জয়পুর, 30 জুলাই: রাজস্থান সরকারের গদি নিয়ে টানাপোড়েনের মাঝেই কংগ্রেসের সংসদীয় বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দলের বিধায়কদের একসঙ্গে থাকার বার্তা দিলেন।
তিনি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, একতার মাধ্যমেই একমাত্র বিজয় সম্ভব। এই কারণে 14 অগস্ট অবধি সকল বিধায়কদের হোটেল ফেয়ার মাউন্টেই থাকার কথা বলেন তিনি ।
কংগ্রেসের সংসদীয় বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতদিন অবধি সরকারের উপর থেকে বিপদ কাটছে না, কতদিন অবধি সকল বিধায়ককে এক সঙ্গেই থাকতে হবে, তা সে যতদিনই লাগুক না কেন !
সরকার ও দলের কাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য তিনি বিধায়কদের হোটেল থেকেই কাজ করতে অনুরোধ জানান।
সরকার নড়বড়ে হওয়ায় দলের সকল বিধায়কদের হোটেলে রাখা হয়েছে। এরই মাঝে নানা অনুষ্ঠান থাকায়, সকল কংগ্রেস বিধায়ককে হোটেলে থেকেই ঈদ, রাখি বন্ধন এবং জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করতে বলা হয়েছে। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে উৎসব পালনের জন্য হোটেলেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
বিধায়কদের পাশাপাশি প্রায় 24 জন পরিবারের সদস্যও আপাতত অনির্দিষ্টকালের জন্য হোটেলেই রয়েছেন এবং প্রায় 70 জন আত্মীয় মাঝেমধ্যেই বিধায়কদের সঙ্গে দেখা করতে আসছেন।