দিল্লি, 28 জুন : দেশে প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গেই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হারও । আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, বর্তমানে দেশে সুস্থ হয়ে ওঠা কোরোনা আক্রান্তর সংখ্যা সক্রিয় রোগীর তুলনায় এক লাখের বেশি।
বর্তমানে দেশে মোট কোরোনা রোগীর সংখ্যা 5 লাখ 28 হাজার 859। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 3 হাজার 51। এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 9 হাজার 712। মোট মৃতের সংখ্যা 16 হাজার 95।
আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে মোট 13 হাজার 832 জন কোরোনা রোগী সুস্থ হয়ে উঠেছে । দেশে এখনও পর্যন্ত মোট 3 লাখ 9 হাজার 712 জন সুস্থ হয়ে উঠেছে, যা সক্রিয় রোগীর সংখ্যার তুলনায় 1 লাখ 6 হাজার 661 জন বেশি। দেশে বর্তমানে কোরোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হার 58.56 শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিতএকটি বিবৃতিতে জানানো হয়, "কেন্দ্রীয় সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি কোরোনা সংক্রমণ নির্ণয় ও নিয়ন্ত্রণে যে সক্রিয় পদক্ষেপ করেছে তার ফল হাতেনাতে মিলছে । বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 3 হাজার 51 । তাদের চিকিৎসা করা হচ্ছে । "
ওই বিবৃতিতে আরও জানানো হয়, কোরোনা পরীক্ষার জন্য দেশে বর্তমানে 749টি সরকারি এবং 287 টি বেসরকারি ল্যাব মিলিয়ে মোট 1 হাজার 36টি ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে । এই ল্যাবগুলিতে প্রতিদিন গড়ে দু'লাখের বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে । গত 24 ঘন্টায় 2 লাখ 31 হাজার 95টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত দেশে মোট 82 লাখ 27 হাজার 802টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দেশে কোরোনা চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 1 লাখ 77 হাজার 529টি আইসোলেশন বেড, 23 হাজার 168টি ICU বেড এবং 78 হাজার 60টি অক্সিজেন সাপোর্টেড বেড সহ মোট 1 হাজার 55টি হাসপাতালকে কেবলমাত্র কোরোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট চিহ্নিত করা হয়েছে