ETV Bharat / bharat

বর্ষাকালীন অধিবেশনের আগে মহড়া রাজ্যসভায়

author img

By

Published : Sep 9, 2020, 9:52 PM IST

14 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ রূপে চালু হবে রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন ৷ তার জন্য নতুনভাবে সাজানো হয়েছে রাজ্যসভা ৷ এখানে থাকবে বড় এলসিডি স্ক্রিন বসবে , রাজ্যসভার ভিতরে জীবাণু এবং ভাইরাস ধ্বংস করতে অতিবেগুনি ই-র‍্যাডিয়েশন সিস্টেম বসানোর হবে ।

Rajya Sabha monsoon session
Rajya Sabha monsoon session

দিল্লি , 9 সেপ্টেম্বর : রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে ৷ চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ তার আগে আজ রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ও তাঁর কর্মীরা একটি মহড়া দেয় ৷

নাইডু রাজ্যসভা চেম্বারে 250 সেকেন্ড অধিবেশনের মহড়াটি অনুষ্ঠিত করেছিলেন ৷ পরিমল নাথওয়ানি এখানে শপথ নেন ৷ পরিমল নাথওয়ানি তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে ৷ নাথওয়ানি 2008 সালের মে মাসে রাজ্যসভায় এবং দ্বিতীয় মেয়াদে 2014 সালের এপ্রিলে নির্বাচিত হয়েছিলেন ।অনুষ্ঠানে রাজ্যসভার সেক্রেটারি-জেনেরাল , দেশ দীপক বর্মা এবং উচ্চ কক্ষের সচিবালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

14 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ রূপে চালু হয়ে যাবে রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন ৷ তার জন্য নতুনভাবে সাজানো হয়েছে রাজ্যসভা ৷ এখানে থাকবে বড় এলসিডি স্ক্রিন বসবে , রাজ্যসভার ভিতরে জীবাণু এবং ভাইরাস ধ্বংস করতে অতিবেগুনি ই-র‍্যাডিয়েশন সিস্টেম বসানোর হবে।

14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে । বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত অধিবেশন চলবে ৷ শুধুমাত্র একদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অধিবেশন চলবে ৷ রাজ্যসভার অধবেশন চলবে আলাদা সময় ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কোনও ছুটির দিন থাকবে না ৷

দিল্লি , 9 সেপ্টেম্বর : রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে ৷ চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ তার আগে আজ রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ও তাঁর কর্মীরা একটি মহড়া দেয় ৷

নাইডু রাজ্যসভা চেম্বারে 250 সেকেন্ড অধিবেশনের মহড়াটি অনুষ্ঠিত করেছিলেন ৷ পরিমল নাথওয়ানি এখানে শপথ নেন ৷ পরিমল নাথওয়ানি তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে ৷ নাথওয়ানি 2008 সালের মে মাসে রাজ্যসভায় এবং দ্বিতীয় মেয়াদে 2014 সালের এপ্রিলে নির্বাচিত হয়েছিলেন ।অনুষ্ঠানে রাজ্যসভার সেক্রেটারি-জেনেরাল , দেশ দীপক বর্মা এবং উচ্চ কক্ষের সচিবালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

14 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ রূপে চালু হয়ে যাবে রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন ৷ তার জন্য নতুনভাবে সাজানো হয়েছে রাজ্যসভা ৷ এখানে থাকবে বড় এলসিডি স্ক্রিন বসবে , রাজ্যসভার ভিতরে জীবাণু এবং ভাইরাস ধ্বংস করতে অতিবেগুনি ই-র‍্যাডিয়েশন সিস্টেম বসানোর হবে।

14 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে । বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত অধিবেশন চলবে ৷ শুধুমাত্র একদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অধিবেশন চলবে ৷ রাজ্যসভার অধবেশন চলবে আলাদা সময় ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কোনও ছুটির দিন থাকবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.