ETV Bharat / bharat

রাজনৈতিক নয়, অমেথির সঙ্গে পারিবারিক সম্পর্ক: প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা গান্ধী বঢরার খবর

অমেথির সঙ্গে আমাদের সম্পর্ক রাজনৈতিক নয়, পারিবারিক। অমেথির ন্যায় পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কর্মীদের এমনই ভোকাল টনিক দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।

Relationship with Amethi not political: Priyanka
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
author img

By

Published : Jan 27, 2021, 7:29 PM IST

লখনউ, 27 জানুয়ারি : সংগঠনকে আরও মজবুত করার কাজে হাত লাগালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বুধবার অমেথির জামোহতে ন্যায় পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তিনি। সংগঠন জোরদার করতে ভোকাল টনিক দিলেন প্রিয়াঙ্কা। মনে করিয়ে দিলেন, অমেথির সঙ্গে তাঁদের পারিবারিক যোগ থাকার কথা।

ভার্চুয়াল বৈঠকে প্রিয়াঙ্কা ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলেন, ''অমেথির সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নয়, এই সম্পর্ক পারিবারিক।''

আরও পড়ুন: উদ্ধত সরকার কৃষক ও জওয়ানদের সম্মান করে না : প্রিয়াঙ্কা

এ দিন কৃষি আইন নিয়েও কেন্দ্রকে একহাত নেন সনিয়া-কন্যা। তিনি বলেন, এই আইন শুধু কৃষকদের জন্যই নয়, গোটা দেশের জন্যই অত্যন্ত ক্ষতিকর। কংগ্রেস সবসময় কৃষক ও সমাজের দুর্বল অংশের পাশে রয়েছে বলে জানান প্রিয়াঙ্কা।

লখনউ, 27 জানুয়ারি : সংগঠনকে আরও মজবুত করার কাজে হাত লাগালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বুধবার অমেথির জামোহতে ন্যায় পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তিনি। সংগঠন জোরদার করতে ভোকাল টনিক দিলেন প্রিয়াঙ্কা। মনে করিয়ে দিলেন, অমেথির সঙ্গে তাঁদের পারিবারিক যোগ থাকার কথা।

ভার্চুয়াল বৈঠকে প্রিয়াঙ্কা ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলেন, ''অমেথির সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নয়, এই সম্পর্ক পারিবারিক।''

আরও পড়ুন: উদ্ধত সরকার কৃষক ও জওয়ানদের সম্মান করে না : প্রিয়াঙ্কা

এ দিন কৃষি আইন নিয়েও কেন্দ্রকে একহাত নেন সনিয়া-কন্যা। তিনি বলেন, এই আইন শুধু কৃষকদের জন্যই নয়, গোটা দেশের জন্যই অত্যন্ত ক্ষতিকর। কংগ্রেস সবসময় কৃষক ও সমাজের দুর্বল অংশের পাশে রয়েছে বলে জানান প্রিয়াঙ্কা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.