ETV Bharat / bharat

পিঁয়াজ সংকট কেন? - পিঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের

কেন পিঁয়াজের দাম এমন? কেন এই সংকট? সরকার কী পদক্ষেপ করছে ?

onion
onion
author img

By

Published : Dec 5, 2019, 1:01 PM IST

পিঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের । পিঁয়াজের কেজি 100 টাকা ছাড়িয়ে যাওয়ায় মানুষ বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন । এই সমস্যা গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, বাদ যায়নি প্রতিবেশী দেশও ।

কেন পিঁয়াজের দাম এমন? কেন এই সংকট? সরকার কী পদক্ষেপ করছে ?

পিঁয়াজের চাষ হয় আমাদের দেশে ৷ প্রতি বছর আমাদের দেশে 19.40 মিলিয়ন হেক্টর পিঁয়াজ উৎপাদিত হয় । মূলত মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান এবং তেলঙ্গানায় পিঁয়াজের চাষ হয়ে থাকে । মহারাষ্ট্রে 76279 হেক্টর পেঁয়াজ বপন করা হয়েছিল । যেখানে কুরনুল মার্কেটে গত সোমবার কুইন্টাল প্রতি পিঁয়াজের দাম ছিল 10150 টাকা ।

সমস্যাটা কোথায়?

যে রাজ্যগুলিতে পিঁয়াজের চাষ হয়, সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে । মহারাষ্ট্রে স্বাভাবিকের থেকে দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে, অন্যদিকে, গুজরাতে দ্বিগুণ, মধ্যপ্রদেশে, গুজরাতে 70 শতাংশ, তেলঙ্গানায় 65 শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে । এই অধিক বৃষ্টি ফসলের মারাত্মক ক্ষতি করেছে । মহারাষ্ট্রে দেখা গেছে কৃষকরা নানা জায়গায় পিঁয়াজের বীজ বপন করেছিলেন বৃষ্টির কারণে, কিন্তু, অনেক ফসল নষ্ট হয়েছে ।

স্বাভাবিক ভাবে যে পরিমাণ পিঁয়াজ বাজারে আসার কথা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এখনও পর্যন্ত তার থেকে অনেক কম পরিমাণ বাজারে এসেছে । চাহিদার থেকে যোগান কম থাকায় স্বাভাবিক ভাবেই দাম বেড়ে চলেছে পিঁয়াজের ।

সরকারের ভূমিকা কী ?

নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 3467 কোটি টাকার পিঁয়াজ রপ্তানি করা হয়েছে ৷ বর্তমান পরিস্থিতির নিরিখে সরকার দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে জানুয়ারির মধ্যে বাজারে পর্যাপ্ত পিঁয়াজ চলে আসবে, স্বাভাবিক ভাবেই দাম নিয়ন্ত্রিত হবে ।

পিঁয়াজ নিয়ে আমাদের দেশের সমস্যা এই মুহূর্তে গুরুতর । পরিস্থিতি কিছুটা সামাল দিতে আফগানিস্তান, তুরস্ক, ইরান এবং মিশর থেকে এক লাখ টন পিঁয়াজ আমদানি করা হয়েছে ।

প্রতিবেশী দেশের পরিস্থিতি

বাংলাদেশ: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, এর ফলে 30 টাকা ( ভারতীয় মুদ্রায় 25 ) থেকে বেড়ে কেজি প্রতি 260 ( ভারতীয় মুদ্রায় 218) টাকায় পৌঁছে গেছে দাম ।

মায়ানমার - গত বছর এক ভিসা (1.6 কেজি) পিঁয়াজের দাম ছিল 450 ক্যাট, সেখানে এ বছর দাম 850 ক্যাট । এক ক্যাট 0.47 ভারতীয় মুদ্রার সমান ।

নেপাল --- সাধারণ ভাবে এক কেজি পেঁয়াজের দাম থাকে 150 রুপি, সেখানে নভেম্বরে 100 নেপালের রুপি৷

এই পরিস্থিতির কারণ, ভারত-নেপাল সীমান্ত দিয়ে পেঁয়াজের চোরা পাচারের ফল । নেপালের এক টাকা ভারতের 0.62 টাকার সমান ।

পাকিস্তান- পাকিস্তানে এক কেজি পিঁয়াজের দাম 70 । এক পাকিস্তানী টাকার অর্থ ভারতীয় টাকায় 0.46 এর সমান ।

শ্রীলঙ্কা --গত বছর শ্রীলঙ্কায় 95 ছিল এক কেজি পিঁয়াজের দাম, সেখানে এ বছর পিঁয়াজের দাম 158 (ভারতীয় টাকায় 68 টাকা ) ।

ব্যবহার

স্বাভাবিক ভাবে দেখা গেছে, জনপ্রতি 19 কেজি করে পিঁয়াজ ব্যবহার করেন ভারতে ।

পিঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের । পিঁয়াজের কেজি 100 টাকা ছাড়িয়ে যাওয়ায় মানুষ বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন । এই সমস্যা গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, বাদ যায়নি প্রতিবেশী দেশও ।

কেন পিঁয়াজের দাম এমন? কেন এই সংকট? সরকার কী পদক্ষেপ করছে ?

পিঁয়াজের চাষ হয় আমাদের দেশে ৷ প্রতি বছর আমাদের দেশে 19.40 মিলিয়ন হেক্টর পিঁয়াজ উৎপাদিত হয় । মূলত মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান এবং তেলঙ্গানায় পিঁয়াজের চাষ হয়ে থাকে । মহারাষ্ট্রে 76279 হেক্টর পেঁয়াজ বপন করা হয়েছিল । যেখানে কুরনুল মার্কেটে গত সোমবার কুইন্টাল প্রতি পিঁয়াজের দাম ছিল 10150 টাকা ।

সমস্যাটা কোথায়?

যে রাজ্যগুলিতে পিঁয়াজের চাষ হয়, সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে । মহারাষ্ট্রে স্বাভাবিকের থেকে দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে, অন্যদিকে, গুজরাতে দ্বিগুণ, মধ্যপ্রদেশে, গুজরাতে 70 শতাংশ, তেলঙ্গানায় 65 শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে । এই অধিক বৃষ্টি ফসলের মারাত্মক ক্ষতি করেছে । মহারাষ্ট্রে দেখা গেছে কৃষকরা নানা জায়গায় পিঁয়াজের বীজ বপন করেছিলেন বৃষ্টির কারণে, কিন্তু, অনেক ফসল নষ্ট হয়েছে ।

স্বাভাবিক ভাবে যে পরিমাণ পিঁয়াজ বাজারে আসার কথা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এখনও পর্যন্ত তার থেকে অনেক কম পরিমাণ বাজারে এসেছে । চাহিদার থেকে যোগান কম থাকায় স্বাভাবিক ভাবেই দাম বেড়ে চলেছে পিঁয়াজের ।

সরকারের ভূমিকা কী ?

নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 3467 কোটি টাকার পিঁয়াজ রপ্তানি করা হয়েছে ৷ বর্তমান পরিস্থিতির নিরিখে সরকার দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে জানুয়ারির মধ্যে বাজারে পর্যাপ্ত পিঁয়াজ চলে আসবে, স্বাভাবিক ভাবেই দাম নিয়ন্ত্রিত হবে ।

পিঁয়াজ নিয়ে আমাদের দেশের সমস্যা এই মুহূর্তে গুরুতর । পরিস্থিতি কিছুটা সামাল দিতে আফগানিস্তান, তুরস্ক, ইরান এবং মিশর থেকে এক লাখ টন পিঁয়াজ আমদানি করা হয়েছে ।

প্রতিবেশী দেশের পরিস্থিতি

বাংলাদেশ: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, এর ফলে 30 টাকা ( ভারতীয় মুদ্রায় 25 ) থেকে বেড়ে কেজি প্রতি 260 ( ভারতীয় মুদ্রায় 218) টাকায় পৌঁছে গেছে দাম ।

মায়ানমার - গত বছর এক ভিসা (1.6 কেজি) পিঁয়াজের দাম ছিল 450 ক্যাট, সেখানে এ বছর দাম 850 ক্যাট । এক ক্যাট 0.47 ভারতীয় মুদ্রার সমান ।

নেপাল --- সাধারণ ভাবে এক কেজি পেঁয়াজের দাম থাকে 150 রুপি, সেখানে নভেম্বরে 100 নেপালের রুপি৷

এই পরিস্থিতির কারণ, ভারত-নেপাল সীমান্ত দিয়ে পেঁয়াজের চোরা পাচারের ফল । নেপালের এক টাকা ভারতের 0.62 টাকার সমান ।

পাকিস্তান- পাকিস্তানে এক কেজি পিঁয়াজের দাম 70 । এক পাকিস্তানী টাকার অর্থ ভারতীয় টাকায় 0.46 এর সমান ।

শ্রীলঙ্কা --গত বছর শ্রীলঙ্কায় 95 ছিল এক কেজি পিঁয়াজের দাম, সেখানে এ বছর পিঁয়াজের দাম 158 (ভারতীয় টাকায় 68 টাকা ) ।

ব্যবহার

স্বাভাবিক ভাবে দেখা গেছে, জনপ্রতি 19 কেজি করে পিঁয়াজ ব্যবহার করেন ভারতে ।

Visakhapatnam (Andhra Pradesh), Dec 05 (ANI): Eastern Naval Command (ENC) conducted a Naval Operational Demonstration on occasion of the Navy Day at RK Beach in Andhra Pradesh's Visakhapatnam. Chief Minister of Andhra Pradesh YS Jagan Mohan Reddy was also present. The Navy Day operational demonstration gave opportunity to public to have closer glimpse at activities of Indian Navy. It also showcased the challenges, which naval personnel experience at sea. Navy Day is celebrated on December 04, every year.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.