দিল্লি, 10 জুলাই : দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে টেলিফোনে আলোচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের । দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সামরিক বিষয়ে আলোচনা হয় । দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেং কিওং-ডুর সাথে আলোচনা সারেন রাজনাথ ।
গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনে আসছে ভারত । গত বছর দুই দেশ একে অপরের জল এবং স্থলের সামরিক বাহিনীকে সহযোগিতার করার লক্ষ্যে একটি রোডম্যাপও চূড়ান্ত করে।
প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর এই আলোচনায় যে সকল আঞ্চলিক এলাকাগুলিতে দুই দেশ যৌথভাবে সুরক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, সেই সব অঞ্চলগুলির উন্নয়ন নিয়েও কথা হয়।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মন্ত্রীরা কোভিড -19 সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করেছেন । রাজনাথ সিং কোভিড -19-র বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টায় ভারতের অবদান সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করেন ।
তবে দুই দেশের আলোচনায় চিনের প্রসঙ্গ উঠেছিল কি না তা জানা যায়নি ।