের জেলাতেই একটি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই পতাকাটি প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷

  • Punjab: A government school teacher, Baljinder Singh from Amritsar has made a national flag using toothpicks. He says,"I have made the national flag using 71,000 toothpicks to mark the 71st Republic day. It took me 40 days to complete it". pic.twitter.com/MO8eOg5bbw

    — ANI (@ANI) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

71তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজ 4 দিনের ভারত সফরে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ অনুষ্ঠানের পরে দু'দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বৈঠকও হবে ৷

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার

Patna (Bihar), Jan 24 (ANI): Poster war continues between Janta Dal (United) and Rashtriya Janata Dal (RJD) in Patna on January 24. A poster was seen in Patna against RJD chief Lalu Prasad Yadav mocking about corruption during his regime. He is undergoing treatment at Rajendra Institute of Medical Sciences (RIMS), Ranchi (Jharkhand) and had appeared before a special CBI court there to record his statement in another fodder scam case on January 16.
Last Updated : Jan 24, 2020, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.