ETV Bharat / bharat

সেনার মনোবল আরও বাড়ল, লাদাখ সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজনাথের - প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজনাথ সিংয়ের

লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী ৷ কথা বলেন জওয়ানদের সঙ্গে ৷ আর তাঁর এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

Rajnath Singh
রাজনাথ সিং
author img

By

Published : Jul 4, 2020, 1:02 AM IST

দিল্লি , 3 জুলাই : সপ্তাহ দু'য়েক আগে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান ৷ এই পরিস্থিতিতে আজ লাদাখের লেহ-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক সফর সেনার মনোবল বাড়াতে সাহায্য করবে ৷ মত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷ এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

এই প্রসঙ্গে আজ একটি টুইট করেন রাজনাথ সিং ৷ টুইটে তিনি লেখেন, "জওয়ানদের জন্য দেশের সীমান্তগুলি সুরক্ষিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লাদাখ সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের উৎসাহ দেন ৷ যা সেনার মনোবল আরও বাড়িয়ে দিল ৷ আমি প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করি এবং এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷ "

  • भारतीय सेना के रहते देश की सीमाएँ हमेशा सुरक्षित रही हैं।

    प्रधानमंत्री श्री @narendramodi का आज लद्दाख़ जाकर सेना के जवानों से भेंट करके उनका उत्साहवर्धन करने से निश्चित रूप से सेना का मनोबल और ऊँचा हुआ है।मैं प्रधानमंत्रीजी के इस कदम की सराहना करते हुए उन्हें धन्यवाद देता हूँ।

    — Rajnath Singh (@rajnathsingh) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ভোর নাগাদ লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 1100 ফুট উচ্চতায় জখম জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি । তাঁদের সঙ্গে কথা বলেন । বায়ুসেনা, ITBP-র জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি । সফরে তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এম এম নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

আজ লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । তাঁর সঙ্গে সেনাপ্রধানেরও যাওয়ার কথা ছিল । শেষ মুহূর্তে তা স্থগিত হয় ৷

15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সেনার মধ্যে আলোচনা চলছে ৷

দিল্লি , 3 জুলাই : সপ্তাহ দু'য়েক আগে লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে শহিদ হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান ৷ এই পরিস্থিতিতে আজ লাদাখের লেহ-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক সফর সেনার মনোবল বাড়াতে সাহায্য করবে ৷ মত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ৷ এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷

এই প্রসঙ্গে আজ একটি টুইট করেন রাজনাথ সিং ৷ টুইটে তিনি লেখেন, "জওয়ানদের জন্য দেশের সীমান্তগুলি সুরক্ষিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লাদাখ সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের উৎসাহ দেন ৷ যা সেনার মনোবল আরও বাড়িয়ে দিল ৷ আমি প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করি এবং এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷ "

  • भारतीय सेना के रहते देश की सीमाएँ हमेशा सुरक्षित रही हैं।

    प्रधानमंत्री श्री @narendramodi का आज लद्दाख़ जाकर सेना के जवानों से भेंट करके उनका उत्साहवर्धन करने से निश्चित रूप से सेना का मनोबल और ऊँचा हुआ है।मैं प्रधानमंत्रीजी के इस कदम की सराहना करते हुए उन्हें धन्यवाद देता हूँ।

    — Rajnath Singh (@rajnathsingh) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ভোর নাগাদ লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 1100 ফুট উচ্চতায় জখম জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি । তাঁদের সঙ্গে কথা বলেন । বায়ুসেনা, ITBP-র জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি । সফরে তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এম এম নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷

আজ লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । তাঁর সঙ্গে সেনাপ্রধানেরও যাওয়ার কথা ছিল । শেষ মুহূর্তে তা স্থগিত হয় ৷

15 জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সেনার মধ্যে আলোচনা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.