ETV Bharat / bharat

বেহাল অর্থনীতির সংস্কারে গান্ধির পথ স্বাগত, বলছেন অনেক অর্থনীতিবিদ - Unemployment

সম্প্রতি দেশের অর্ডন্যান্স কারখানা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার । এর মাধ্যমে দেশে চলতে থাকা অর্থনীতির ধীরগতিকে বেগ দিতে চাইছে সরকার । এরই মধ্যে অর্থনীতিবিদদের একাংশের দাবি, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ও কর্মসংস্থান বৃদ্ধিতে ফের একবার গান্ধিনীতির প্রয়োগ দরকার ।

বেহাল অর্থনীতির সংস্কারে গান্ধির পথ স্বাগত, বলছেন অনেক অর্থনীতিবিদ
author img

By

Published : Aug 28, 2019, 7:54 PM IST

একটি জাতীয় সংবাদমাধ্যমের ই-সংস্করণে একটি বিজ্ঞাপন দেখা যায় কয়েকদিন আগে । বিজ্ঞাপনটি নর্দার্ন ইন্ডিয়া টেক্সটাইল মিল অ্যাসোশিয়েশনের দেওয়া । বিজ্ঞাপনটিতে দেশের বস্ত্রশিল্পে চলা মন্দার বিষয়টি তুলে ধরা হয় । দেশের 10 কোটি মানুষের জীবনযাপন নির্ভর করে এই শিল্পের উপর । একইরকম আরও একটি বিজ্ঞাপন দেখা যায় অন্য একটি সংবাদপত্রে । সেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান টি অ্যাসোশিয়েশনের তরফে । সেই বিজ্ঞাপনে বলা হয়, চলতি অবস্থায় চা শিল্পের মন্দার কারণে এর সঙ্গে যুক্ত 10 লাখ মানুষের কর্মসংস্থান সংকটের মুখে । এছাড়া পার্লে কম্পানির দুর্দশার কথা জানা ।

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা নেমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, এই কথা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতেও মন্দা চলছে ।

সম্প্রতি দেশের অর্ডন্যান্স কারখানা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার । এর মাধ্যমে দেশে চলতে থাকা অর্থনীতির ধীরগতিকে বেগ দিতে চাইছে সরকার । তবে সরকারের এই পদক্ষেপ কি দেশের অর্থনীতির অনুকূল? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।

পরিসংখ্যান বলছে, গত 45 বছরের মধ্যে এখন দেশে বেকারের সংখ্যা সব থেকে বেশি । অর্থনীতিবিদদের একাংশ বলছে, ভারতকে 5 লাখ কোটি টাকার অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে কথা সরকার বলেছে, তার বাস্তবায়ন সম্ভব একমাত্র গান্ধির পথেই । সেই পথে সমবণ্টন ও গ্রামগুলিকে স্বনির্ভর করে তোলার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব ।

গান্ধির অর্থনৈতিক উন্নয়নের মূল মন্ত্র ছিল, "গণ উৎপাদন নয়, জনগণের দ্বারা উৎপাদন প্রয়োজন ।" তাঁর অর্থনৈতিক চিন্তাধারা অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়কে একত্রিত করার একটি প্রচেষ্টা । নৈতিকতা ও অর্থনীতি, উন্নয়ন ও সমতা, সম্পদ সৃষ্টি ও বিতরণকে একত্রিত করার চেষ্টা করেছিলেন গান্ধি । তাঁর অর্থনৈতিক চিন্তাধারার মূল নীতি ছিল যে, একটি অর্থনৈতিক প্রক্রিয়ায় সবার সমান সুযোগ থাকা উচিত ।

ভারতের অর্থনীতির গতিবিধি পরিবর্তিত হয় 1990-এর দশকে । দেশকে দেওলিয়া হওয়া থেকে বাঁচাতে ভারত উদার অর্থনীতির পথ বেছে নেয় । এর জেরে গান্ধির অর্থনীতির পথ থেকে আরও সরে যায় ভারতের অর্থনীতি । বর্তমান সরকার আরও সরে যাচ্ছে গান্ধির নীতি থেকে । তাই অর্থনীতিবিদদের একাংশের দাবি, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ও কর্মসংস্থান বৃদ্ধিতে ফের একবার গান্ধিনীতির প্রয়োগ দরকার ।

একটি জাতীয় সংবাদমাধ্যমের ই-সংস্করণে একটি বিজ্ঞাপন দেখা যায় কয়েকদিন আগে । বিজ্ঞাপনটি নর্দার্ন ইন্ডিয়া টেক্সটাইল মিল অ্যাসোশিয়েশনের দেওয়া । বিজ্ঞাপনটিতে দেশের বস্ত্রশিল্পে চলা মন্দার বিষয়টি তুলে ধরা হয় । দেশের 10 কোটি মানুষের জীবনযাপন নির্ভর করে এই শিল্পের উপর । একইরকম আরও একটি বিজ্ঞাপন দেখা যায় অন্য একটি সংবাদপত্রে । সেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান টি অ্যাসোশিয়েশনের তরফে । সেই বিজ্ঞাপনে বলা হয়, চলতি অবস্থায় চা শিল্পের মন্দার কারণে এর সঙ্গে যুক্ত 10 লাখ মানুষের কর্মসংস্থান সংকটের মুখে । এছাড়া পার্লে কম্পানির দুর্দশার কথা জানা ।

গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা নেমে গেছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন । যদিও দেশের GDP-র অবস্থা খারাপ, এই কথা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতেও মন্দা চলছে ।

সম্প্রতি দেশের অর্ডন্যান্স কারখানা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার । এর মাধ্যমে দেশে চলতে থাকা অর্থনীতির ধীরগতিকে বেগ দিতে চাইছে সরকার । তবে সরকারের এই পদক্ষেপ কি দেশের অর্থনীতির অনুকূল? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।

পরিসংখ্যান বলছে, গত 45 বছরের মধ্যে এখন দেশে বেকারের সংখ্যা সব থেকে বেশি । অর্থনীতিবিদদের একাংশ বলছে, ভারতকে 5 লাখ কোটি টাকার অর্থনীতিতে নিয়ে যাওয়ার যে কথা সরকার বলেছে, তার বাস্তবায়ন সম্ভব একমাত্র গান্ধির পথেই । সেই পথে সমবণ্টন ও গ্রামগুলিকে স্বনির্ভর করে তোলার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব ।

গান্ধির অর্থনৈতিক উন্নয়নের মূল মন্ত্র ছিল, "গণ উৎপাদন নয়, জনগণের দ্বারা উৎপাদন প্রয়োজন ।" তাঁর অর্থনৈতিক চিন্তাধারা অর্থনৈতিক বিকাশের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়কে একত্রিত করার একটি প্রচেষ্টা । নৈতিকতা ও অর্থনীতি, উন্নয়ন ও সমতা, সম্পদ সৃষ্টি ও বিতরণকে একত্রিত করার চেষ্টা করেছিলেন গান্ধি । তাঁর অর্থনৈতিক চিন্তাধারার মূল নীতি ছিল যে, একটি অর্থনৈতিক প্রক্রিয়ায় সবার সমান সুযোগ থাকা উচিত ।

ভারতের অর্থনীতির গতিবিধি পরিবর্তিত হয় 1990-এর দশকে । দেশকে দেওলিয়া হওয়া থেকে বাঁচাতে ভারত উদার অর্থনীতির পথ বেছে নেয় । এর জেরে গান্ধির অর্থনীতির পথ থেকে আরও সরে যায় ভারতের অর্থনীতি । বর্তমান সরকার আরও সরে যাচ্ছে গান্ধির নীতি থেকে । তাই অর্থনীতিবিদদের একাংশের দাবি, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ও কর্মসংস্থান বৃদ্ধিতে ফের একবার গান্ধিনীতির প্রয়োগ দরকার ।

Patna (Bihar), Aug 28 (ANI): Former Union Minister of State for Home Affairs Hansraj Ahir on August 28 lambasted at Congress former president Rahul Gandhi over his stand on Jammu and Kashmir situation. He said that the language that Rahul speaks is the same language that Pakistan speaks. He added that Gandhi can't oppose everything just because he is in Opposition party.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.