ETV Bharat / bharat

বিনিয়োগে ইতিহাস, 5.5 লাখ কোটি টাকায় রিলায়েন্সের শেয়ার কিনল সৌদির সংস্থা - Reliance Petrochemicals

রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল ৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷

রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷
author img

By

Published : Aug 12, 2019, 8:21 PM IST

Updated : Aug 12, 2019, 9:16 PM IST

মুম্বই, 12 অগাস্ট : দেশের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের কথা ঘোষণা করলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এই বিদেশি লগ্নির কথা ঘোষণা করেন তিনি৷ রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷ সংস্থার 20 শতাংশ শেয়ার আরামকো-কে বিক্রি করা হয়েছে 7500 কোটি ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় 5.4 লক্ষ কোটি টাকা) ৷

দ্বিতীয় NDA সরকার ক্ষমতায় আসার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বিদেশি লগ্নির কথা বলেছেন ৷ ভারতকে অন্যতম সেরা বিনিয়োগের গন্তব্য বলে উল্লেখ করেছিলেন ৷ তারপর আজ নিজেদের পেট্রোকেমিকেল ব্যবসার 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থাকে বিক্রি করার কথা ঘোষণা করা হল রিলায়েন্স কর্তার তরফে । 7500 কোটি ডলারের এই লগ্নি দেশের ইতিহাসে এখনও পর্যন্ত অন্যতম বড় বিদেশি বিনিয়োগ বলে দাবি করছে শিল্পমহল ।

রিলায়েন্স তাদের পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের কম্পানি আরামকো-কে বিক্রি করেছে । এটি রিলায়েন্সের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ইতিহাসে অন্যতম বিপুল বিদেশি বিনিয়োগ বলে দাবি করেন মুকেশ আম্বানি । এ ছাড়া আরামকো প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রিলায়েন্সকে রপ্তানি করবে । মুকেশ আম্বানি বলেন, " এটি (আরামকো) বিশ্বের বৃহত্তম তৈল উৎপাদনকারী সংস্থা এবং বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এবং পেট্রোকেমিকেল কমপ্লেক্সের (রিলায়েন্স) মধ্যে উপযুক্ত মেলবন্ধন ।"

মুম্বই, 12 অগাস্ট : দেশের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের কথা ঘোষণা করলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এই বিদেশি লগ্নির কথা ঘোষণা করেন তিনি৷ রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷ সংস্থার 20 শতাংশ শেয়ার আরামকো-কে বিক্রি করা হয়েছে 7500 কোটি ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় 5.4 লক্ষ কোটি টাকা) ৷

দ্বিতীয় NDA সরকার ক্ষমতায় আসার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বিদেশি লগ্নির কথা বলেছেন ৷ ভারতকে অন্যতম সেরা বিনিয়োগের গন্তব্য বলে উল্লেখ করেছিলেন ৷ তারপর আজ নিজেদের পেট্রোকেমিকেল ব্যবসার 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থাকে বিক্রি করার কথা ঘোষণা করা হল রিলায়েন্স কর্তার তরফে । 7500 কোটি ডলারের এই লগ্নি দেশের ইতিহাসে এখনও পর্যন্ত অন্যতম বড় বিদেশি বিনিয়োগ বলে দাবি করছে শিল্পমহল ।

রিলায়েন্স তাদের পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের কম্পানি আরামকো-কে বিক্রি করেছে । এটি রিলায়েন্সের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ইতিহাসে অন্যতম বিপুল বিদেশি বিনিয়োগ বলে দাবি করেন মুকেশ আম্বানি । এ ছাড়া আরামকো প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রিলায়েন্সকে রপ্তানি করবে । মুকেশ আম্বানি বলেন, " এটি (আরামকো) বিশ্বের বৃহত্তম তৈল উৎপাদনকারী সংস্থা এবং বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এবং পেট্রোকেমিকেল কমপ্লেক্সের (রিলায়েন্স) মধ্যে উপযুক্ত মেলবন্ধন ।"

Antananarivo (Madagascar), Aug 12 (ANI): Indian poet-Ambassdor's Earth Anthem finding place of pride across the continents. It was recently performed by the Metropolitan Orchestra of Brasilia. Conducted by Maestro Ricardo Sousa-Castro and sung by Soprano Marcela Cadima under coordination of Hoeck Miranda. In June, the anthem was performed by Italian Soprano Maria Novella Malfatti and the musicians of the Amsterdam Conservatorium. Abhay K. wrote the anthem while posted in St. Petersburg, Russia in 2008. The music of the anthem was composed by Sapan Ghimire in Nepal. It was released in 2013 in New Delhi on the occasion of the World Environment Day. The earth anthem has, by far, been translated into over 40 languages. It has also been put to music by Dr L Subramaniam and sung by Kavita Krishnamurthy. Philharmonic Orchestra of Brasilia had performed it earlier in 2018.

Last Updated : Aug 12, 2019, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.