ETV Bharat / bharat

রাউত-পাওয়ার, মোহন-ফড়নবিশ; জোড়া বৈঠক মহারাষ্ট্রে - মহারাষ্ট্র নির্বাচনের খবর

আজ দ্বিতীয়বারের জন্য বৈঠকে সারলেন সঞ্জয় রাউত ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার ৷ তবে ফলপ্রসূ হল না বৈঠক ৷ বৈঠক শেষে শরদ পাওয়ার আজ সাংবাদিক সম্মেলন করে জানান, জনসাধারণের রায় মেনে NCP বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত ৷ RSS সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে নাগপুরে যাচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ কার হাতে থাকবে মহারাষ্ট্র মন্ত্রিসভার চালিকাশক্তি? কতটা মজবুত হয়েছে বিকল্প জোটের পাল্লা? নাকি জট খুলবে সেনা-BJP জোটের?

সেনা-BJP জট খোলার ঈঙ্গিত
author img

By

Published : Nov 6, 2019, 8:45 AM IST

Updated : Nov 6, 2019, 3:30 PM IST


মুম্বই, 6 নভেম্বর : মহারাষ্ট্রে নির্বাচনী ফল প্রকাশের পর প্রায় দু'সপ্তাহ কেটে গেল ৷ কে হবে মন্ত্রিসভার চালিকাশক্তি ? তা নিয়ে জট কাটল না এখনও ৷ এদিকে মন্ত্রিসভা গঠনের অন্তিম সময়সীমা শেষ হচ্ছে আর দু'দিনের মধ্যে ৷ 50:50 ফর্মুলা নিয়ে আর আলোচনা নয় ৷ সেনার তরফ থেকে একক মুখ্যমন্ত্রিত্বের পদের জন্য দাবি করা হয়েছে ৷ BJP-র পক্ষ থেকেও বলা হয় তারা সেনার সঙ্গে আলোচনায় বসতে রাজি ৷ তবে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে দ্বিতীয় আর কোনও আলোচনা চাইছে না BJP ৷

কোন দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের মন্ত্রিসভার ভবিষ্যৎ? কতটা মজবুত হয়েছে বিকল্প জোটের পাল্লা?


এরই মধ্যে আজ দ্বিতীয়বারের জন্য বৈঠকে সারলেন সঞ্জয় রাউত ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার ৷ তবে ফলপ্রসূ হল না বৈঠক ৷ বৈঠক শেষে শরদ পাওয়ার আজ সাংবাদিক সম্মেলন করে জানান, জন সাধারণের রায় মেনে NCP বিরোধি আসনে বসার জন্য প্রস্তুত ৷ পাশাপাশি সেনা কিভাবে 170 জন বিধায়কের সমর্থন আনবে, তা নিয়েও প্রশ্ন তোলেন পাওয়ার ৷

আজই আবার RSS সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে নাগপুরে যাচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সূত্র মারফত জানা গেছে, সেনা-BJP জট কাটাতে মোহন ভাগবতকে হস্তক্ষেপ করতে বলে অনুরোধ করেছিলেন কোনও এক শিবসেনা নেতা ৷ কৃষক-অধিকার কর্মী কিশোর তিওয়াড়িও অভিজ্ঞ BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে আবেদন করেছিলেন মহারাষ্ট্রের রাজনৈতিক জট কাটাতে আলাপআলোচনায় জন্য ৷

আসন সংখ্যার নিরিখে গতবারের তুলনায় BJP এবারের নির্বাচনে অনেকটাই শক্তি হারিয়েছে ৷ আসন সংখ্যা 122 থেকে কমে দাড়িয়েছে 105 ৷ দলের অন্দরের খবর, এতে নিন্দুকেরা আরও বেশি করে সুযোগ পাচ্ছে ৷ পাশাপাশি এর ফলে বলও চলে গেছে এখন সেনার কোর্টে ৷ ফড়নবিশ 50:50 ফর্মুলা মানতে রাজি না হওয়ার পর থেকে দ্বিতীয় কোনও আলোচনায় বসতে নারাজ সেনা ৷

BJP সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য গতকাল রাজধানীতে উড়ে যান ফড়নবিশ ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে এদিন নিতিন গডকড়ির সঙ্গেও দেখা করেন ফড়নবিশ ৷ সেনার সঙ্গে আলোচনায় বসার জন্য তাঁদের দরজা সবসময় খোলা ৷ BJP-র তরফ থেকে গতকাল এমনটাই জানানো হয় ৷ পাশাপাশি এটিও স্পষ্ট করে দেওয়া হয় যে, সরকার গঠন করা হবে দেবেন্দ্র ফড়নবিশের মুখ্যমন্ত্রিত্বে ৷ সেনার তরফেও অনেকটা একইরকম জানানো হয় ৷ আলোচনায় রাজি ৷ তবে মুখ্যমন্ত্রিত্বের পদ থাকবে সেনার হাতে ৷

মুখ্যমন্ত্রীর বাসভবনে গতরাতে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার ৷ আলোচনা শেষে তিনি জানান সুখবর যে কোনও সময়ে আসতে পারে ৷ তিনি কি তবে সেনা-BJP জট খোলার দিকে ইঙ্গিত করলেন?

ফড়নবিশ ঘনিষ্ঠ BJP নেতা গিরিশ মহাজন আজ জানান, "মুখ্যমন্ত্রিত্বের পদের ভাগাভাগি ছাড়া বাকি সবরকম আলোচনায় বসতে আমরা প্রস্তুত ৷ আমরা মাতশ্রীতে (ঠাকরে বাসভবন) যেতেও রাজি ৷ উদ্ধব ঠাকরে সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করতে চাই আমরা ৷"


মুম্বই, 6 নভেম্বর : মহারাষ্ট্রে নির্বাচনী ফল প্রকাশের পর প্রায় দু'সপ্তাহ কেটে গেল ৷ কে হবে মন্ত্রিসভার চালিকাশক্তি ? তা নিয়ে জট কাটল না এখনও ৷ এদিকে মন্ত্রিসভা গঠনের অন্তিম সময়সীমা শেষ হচ্ছে আর দু'দিনের মধ্যে ৷ 50:50 ফর্মুলা নিয়ে আর আলোচনা নয় ৷ সেনার তরফ থেকে একক মুখ্যমন্ত্রিত্বের পদের জন্য দাবি করা হয়েছে ৷ BJP-র পক্ষ থেকেও বলা হয় তারা সেনার সঙ্গে আলোচনায় বসতে রাজি ৷ তবে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে দ্বিতীয় আর কোনও আলোচনা চাইছে না BJP ৷

কোন দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের মন্ত্রিসভার ভবিষ্যৎ? কতটা মজবুত হয়েছে বিকল্প জোটের পাল্লা?


এরই মধ্যে আজ দ্বিতীয়বারের জন্য বৈঠকে সারলেন সঞ্জয় রাউত ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার ৷ তবে ফলপ্রসূ হল না বৈঠক ৷ বৈঠক শেষে শরদ পাওয়ার আজ সাংবাদিক সম্মেলন করে জানান, জন সাধারণের রায় মেনে NCP বিরোধি আসনে বসার জন্য প্রস্তুত ৷ পাশাপাশি সেনা কিভাবে 170 জন বিধায়কের সমর্থন আনবে, তা নিয়েও প্রশ্ন তোলেন পাওয়ার ৷

আজই আবার RSS সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে নাগপুরে যাচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সূত্র মারফত জানা গেছে, সেনা-BJP জট কাটাতে মোহন ভাগবতকে হস্তক্ষেপ করতে বলে অনুরোধ করেছিলেন কোনও এক শিবসেনা নেতা ৷ কৃষক-অধিকার কর্মী কিশোর তিওয়াড়িও অভিজ্ঞ BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে আবেদন করেছিলেন মহারাষ্ট্রের রাজনৈতিক জট কাটাতে আলাপআলোচনায় জন্য ৷

আসন সংখ্যার নিরিখে গতবারের তুলনায় BJP এবারের নির্বাচনে অনেকটাই শক্তি হারিয়েছে ৷ আসন সংখ্যা 122 থেকে কমে দাড়িয়েছে 105 ৷ দলের অন্দরের খবর, এতে নিন্দুকেরা আরও বেশি করে সুযোগ পাচ্ছে ৷ পাশাপাশি এর ফলে বলও চলে গেছে এখন সেনার কোর্টে ৷ ফড়নবিশ 50:50 ফর্মুলা মানতে রাজি না হওয়ার পর থেকে দ্বিতীয় কোনও আলোচনায় বসতে নারাজ সেনা ৷

BJP সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য গতকাল রাজধানীতে উড়ে যান ফড়নবিশ ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে এদিন নিতিন গডকড়ির সঙ্গেও দেখা করেন ফড়নবিশ ৷ সেনার সঙ্গে আলোচনায় বসার জন্য তাঁদের দরজা সবসময় খোলা ৷ BJP-র তরফ থেকে গতকাল এমনটাই জানানো হয় ৷ পাশাপাশি এটিও স্পষ্ট করে দেওয়া হয় যে, সরকার গঠন করা হবে দেবেন্দ্র ফড়নবিশের মুখ্যমন্ত্রিত্বে ৷ সেনার তরফেও অনেকটা একইরকম জানানো হয় ৷ আলোচনায় রাজি ৷ তবে মুখ্যমন্ত্রিত্বের পদ থাকবে সেনার হাতে ৷

মুখ্যমন্ত্রীর বাসভবনে গতরাতে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার ৷ আলোচনা শেষে তিনি জানান সুখবর যে কোনও সময়ে আসতে পারে ৷ তিনি কি তবে সেনা-BJP জট খোলার দিকে ইঙ্গিত করলেন?

ফড়নবিশ ঘনিষ্ঠ BJP নেতা গিরিশ মহাজন আজ জানান, "মুখ্যমন্ত্রিত্বের পদের ভাগাভাগি ছাড়া বাকি সবরকম আলোচনায় বসতে আমরা প্রস্তুত ৷ আমরা মাতশ্রীতে (ঠাকরে বাসভবন) যেতেও রাজি ৷ উদ্ধব ঠাকরে সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করতে চাই আমরা ৷"


Meerut (UP), Nov 06 (ANI): In an unusual comment over current air pollution prevailing in northern states of India, Bharatiya Janata Party (BJP) leader from Meerut Vineet Agarwal Sharda claimed that neighbouring countries, mainly Pakistan and China are behind it. "Some are claiming it's because of stubble burning farmers and some others claim that it is because of industries, Farmers and businessmen go hand and hand, we should not question them, I think poisonous air is being released by 'afraid'
neighbouring countries may be Pakistan or China,"he added.
Last Updated : Nov 6, 2019, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.