অযোধ্যা,4 অগাস্ট: অযোধ্যার মহারাম মন্দিরের 'ভূমি পূজন' অনুষ্ঠানে আমন্ত্রিত প্রতিটি অতিথিকে 'প্রসাদ' হিসাবে একটি রৌপ্য মুদ্রা উপহার দেওয়া হবে। এই রৌপ্য মুদ্রায় একপীঠে রয়েছে রামের ছবি । যেই চিত্রে স্থান পেয়েছে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান। মুদ্রার অন্যদিকে রয়েছে আস্থার চিহ্ন। সূত্রের খবর অনুসারে, 5 অগাস্ট, প্রায় 1.25 লাখ “রঘুপতি লাড্ডু” দিয়ে অতিথি আপ্যায়ণ করা হবে । এছাড়াও দেওয়া হবে রাম দরবারের একটি ছবি ।
মন্দির কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সকল অতিথিকে অযোধ্যায় পৌঁছতে হবে। কারণ সন্ধ্যাবেলায় জেলার সীমানা সিল করে দেওয়া হবে।
মন্দির ট্রাস্টের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 135 জন সাধু-সহ মোট 175 জনকে ভূমি পূজনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি আমন্ত্রণ কার্ডে একটি কোড রয়েছে, যা সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে।