দিল্লি, 6 মার্চ : দিল্লি হিংসা নিয়ে অবিলম্বে আলোচনার দাবিতে দফায় দফায় সংসদে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরুর পর থেকেই একাধিকবার মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভা ৷ এবার বিরোধীদের বিক্ষোভের জেরে 11 মার্চ সকাল 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হল ৷
আজ অধিবেশন শুরু হতেই রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু ট্রেজ়ারি বেঞ্চ ও বিরোধীদের কাছে জানতে চান, কীভাবে রাজ্যসভার কার্যপ্রক্রিয়া পুনরায় সচল করা যায় ৷ বলেন, "আমি সরকার ও বিরোধীপক্ষ উভয়কেই আলোচনায় বসার জন্য আহ্বান জানাচ্ছি ৷ আলোচনার মাধ্যমে রাজ্যসভার অচলাবস্থা দূর করা প্রয়োজন ৷"
কিন্তু, বিরোধীরা বারবারই দিল্লি হিংসা নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছে ৷ এরপরই 11 মার্চ সকাল 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান ৷
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসা ছড়ায় দিল্লিতে ৷ প্রাণ হারিয়েছে কমপক্ষে 53 জন ৷ জখম হয়েছে আরও শতাধিক মানুষ ৷