জয়পুর, 23 এপ্রিল: কোরোনা মোকাবিলায় এবার নতুন করে চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার ৷ সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা জানান, এর মোকাবিলায় রাজ্যে আরও 2 হাজার চিকিৎসক ও 9 হাজার নার্স নিয়োগ করা হবে ৷
এই পরিস্থিতিতে যাতে কোনও লোকবলের অভাব না হয়, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই কয়েকটি জেলায় 735 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে ৷ আরও 2 হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানানো হয়েছে ৷
12 হাজার 500 জন নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়ায় ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে আদালত ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলতের নির্দেশ অনুসারে, 9 হাজার ANM ও GNM নার্সিং কর্মী শীঘ্রই নিয়োগ করা হবে ৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরও উন্নত করতে মেডিকেল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা ৷
বর্তমানে এই রাজ্যে প্রতিদিন 4 হাজার 700 টেস্ট করা সম্ভব ৷ তবে, কয়েকদিনের মধ্যে সেই সংখ্যা 10 হাজারে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি ৷ প্রতিটি জেলার সদর হাসপাতালগুলিতে যাতে কোরোনা পরীক্ষা করা যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি৷