দিল্লি, 7 অগাস্ট : মধ্যবিত্তের জন্য সুখবর ৷ সাধারণ মানুষের মনে আশা জাগিয়ে রেপো রেট কমাল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক RBI । এর ফলে ব্যক্তিগত, গাড়ি ও বিশেষ করে গৃহঋণের ক্ষেত্রে EMI-এর বোঝার পরিমাণও কমবে ৷
নতুন আর্থিক বছরের নীতি নির্ধারণে আজ বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের (MPC) মানিটারি পলিসি কমিটি । রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বেই হয় বৈঠক । তাতেই সিদ্ধান্ত হয়েছে 35 বেসিস পয়েন্ট কমানো হবে রেপো রেট ।
ধীরে চলা অর্থনীতির দিকে তাকিয়ে নীতিতে বদল আনল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ বিশেষজ্ঞদের মত, কেন্দ্রীয় ব্যাঙ্কের মনেটরি পলিসি কমিটি (MPC) রেপো রেট কমাল ৷ MPC বৈঠক শুরু হয়েছে গত 5 অগাস্ট ৷ এখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট কমানোর ৷
এই নিয়ে চতুর্থবার রেপো রেট কমাল RBI। গত 9 বছরে যা সবচেয়ে কম বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা । আগেই অর্থনীতিবিদরা আঁচ করেছিলেন, ধীর গতির অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট কমানোর নীতিকেই বেছে নিতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক । তাঁরা জানিয়েছিলেন, 25 বেসিস পয়েন্ট রেপোরেট কমাতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক । কিন্তু সেটা 35 হবে সেটা ভাবতে পারেননি কেউই ।
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কারণেই পর পর বেশ কয়েকবার রেপো রেট কমানো হয়েছিল । একই সঙ্গে রিভাইসড GDP রেট 7-এর বদলে 6.9% হয়েছে বলে ঘোষণা করেছে RBI । সর্বসম্মতিক্রমে কমানো হয়েছে রেট, জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস ৷