ETV Bharat / bharat

BRO-র তৈরি 44 টি সেতু দেশকে উৎসর্গ করলেন প্রতিরক্ষা মন্ত্রী - রাজনাথ সিং

আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অরুণাচল প্রদেশে নেচিফু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

Rajnath Singh
Rajnath Singh
author img

By

Published : Oct 12, 2020, 1:35 PM IST

দিল্লি, 12 অক্টোবর : 7 টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে BRO (বর্ডার রোডস অর্গানাইজেশন) -এর তৈরি 44 টি সেতুকে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের জন্য উৎসর্গ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । পাশাপাশি অরুণাচল প্রদেশে নেচিফু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনেরাল বিপিন রাওয়াত ও সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে ।

গত সপ্তাহে মানালিতে অটল টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী । বলেছিলেন, "এই টানেলের গুরুত্ব ব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই । এর গুরুত্ব সবাই বোঝেন । এর মাধ্যমে দ্রুত রেশন সামগ্রী, অস্ত্র সরবরাহ সম্ভব হবে । দ্রুত কোনও এলাকায় সেনা মোতায়েনও সাহায্য করবে এই টানেল । স্থানীয় বাসিন্দা ও সীমান্তরক্ষী বাহিনীকে উৎসর্গ করা হল এই টানেল ।"

দিল্লি, 12 অক্টোবর : 7 টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে BRO (বর্ডার রোডস অর্গানাইজেশন) -এর তৈরি 44 টি সেতুকে আজ একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের জন্য উৎসর্গ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । পাশাপাশি অরুণাচল প্রদেশে নেচিফু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনেরাল বিপিন রাওয়াত ও সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে ।

গত সপ্তাহে মানালিতে অটল টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী । বলেছিলেন, "এই টানেলের গুরুত্ব ব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই । এর গুরুত্ব সবাই বোঝেন । এর মাধ্যমে দ্রুত রেশন সামগ্রী, অস্ত্র সরবরাহ সম্ভব হবে । দ্রুত কোনও এলাকায় সেনা মোতায়েনও সাহায্য করবে এই টানেল । স্থানীয় বাসিন্দা ও সীমান্তরক্ষী বাহিনীকে উৎসর্গ করা হল এই টানেল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.