ETV Bharat / bharat

4 মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির : অমিত শাহ - Ayodhya

সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মামলার রায় দিয়ে দিয়েছে ৷ মাত্র 4 মাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি হবে অযোধ্যায় ৷ এমনই জানালেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আজ রাম মন্দিরকে হাতিয়ার করে ভোটের ময়দানে গেরুয়া শিবির ৷

ram mandir
অমিত শাহ
author img

By

Published : Dec 16, 2019, 3:28 PM IST

পাকুর (ঝাড়খণ্ড), 16 ডিসেম্বর : 4 মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ৷ এমনই জানালেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ ঝাড়খণ্ডের পাকুরে নির্বাচনী প্রচারে এসে এই বার্তাই দিলেন তিনি ৷

অমিত শাহ আজ পাকুরের নির্বাচনী প্রচারে এসে বলেন, "সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মামলার রায় দিয়ে দিয়েছে ৷ মাত্র 4 মাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি হবে অযোধ্যায় ৷" রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আজ রাম মন্দিরকে হাতিয়ার করে ভোটের ময়দানে গেরুয়া শিবির ৷ 13 ডিসেম্বর অযোধ্যা জমিজটের রায় পুনর্বিবেচনার আর্জি ইতিমধ্যে খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই আর্জি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে ৷

  • Union Home Minister & BJP President Amit Shah in Pakur, Jharkhand: Supreme Court has given its verdict. Now, within 4 months a sky-high temple of Lord Ram will be built in Ayodhya. pic.twitter.com/l9VhF2s7Cs

    — ANI (@ANI) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে ৷ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড । মামলা দায়ের হয়েছিল নির্মোহী আখড়ার তরফেও ৷

আরও পড়ুন : অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে বিচারপতির বিশেষ চেম্বারে শুনানি হয় এই পুনর্বিবেচনার আর্জির । সংবাদমাধ্যম বা কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেননি এই শুনানিতে ৷ শুনানিতে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়, ''আমরা আর্জি সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি ৷ রায় পুনর্বিবেচনার কোনও অর্থই খুঁজে পাইনি ৷ ''

পাকুর (ঝাড়খণ্ড), 16 ডিসেম্বর : 4 মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে ৷ এমনই জানালেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ ঝাড়খণ্ডের পাকুরে নির্বাচনী প্রচারে এসে এই বার্তাই দিলেন তিনি ৷

অমিত শাহ আজ পাকুরের নির্বাচনী প্রচারে এসে বলেন, "সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মামলার রায় দিয়ে দিয়েছে ৷ মাত্র 4 মাসের মধ্যে আকাশ ছোঁয়া রাম মন্দির তৈরি হবে অযোধ্যায় ৷" রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আজ রাম মন্দিরকে হাতিয়ার করে ভোটের ময়দানে গেরুয়া শিবির ৷ 13 ডিসেম্বর অযোধ্যা জমিজটের রায় পুনর্বিবেচনার আর্জি ইতিমধ্যে খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই আর্জি খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে ৷

  • Union Home Minister & BJP President Amit Shah in Pakur, Jharkhand: Supreme Court has given its verdict. Now, within 4 months a sky-high temple of Lord Ram will be built in Ayodhya. pic.twitter.com/l9VhF2s7Cs

    — ANI (@ANI) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 নভেম্বর সুপ্রিম কোর্ট এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল শীর্ষ আদালতে ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতের কাছে ৷ আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড । মামলা দায়ের হয়েছিল নির্মোহী আখড়ার তরফেও ৷

আরও পড়ুন : অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে বিচারপতির বিশেষ চেম্বারে শুনানি হয় এই পুনর্বিবেচনার আর্জির । সংবাদমাধ্যম বা কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারেননি এই শুনানিতে ৷ শুনানিতে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে জানানো হয়, ''আমরা আর্জি সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি ৷ রায় পুনর্বিবেচনার কোনও অর্থই খুঁজে পাইনি ৷ ''

New Delhi, Dec 16 (ANI): While speaking to ANI in the national capital on Citizenship Amendment Act (CAA), the General Secretary of Communist Party of India (CPI) D Raja said, "The whole country is in turmoil and by abrogating Article 370 and other things Modi Government has plunged the nation into tension." "What is happening in Kashmir must be an eye-opener for every citizen of this country. By passing the Citizenship Amendment Act (CAA) they have plunged the whole country. There is a civil war like situation currently," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.