ETV Bharat / bharat

তেহরানে দ্বিপাক্ষিক বৈঠক ' ফলপ্রসূ', বললেন প্রতিরক্ষামন্ত্রী - Defence Minister Rajnath Singh said, he had a "very fruitful" meeting with his Iranian counterpart

রাশিয়ায় তিন দিনের সফর সেরে মস্কো থেকে গতকাল তেহরান পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী ৷ রাশিয়ায় বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের একটি বৈঠকে যোগদান করেন তিনি ৷

Rajnath Singh discusses bilateral ties, regional security with Iranian counterpart
তেহরানে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসু হয়েছে, বললেন প্রতিরক্ষামন্ত্রী
author img

By

Published : Sep 6, 2020, 3:56 PM IST

Updated : Sep 6, 2020, 5:21 PM IST

তেহরান, 6 সেপ্টেম্বর : দ্বিপাক্ষিক চুক্তি ও জাতীয় সুরক্ষা বাড়াতে ইরানের প্রতিরক্ষা প্রধান ব্রিগেডিয়র জেনেরাল আমির হাতামির সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ বৈঠকের শেষে ' বৈঠক ফলপ্রসূ ' হয়েছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী ৷ জানা গেছে, বৈঠকে ইরান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও জাতীয় সুরক্ষার পাশাপাশি আফগানিস্তান নিয়ে আলোচনা হয়েছে ৷

  • Had a very fruitful meeting with Iranian defence minister Brigadier General Amir Hatami in Tehran. We discussed regional security issues including Afghanistan and the issues of bilateral cooperation . pic.twitter.com/8ZENfAgRPS

    — Rajnath Singh (@rajnathsingh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাশিয়ায় তিন দিনের সফর সেরে গতকাল তেহরান পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী ৷ রাশিয়ায় বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের একটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি ৷ সেখানে রাশিয়া , চিন ও মধ্য এশিয়ার দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ৷ এরপর রাজনাথ সিং টুইট করে লেখেন, " তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়র জেনেরাল আমির হাতামির সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ ছিল ৷ আমদের জাতীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে ৷ এছাড়াও আফগানিস্তান ও দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ৷ "

Rajnath Singh discusses bilateral ties, regional security with Iranian counterpart
প্রতিরক্ষা মন্ত্রীদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের বৈঠক

এরপর আরও একটি টুইট করে তিনি লেখেন, " দ্বিপাক্ষিক চুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় ও দুই দেশের জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে ৷ "

তেহরান, 6 সেপ্টেম্বর : দ্বিপাক্ষিক চুক্তি ও জাতীয় সুরক্ষা বাড়াতে ইরানের প্রতিরক্ষা প্রধান ব্রিগেডিয়র জেনেরাল আমির হাতামির সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ বৈঠকের শেষে ' বৈঠক ফলপ্রসূ ' হয়েছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী ৷ জানা গেছে, বৈঠকে ইরান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও জাতীয় সুরক্ষার পাশাপাশি আফগানিস্তান নিয়ে আলোচনা হয়েছে ৷

  • Had a very fruitful meeting with Iranian defence minister Brigadier General Amir Hatami in Tehran. We discussed regional security issues including Afghanistan and the issues of bilateral cooperation . pic.twitter.com/8ZENfAgRPS

    — Rajnath Singh (@rajnathsingh) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাশিয়ায় তিন দিনের সফর সেরে গতকাল তেহরান পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী ৷ রাশিয়ায় বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের একটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি ৷ সেখানে রাশিয়া , চিন ও মধ্য এশিয়ার দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি ৷ এরপর রাজনাথ সিং টুইট করে লেখেন, " তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়র জেনেরাল আমির হাতামির সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ ছিল ৷ আমদের জাতীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে ৷ এছাড়াও আফগানিস্তান ও দ্বিপাক্ষিক চুক্তির বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ৷ "

Rajnath Singh discusses bilateral ties, regional security with Iranian counterpart
প্রতিরক্ষা মন্ত্রীদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের বৈঠক

এরপর আরও একটি টুইট করে তিনি লেখেন, " দ্বিপাক্ষিক চুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় ও দুই দেশের জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে ৷ "

Last Updated : Sep 6, 2020, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.