জয়পুর, ১৩ অগাস্ট : দিন দু'য়েক আগেই "ঘর ওয়াপসি" হয়েছে সচিন পাইলটের । আবার নতুন করে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে রাজস্থান কংগ্রেস । কিন্তু, সেই পর্ব মিটতে না মিটতেই ফের নতুন চ্যালেঞ্জের মুখে অশোক গেহলত সরকার । বিধানসভার বিশেষ অধিবেশনে গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে BJP। আগামীকাল থেকে শুরু হচ্ছে অধিবেশন ।
জুলাইয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সচিন পাইলটের নেতৃত্বাধীন ১৮ কংগ্রেস বিধায়ক । সংকটে পড়ে গেহলত সরকার । একমাসের বেশি সময় ধরে চলে সেই টানাপোড়েন পর্ব । অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির মধ্যস্থতায় দ্বন্দ্ব মেটে কংগ্রেসে । রাজ্যে ফিরে সচিন পাইলট জানিয়ে দেন, তিনি পদ নিয়ে চিন্তিত নন ।
গেহলত সরকারের এই সংকটকালে কংগ্রেসের তরফে একাধিকবার BJP-র বিরুদ্ধে আঙুল তোলা হলেও ক্ষমতা দখলের কোনও চেষ্টা করেনি BJP । বরং কংগ্রেস সরকারের সংকট কোন দিকে যায় তা দূর থেকে লক্ষ্য করে গেছে । হয়ত সুযোগের অপেক্ষা করছিল তারা । অন্তত তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ । সোমবার সমস্ত দূরত্বের অবসান ঘটিয়ে ফের এক ছাতার তলায় চলে আসে রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব ।
এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশনের আগে মঙ্গলবার দলীয় বৈঠক বাতিল করে BJP। এপ্রসঙ্গে গেহলত বলেন, "ওরা হঠাৎ করে মিটিং বাতিল করল । ওরা বুঝতে পেরেছে যে ওদের ষড়যন্ত্র কাজ করেনি।"
আজ অবশ্য বসুন্ধরা রাজে এবং রাজ্য BJP-র অন্য নেতারা একপ্রস্থ আলোচনা করেন । সেখানেই গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা BJP-র গুলাব চাঁদ কাটারিয়া জানান, " আমরা শরিকদের নিয়ে আগামীকাল বিধানসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছি ।" একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কংগ্রেস সরকার তার মেয়াদ শেষ করতে পারবে না ।
প্রসঙ্গত, সচিন পাইলটের সঙ্গে সন্ধিপর্বের আগে বারবার BJP-কে কাঠগড়ায় তুলেছেন অশোক গেহলত । সচিন পাইলট এবং অন্য বিদ্রোহী বিধায়কদের নিয়ে BJP তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন তিনি ।
রাজস্থান বিধানসভায় আসন সংখ্যা ২০০ । সচিন পাইলট ও ১৮ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করায় গেহলত শিবিরের ক্ষমতা ঠেকে ১০২-এ । সংখ্যাগরিষ্ঠতা থেকে একটি বেশি । অন্যদিকে BJP-র বিধায়ক সংখ্যা ৭২ । ক্ষমতা দখলের জন্য প্রয়োজন আরও ৩০ বিধায়কের সমর্থন । এদিকে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ছিলেন ১৯ । রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে নতুন করে ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির।