ETV Bharat / bharat

প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তেজসে সওয়ারি রাজনাথ - 9টা 57 মিনিটে আকাশে উড়ল তেজস

বেঙ্গালুরুর HAL এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস ৷ দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুদ্ধবিমানে সওয়ার হলেন রাজনাথ সিং৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 19, 2019, 11:04 AM IST

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর : পরনে G -সুট ৷ মাথায় সাদা হেলমেট ৷ 68 বছর বয়সি দেশের প্রতিরক্ষামন্ত্রী তখন তেজসের সিঁড়ি চড়ছেন ৷ সঙ্গে রয়েছে একটি অক্সিজেন মাস্ক ৷ পাইলটের ঠিক পিছনের সিটে শক্ত করে সিটবেল্টটি বাঁধলেন ৷ বদ্ধপরিকর মুখে তখন দৃঢ়তার হাসি৷ দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুদ্ধবিমানে সওয়ার হলেন রাজনাথ সিং৷

9টা 57 মিনিটে আকাশে উড়ল তেজস ৷ উড়ান শেষে আধ ঘণ্টা পর অবতরণ ৷ বেঙ্গালুরুর HAL এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস ৷ উড়ানের আগে LCA তেজসের চালক ও বায়ুসেনার আধিকারিকরা তাঁকে বিমান ও তার উড়ান সম্পর্কিত বিষয়ে যাবতীয় বিষয়ে গাইড করছিলেন ৷

  • #WATCH Defence Minister Rajnath Singh finishes 30-minute sortie in Light Combat Aircraft (LCA) Tejas, in Bengaluru. He is the first ever Defence Minister to fly in the indigenous LCA Tejas. pic.twitter.com/VkYnv9cikd

    — ANI (@ANI) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার, দেশের প্রথম যুদ্ধবিমান হিসেবে গোয়ায় সফলভাবে অবতরণ করে তেজস ৷ নৌবাহিনীতেও এই বিমানটিকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে ৷ যা একটি বড় পদক্ষেপ ৷ ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় তেজসের অন্তর্ভুক্তি হয়েছে ৷

প্রাথমিকভাবে, হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের (HAL) কাছে ৪০টি তেজস বিমান তৈরির বরাত দিয়েছে ভারতীয় বায়ুসেনা । গতবছর, 50,000 কোটি টাকা ব্যয়ে 83 নম্বর ব্যাচের তেজসের বরাত দিয়েছিল বায়ুসেনা ৷

  • Karnataka: Familiarization sortie on LCA Tejas by Defence Minister Rajnath Singh from HAL Airport, to begin shortly. He will be accompanied by Air Vice Marshal N Tiwari
    Project Director, National Flight Test Centre, ADA (Aeronautical Development Agency) in Bengaluru pic.twitter.com/8C1VHZtGqI

    — ANI (@ANI) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেজস সফর শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "এই উড়ান আরামদায়ক । আমি উপভোগ করেছি । HAL, DRDO ও এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকে অভিনন্দন জানাতে চাই । আমরা এমন একটা স্তরে পৌঁছে গেছি, যেখানে গোটা বিশ্বকে যুদ্ধবিমান রপ্তানি করতে পারব ।"

বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর : পরনে G -সুট ৷ মাথায় সাদা হেলমেট ৷ 68 বছর বয়সি দেশের প্রতিরক্ষামন্ত্রী তখন তেজসের সিঁড়ি চড়ছেন ৷ সঙ্গে রয়েছে একটি অক্সিজেন মাস্ক ৷ পাইলটের ঠিক পিছনের সিটে শক্ত করে সিটবেল্টটি বাঁধলেন ৷ বদ্ধপরিকর মুখে তখন দৃঢ়তার হাসি৷ দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুদ্ধবিমানে সওয়ার হলেন রাজনাথ সিং৷

9টা 57 মিনিটে আকাশে উড়ল তেজস ৷ উড়ান শেষে আধ ঘণ্টা পর অবতরণ ৷ বেঙ্গালুরুর HAL এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস ৷ উড়ানের আগে LCA তেজসের চালক ও বায়ুসেনার আধিকারিকরা তাঁকে বিমান ও তার উড়ান সম্পর্কিত বিষয়ে যাবতীয় বিষয়ে গাইড করছিলেন ৷

  • #WATCH Defence Minister Rajnath Singh finishes 30-minute sortie in Light Combat Aircraft (LCA) Tejas, in Bengaluru. He is the first ever Defence Minister to fly in the indigenous LCA Tejas. pic.twitter.com/VkYnv9cikd

    — ANI (@ANI) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার, দেশের প্রথম যুদ্ধবিমান হিসেবে গোয়ায় সফলভাবে অবতরণ করে তেজস ৷ নৌবাহিনীতেও এই বিমানটিকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে ৷ যা একটি বড় পদক্ষেপ ৷ ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় তেজসের অন্তর্ভুক্তি হয়েছে ৷

প্রাথমিকভাবে, হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের (HAL) কাছে ৪০টি তেজস বিমান তৈরির বরাত দিয়েছে ভারতীয় বায়ুসেনা । গতবছর, 50,000 কোটি টাকা ব্যয়ে 83 নম্বর ব্যাচের তেজসের বরাত দিয়েছিল বায়ুসেনা ৷

  • Karnataka: Familiarization sortie on LCA Tejas by Defence Minister Rajnath Singh from HAL Airport, to begin shortly. He will be accompanied by Air Vice Marshal N Tiwari
    Project Director, National Flight Test Centre, ADA (Aeronautical Development Agency) in Bengaluru pic.twitter.com/8C1VHZtGqI

    — ANI (@ANI) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তেজস সফর শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "এই উড়ান আরামদায়ক । আমি উপভোগ করেছি । HAL, DRDO ও এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকে অভিনন্দন জানাতে চাই । আমরা এমন একটা স্তরে পৌঁছে গেছি, যেখানে গোটা বিশ্বকে যুদ্ধবিমান রপ্তানি করতে পারব ।"

Bengaluru, Sep 19 (ANI): Defence Minister Rajnath Singh flies in flying suit in the indigenous Light Combat Aircraft (LCA) Tejas, in Bengaluru on September 19. The Light Combat Tejas took off from the Air force station in Banguluru. He is the first ever Defence Minister who will be flying in the indigenous LCA.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.