ETV Bharat / bharat

এফআইআরের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ শশী, রাজদীপ - 26 জানুয়ারি

দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনায় নাম জড়িয়েছে শশী থারুর ও রাজদীপ সারদেশাইয়ের৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই দিনের ঘটনা প্রসঙ্গে তাঁদের টুইট ‘বিভ্রান্তিকর’৷ এরই প্রেক্ষিতে দায়ের হয়েছে একাধিক অভিযোগ৷ যার প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শশী ও রাজদীপ৷

Republic Day violence: Shashi Tharoor, Rajdeep Sardesai move SC against FIRs
এফআইআরের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ শশী, রাজদীপ
author img

By

Published : Feb 3, 2021, 12:42 PM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি : শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ও সাংবাদিক রাজদীপ সারদেশাই৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনায় নাম জড়িয়েছে তাঁদের৷ অভিযোগ, তাঁদের করা টুইটে ছড়িয়েছে ‘বিভ্রান্তি’৷ এরই প্রেক্ষিতে একের পর এক এফআইআর করা হয়েছে শশী ও রাজদীপের বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা৷

একই কারণে মঙ্গলবার বিকেলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিক মৃণাল পাণ্ডে, জাফর আঘা, পরেশ নাথ এবং অনন্ত নাথ৷

26 জানুয়ারির ঘটনা প্রসঙ্গে গত 30 জানুয়ারি শশী ও রাজদীপ-সহ বহু বিশিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ৷ এফআইআর করা হয় একটি নামী পত্রিকার বিরুদ্ধেও৷

আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সোচ্চার গিল্ড

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনায় শশী থারুর-সহ ছয় সাংবাদিককে আটক করে নয়ডা পুলিশ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশ পুলিশের তরফেও এঁদের বিরুদ্ধে একই কারণে এফআইআর করা হয়৷

দিল্লি, 3 ফেব্রুয়ারি : শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ও সাংবাদিক রাজদীপ সারদেশাই৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনায় নাম জড়িয়েছে তাঁদের৷ অভিযোগ, তাঁদের করা টুইটে ছড়িয়েছে ‘বিভ্রান্তি’৷ এরই প্রেক্ষিতে একের পর এক এফআইআর করা হয়েছে শশী ও রাজদীপের বিরুদ্ধে৷ এরই প্রতিবাদে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা৷

একই কারণে মঙ্গলবার বিকেলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিক মৃণাল পাণ্ডে, জাফর আঘা, পরেশ নাথ এবং অনন্ত নাথ৷

26 জানুয়ারির ঘটনা প্রসঙ্গে গত 30 জানুয়ারি শশী ও রাজদীপ-সহ বহু বিশিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ৷ এফআইআর করা হয় একটি নামী পত্রিকার বিরুদ্ধেও৷

আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সোচ্চার গিল্ড

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনায় শশী থারুর-সহ ছয় সাংবাদিককে আটক করে নয়ডা পুলিশ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশ পুলিশের তরফেও এঁদের বিরুদ্ধে একই কারণে এফআইআর করা হয়৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.