ETV Bharat / bharat

নতুন চ্যালেঞ্জের মুখে গেহলত সরকার, অনাস্থা আনছে BJP

সবে দলের দ্বন্দ্ব মিটেেছে কংগ্রেসের। এরই মধ্যে নতুন চ্যালেঞ্জের মুখে রাজস্থানের অশোক গেহলত সরকার। বিধানসভায় অনাস্থা আনতে চলেছে BJP।

ASHOK GEHLOT
অশোক গেহলত
author img

By

Published : Aug 13, 2020, 5:32 PM IST

জয়পুর, ১৩ অগাস্ট : দিন দু'য়েক আগেই "ঘর ওয়াপসি" হয়েছে সচিন পাইলটের । আবার নতুন করে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে রাজস্থান কংগ্রেস । কিন্তু, সেই পর্ব মিটতে না মিটতেই ফের নতুন চ্যালেঞ্জের মুখে অশোক গেহলত সরকার । বিধানসভার বিশেষ অধিবেশনে গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে BJP। আগামীকাল থেকে শুরু হচ্ছে অধিবেশন ।

জুলাইয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সচিন পাইলটের নেতৃত্বাধীন ১৮ কংগ্রেস বিধায়ক । সংকটে পড়ে গেহলত সরকার । একমাসের বেশি সময় ধরে চলে সেই টানাপোড়েন পর্ব । অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির মধ্যস্থতায় দ্বন্দ্ব মেটে কংগ্রেসে । রাজ্যে ফিরে সচিন পাইলট জানিয়ে দেন, তিনি পদ নিয়ে চিন্তিত নন ।

গেহলত সরকারের এই সংকটকালে কংগ্রেসের তরফে একাধিকবার BJP-র বিরুদ্ধে আঙুল তোলা হলেও ক্ষমতা দখলের কোনও চেষ্টা করেনি BJP । বরং কংগ্রেস সরকারের সংকট কোন দিকে যায় তা দূর থেকে লক্ষ্য করে গেছে । হয়ত সুযোগের অপেক্ষা করছিল তারা । অন্তত তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ । সোমবার সমস্ত দূরত্বের অবসান ঘটিয়ে ফের এক ছাতার তলায় চলে আসে রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব ।

এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশনের আগে মঙ্গলবার দলীয় বৈঠক বাতিল করে BJP। এপ্রসঙ্গে গেহলত বলেন, "ওরা হঠাৎ করে মিটিং বাতিল করল । ওরা বুঝতে পেরেছে যে ওদের ষড়যন্ত্র কাজ করেনি।"

আজ অবশ্য বসুন্ধরা রাজে এবং রাজ্য BJP-র অন্য নেতারা একপ্রস্থ আলোচনা করেন । সেখানেই গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা BJP-র গুলাব চাঁদ কাটারিয়া জানান, " আমরা শরিকদের নিয়ে আগামীকাল বিধানসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছি ।" একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কংগ্রেস সরকার তার মেয়াদ শেষ করতে পারবে না ।

প্রসঙ্গত, সচিন পাইলটের সঙ্গে সন্ধিপর্বের আগে বারবার BJP-কে কাঠগড়ায় তুলেছেন অশোক গেহলত । সচিন পাইলট এবং অন্য বিদ্রোহী বিধায়কদের নিয়ে BJP তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন তিনি ।

রাজস্থান বিধানসভায় আসন সংখ্যা ২০০ । সচিন পাইলট ও ১৮ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করায় গেহলত শিবিরের ক্ষমতা ঠেকে ১০২-এ । সংখ্যাগরিষ্ঠতা থেকে একটি বেশি । অন্যদিকে BJP-র বিধায়ক সংখ্যা ৭২ । ক্ষমতা দখলের জন্য প্রয়োজন আরও ৩০ বিধায়কের সমর্থন । এদিকে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ছিলেন ১৯ । রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে নতুন করে ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

জয়পুর, ১৩ অগাস্ট : দিন দু'য়েক আগেই "ঘর ওয়াপসি" হয়েছে সচিন পাইলটের । আবার নতুন করে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে রাজস্থান কংগ্রেস । কিন্তু, সেই পর্ব মিটতে না মিটতেই ফের নতুন চ্যালেঞ্জের মুখে অশোক গেহলত সরকার । বিধানসভার বিশেষ অধিবেশনে গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে BJP। আগামীকাল থেকে শুরু হচ্ছে অধিবেশন ।

জুলাইয়ে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সচিন পাইলটের নেতৃত্বাধীন ১৮ কংগ্রেস বিধায়ক । সংকটে পড়ে গেহলত সরকার । একমাসের বেশি সময় ধরে চলে সেই টানাপোড়েন পর্ব । অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির মধ্যস্থতায় দ্বন্দ্ব মেটে কংগ্রেসে । রাজ্যে ফিরে সচিন পাইলট জানিয়ে দেন, তিনি পদ নিয়ে চিন্তিত নন ।

গেহলত সরকারের এই সংকটকালে কংগ্রেসের তরফে একাধিকবার BJP-র বিরুদ্ধে আঙুল তোলা হলেও ক্ষমতা দখলের কোনও চেষ্টা করেনি BJP । বরং কংগ্রেস সরকারের সংকট কোন দিকে যায় তা দূর থেকে লক্ষ্য করে গেছে । হয়ত সুযোগের অপেক্ষা করছিল তারা । অন্তত তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ । সোমবার সমস্ত দূরত্বের অবসান ঘটিয়ে ফের এক ছাতার তলায় চলে আসে রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব ।

এই পরিস্থিতিতে বিধানসভার অধিবেশনের আগে মঙ্গলবার দলীয় বৈঠক বাতিল করে BJP। এপ্রসঙ্গে গেহলত বলেন, "ওরা হঠাৎ করে মিটিং বাতিল করল । ওরা বুঝতে পেরেছে যে ওদের ষড়যন্ত্র কাজ করেনি।"

আজ অবশ্য বসুন্ধরা রাজে এবং রাজ্য BJP-র অন্য নেতারা একপ্রস্থ আলোচনা করেন । সেখানেই গেহলত সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা BJP-র গুলাব চাঁদ কাটারিয়া জানান, " আমরা শরিকদের নিয়ে আগামীকাল বিধানসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছি ।" একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কংগ্রেস সরকার তার মেয়াদ শেষ করতে পারবে না ।

প্রসঙ্গত, সচিন পাইলটের সঙ্গে সন্ধিপর্বের আগে বারবার BJP-কে কাঠগড়ায় তুলেছেন অশোক গেহলত । সচিন পাইলট এবং অন্য বিদ্রোহী বিধায়কদের নিয়ে BJP তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন তিনি ।

রাজস্থান বিধানসভায় আসন সংখ্যা ২০০ । সচিন পাইলট ও ১৮ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করায় গেহলত শিবিরের ক্ষমতা ঠেকে ১০২-এ । সংখ্যাগরিষ্ঠতা থেকে একটি বেশি । অন্যদিকে BJP-র বিধায়ক সংখ্যা ৭২ । ক্ষমতা দখলের জন্য প্রয়োজন আরও ৩০ বিধায়কের সমর্থন । এদিকে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ছিলেন ১৯ । রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে নতুন করে ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.