মুম্বই, 6 নভেম্বর : মহারাষ্ট্রে নির্বাচনী ফল প্রকাশের পর প্রায় দু'সপ্তাহ কেটে গেল ৷ কে হবে মন্ত্রিসভার চালিকাশক্তি ? তা নিয়ে জট কাটল না এখনও ৷ এদিকে মন্ত্রিসভা গঠনের অন্তিম সময়সীমা শেষ হচ্ছে আর দু'দিনের মধ্যে ৷ 50:50 ফর্মুলা নিয়ে আর আলোচনা নয় ৷ সেনার তরফ থেকে একক মুখ্যমন্ত্রিত্বের পদের জন্য দাবি করা হয়েছে ৷ BJP-র পক্ষ থেকেও বলা হয় তারা সেনার সঙ্গে আলোচনায় বসতে রাজি ৷ তবে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এই নিয়ে দ্বিতীয় আর কোনও আলোচনা চাইছে না BJP ৷
কোন দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের মন্ত্রিসভার ভবিষ্যৎ? কতটা মজবুত হয়েছে বিকল্প জোটের পাল্লা?
এরই মধ্যে আজ দ্বিতীয়বারের জন্য বৈঠকে সারলেন সঞ্জয় রাউত ও NCP সুপ্রিমো শরদ পাওয়ার ৷ তবে ফলপ্রসূ হল না বৈঠক ৷ বৈঠক শেষে শরদ পাওয়ার আজ সাংবাদিক সম্মেলন করে জানান, জন সাধারণের রায় মেনে NCP বিরোধি আসনে বসার জন্য প্রস্তুত ৷ পাশাপাশি সেনা কিভাবে 170 জন বিধায়কের সমর্থন আনবে, তা নিয়েও প্রশ্ন তোলেন পাওয়ার ৷
আজই আবার RSS সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে নাগপুরে যাচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সূত্র মারফত জানা গেছে, সেনা-BJP জট কাটাতে মোহন ভাগবতকে হস্তক্ষেপ করতে বলে অনুরোধ করেছিলেন কোনও এক শিবসেনা নেতা ৷ কৃষক-অধিকার কর্মী কিশোর তিওয়াড়িও অভিজ্ঞ BJP নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে আবেদন করেছিলেন মহারাষ্ট্রের রাজনৈতিক জট কাটাতে আলাপআলোচনায় জন্য ৷
-
Amid political uncertainty in Maharashtra, CM Devendra Fadanvis meets RSS chief Mohan Bhagwat
— ANI Digital (@ani_digital) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI story | https://t.co/0qc4IpTySP pic.twitter.com/EEiSuLlkhC
">Amid political uncertainty in Maharashtra, CM Devendra Fadanvis meets RSS chief Mohan Bhagwat
— ANI Digital (@ani_digital) November 5, 2019
Read @ANI story | https://t.co/0qc4IpTySP pic.twitter.com/EEiSuLlkhCAmid political uncertainty in Maharashtra, CM Devendra Fadanvis meets RSS chief Mohan Bhagwat
— ANI Digital (@ani_digital) November 5, 2019
Read @ANI story | https://t.co/0qc4IpTySP pic.twitter.com/EEiSuLlkhC
আসন সংখ্যার নিরিখে গতবারের তুলনায় BJP এবারের নির্বাচনে অনেকটাই শক্তি হারিয়েছে ৷ আসন সংখ্যা 122 থেকে কমে দাড়িয়েছে 105 ৷ দলের অন্দরের খবর, এতে নিন্দুকেরা আরও বেশি করে সুযোগ পাচ্ছে ৷ পাশাপাশি এর ফলে বলও চলে গেছে এখন সেনার কোর্টে ৷ ফড়নবিশ 50:50 ফর্মুলা মানতে রাজি না হওয়ার পর থেকে দ্বিতীয় কোনও আলোচনায় বসতে নারাজ সেনা ৷
BJP সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য গতকাল রাজধানীতে উড়ে যান ফড়নবিশ ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে এদিন নিতিন গডকড়ির সঙ্গেও দেখা করেন ফড়নবিশ ৷ সেনার সঙ্গে আলোচনায় বসার জন্য তাঁদের দরজা সবসময় খোলা ৷ BJP-র তরফ থেকে গতকাল এমনটাই জানানো হয় ৷ পাশাপাশি এটিও স্পষ্ট করে দেওয়া হয় যে, সরকার গঠন করা হবে দেবেন্দ্র ফড়নবিশের মুখ্যমন্ত্রিত্বে ৷ সেনার তরফেও অনেকটা একইরকম জানানো হয় ৷ আলোচনায় রাজি ৷ তবে মুখ্যমন্ত্রিত্বের পদ থাকবে সেনার হাতে ৷
মুখ্যমন্ত্রীর বাসভবনে গতরাতে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার ৷ আলোচনা শেষে তিনি জানান সুখবর যে কোনও সময়ে আসতে পারে ৷ তিনি কি তবে সেনা-BJP জট খোলার দিকে ইঙ্গিত করলেন?
ফড়নবিশ ঘনিষ্ঠ BJP নেতা গিরিশ মহাজন আজ জানান, "মুখ্যমন্ত্রিত্বের পদের ভাগাভাগি ছাড়া বাকি সবরকম আলোচনায় বসতে আমরা প্রস্তুত ৷ আমরা মাতশ্রীতে (ঠাকরে বাসভবন) যেতেও রাজি ৷ উদ্ধব ঠাকরে সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধান করতে চাই আমরা ৷"