ETV Bharat / bharat

রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, ধরনা তুললেন 8 সাংসদ - Syed Nasir Hussain

রাজ্যসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের । এরপর গান্ধি মূর্তির পাদদেশ থেকে ধরনা তুলে নেন আট সাংসদও ।

rajya sabha
rajya sabha
author img

By

Published : Sep 22, 2020, 1:11 PM IST

Updated : Sep 22, 2020, 1:37 PM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর : দাবি না মেটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধীরা । আজ একথা স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ । এদিকে সংসদ চত্বর থেকে ধরনা তুলে নেন আট সাংসদ । তাঁরাও অধিবেশন বয়কট করবেন বলে জানিয়েছেন ।

আজ অধিবেশন কক্ষ থেকে প্রথমে ওয়াক আউট করে কংগ্রেস । একইসঙ্গে তৃণমূল, আম আদমি পার্টি এবং বাম সাংসদরাও ওয়াক আউট করেন । রাজ্যসভার কংগ্রেস সদস্য সইদ নাসির হুসেন বলেন, "বিরোধীরা রাজ্যসভার কার্যকলাপ বয়কট করেছে । যাঁরা ধরনায় ছিলেন তাঁদেরও ধরনা তোলার আবেদন জানিয়েছে । তাদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে । এই কারণেই আমরা ধরনা তুলে নিলাম । "

আট সাংসদকে সাসপেন্ডের বিরোধিতা করে NCP প্রধান শরদ পাওয়ায় বলেন, তিনি তাঁদের সঙ্গে আছেন । একদিনের জন্য অনশনও করবেন।

20 সেপ্টেম্বর রাজ্যসভায় হইহট্টগোলের মাঝে ধ্বনিভোটে কৃষি বিল পাশ হয়ে যায় । ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা । ওয়েলে নেমে প্রতিবাদ করে তারা । ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুল বুক ছেঁড়ার অভিযোগ ওঠে । ডেরেক সহ আটজন সাংসদকে সাসপেন্ড করা হয় । এরপরই সংসদ চত্বরে ধরনায় বসেন তাঁরা ।

আজ এই প্রসঙ্গই উথ্থাপন করা হয় রাজ্যসভায় । জ়িরো আওয়ারে এই বিষয়ে আলোচনায় মূলত তিনটি দাবি জানায় বিরোধী দলগুলি । সঙ্গে স্পষ্ট জানিয়ে দেয়, তাদের তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট চলবে ।

কী কী দাবি রয়েছে বিরোধীদের ?

  • আটজন সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করতে হবে ।
  • সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যর(MSP) কম দামে শস্য সংগ্রহ করতে পারবে না বেসরকারি সংস্থাগুলি । এই বিষয়ে নিশ্চিত করে কেন্দ্রকে একটি বিল আনতে হবে ।
  • এম এস স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে ।

একই সঙ্গে পাশ হওয়া কৃষি বিল ফিরিয়ে নেওয়ার ও পুনরায় ভোটের দাবি জানায় বিরোধীরা ।

এরপরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি । স্পষ্ট জানিয়ে দেয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট চলবে ।

এক বিবৃতিতে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, " একাধিক বিরোধী দল রাজ্যসভার অধিবেশন বকট করার পর গান্ধিমূর্তির পাদদেশ থেকে আমরা ধরনা তুলে নিয়েছি । এবার কৃষকদের স্বার্থে আমাদের আন্দোলন দেশের প্রতিটি শহর ও গ্রামে নিয়ে যাব।"

"গণতন্ত্রপ্রেমীরা আজ গর্বিত", সাংসদদের জন্য চা নিয়ে যাওয়ায় ডেপুটি চেয়ারম্যানের প্রশংসা প্রধানমন্ত্রীর

দিল্লি, 22 সেপ্টেম্বর : দাবি না মেটা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধীরা । আজ একথা স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ । এদিকে সংসদ চত্বর থেকে ধরনা তুলে নেন আট সাংসদ । তাঁরাও অধিবেশন বয়কট করবেন বলে জানিয়েছেন ।

আজ অধিবেশন কক্ষ থেকে প্রথমে ওয়াক আউট করে কংগ্রেস । একইসঙ্গে তৃণমূল, আম আদমি পার্টি এবং বাম সাংসদরাও ওয়াক আউট করেন । রাজ্যসভার কংগ্রেস সদস্য সইদ নাসির হুসেন বলেন, "বিরোধীরা রাজ্যসভার কার্যকলাপ বয়কট করেছে । যাঁরা ধরনায় ছিলেন তাঁদেরও ধরনা তোলার আবেদন জানিয়েছে । তাদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে । এই কারণেই আমরা ধরনা তুলে নিলাম । "

আট সাংসদকে সাসপেন্ডের বিরোধিতা করে NCP প্রধান শরদ পাওয়ায় বলেন, তিনি তাঁদের সঙ্গে আছেন । একদিনের জন্য অনশনও করবেন।

20 সেপ্টেম্বর রাজ্যসভায় হইহট্টগোলের মাঝে ধ্বনিভোটে কৃষি বিল পাশ হয়ে যায় । ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা । ওয়েলে নেমে প্রতিবাদ করে তারা । ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুল বুক ছেঁড়ার অভিযোগ ওঠে । ডেরেক সহ আটজন সাংসদকে সাসপেন্ড করা হয় । এরপরই সংসদ চত্বরে ধরনায় বসেন তাঁরা ।

আজ এই প্রসঙ্গই উথ্থাপন করা হয় রাজ্যসভায় । জ়িরো আওয়ারে এই বিষয়ে আলোচনায় মূলত তিনটি দাবি জানায় বিরোধী দলগুলি । সঙ্গে স্পষ্ট জানিয়ে দেয়, তাদের তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট চলবে ।

কী কী দাবি রয়েছে বিরোধীদের ?

  • আটজন সাংসদের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করতে হবে ।
  • সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যর(MSP) কম দামে শস্য সংগ্রহ করতে পারবে না বেসরকারি সংস্থাগুলি । এই বিষয়ে নিশ্চিত করে কেন্দ্রকে একটি বিল আনতে হবে ।
  • এম এস স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে ।

একই সঙ্গে পাশ হওয়া কৃষি বিল ফিরিয়ে নেওয়ার ও পুনরায় ভোটের দাবি জানায় বিরোধীরা ।

এরপরই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি । স্পষ্ট জানিয়ে দেয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যসভার অধিবেশন বয়কট চলবে ।

এক বিবৃতিতে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, " একাধিক বিরোধী দল রাজ্যসভার অধিবেশন বকট করার পর গান্ধিমূর্তির পাদদেশ থেকে আমরা ধরনা তুলে নিয়েছি । এবার কৃষকদের স্বার্থে আমাদের আন্দোলন দেশের প্রতিটি শহর ও গ্রামে নিয়ে যাব।"

"গণতন্ত্রপ্রেমীরা আজ গর্বিত", সাংসদদের জন্য চা নিয়ে যাওয়ায় ডেপুটি চেয়ারম্যানের প্রশংসা প্রধানমন্ত্রীর

Last Updated : Sep 22, 2020, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.