ETV Bharat / bharat

রাজকোটে কোরোনা হাসপাতালে আগুনের ঘটনায় গ্রেপ্তার 5

সাংবাদিকদের রাজকোটের DCP মনোহরসিং জাদেজা জানান, ভারতীয় দণ্ডিবিধির 304-A ধারায় ওই সংস্থার প্রথম সারির পাঁচ আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তদন্তের পর তাঁদের কর্তব্যে গাফিলতির কথা সামনে এসেছে ৷

author img

By

Published : Nov 30, 2020, 12:03 PM IST

Rajkot hospital fire
Rajkot hospital fire

রাজকোট (গুজরাত), 30 নভেম্বর : রাজকোটে একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে 5 রোগীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় হাসপাতালে কর্তব্যে গাফিলতিতে রোগীদের মৃত্যুর অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশ ৷ এছাড়া হাসপাতালে একাধিক নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে। অভিযুক্তদের মধ্যে আছেন হাসপাতালের চেয়ারম্যান, এগজ়িকিউটিভ ডিরেক্টর এছাড়া অন্য আধিকারিকরা ৷

সাংবাদিকদের রাজকোটের DCP মনোহরসিং জাদেজা জানান, ভারতীয় দণ্ডিবিধির 304-A ধারায় ওই সংস্থার প্রথম সারির পাঁচ আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তদন্তের পর তাঁদের কর্তব্যে গাফিলতির কথা সামনে এসেছে ৷ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও একাধিক নিয়ম মানা হয়নি ৷ এমনকী অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ঠিক ছিল না ৷

DCP আরও জানান, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-র গেটে তালা দেওয়া ছিল ৷ ফলে, আপাদকালীন সময়ে তা ব্যবহার করা সম্ভব হয়নি ৷ এছাড়া 57 শয্যা বিশিষ্ট হাসপাতালের 4 ফুটের একটি মাত্র দরজা ও সিঁড়ি আছে ৷ ফলে উদ্ধারকাজের সময় তা ঠিকভাবে ব্যবহার করা যায়নি ৷ এছাড়া ICU-তে প্রবেশ করার দরজাও নিয়ম মেনে বানানো হয়নি ৷

রাজকোট (গুজরাত), 30 নভেম্বর : রাজকোটে একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে 5 রোগীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় হাসপাতালে কর্তব্যে গাফিলতিতে রোগীদের মৃত্যুর অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশ ৷ এছাড়া হাসপাতালে একাধিক নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে। অভিযুক্তদের মধ্যে আছেন হাসপাতালের চেয়ারম্যান, এগজ়িকিউটিভ ডিরেক্টর এছাড়া অন্য আধিকারিকরা ৷

সাংবাদিকদের রাজকোটের DCP মনোহরসিং জাদেজা জানান, ভারতীয় দণ্ডিবিধির 304-A ধারায় ওই সংস্থার প্রথম সারির পাঁচ আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তদন্তের পর তাঁদের কর্তব্যে গাফিলতির কথা সামনে এসেছে ৷ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রেও একাধিক নিয়ম মানা হয়নি ৷ এমনকী অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ঠিক ছিল না ৷

DCP আরও জানান, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-র গেটে তালা দেওয়া ছিল ৷ ফলে, আপাদকালীন সময়ে তা ব্যবহার করা সম্ভব হয়নি ৷ এছাড়া 57 শয্যা বিশিষ্ট হাসপাতালের 4 ফুটের একটি মাত্র দরজা ও সিঁড়ি আছে ৷ ফলে উদ্ধারকাজের সময় তা ঠিকভাবে ব্যবহার করা যায়নি ৷ এছাড়া ICU-তে প্রবেশ করার দরজাও নিয়ম মেনে বানানো হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.