ETV Bharat / bharat

কোরোনা: দেশের পঞ্চম রাজ্য হিসাবে 10 হাজারের গণ্ডি ছাড়াল রাজস্থান - রাজস্থানে কোরোনা আক্রান্ত

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এবার 10,000 কোরোনা আক্রান্তের গণ্ডি ছাড়াল রাজস্থানে। মৃত্যু হয়েছে 218 জনের। বর্তমানে সেখানে কোরোনা পজিটি়ভ কেস রয়েছে 2,507।

রাজস্থান কোরোনা আপডেট
রাজস্থানে কোরোনা আক্রান্ত ছাড়াল 10,000
author img

By

Published : Jun 6, 2020, 1:15 PM IST

জয়পুর, 6 জুন: রাজস্থানে কোরোনা আক্রান্তের সংখ্যা 10,000--র গণ্ডি ছাড়াল। শুক্রবার রাত পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 218। শনিবার সকালে একথা জানান অতিরিক্ত মুখ্যসচিব রোহিত কুমার সিং। দেশে আক্রান্তের নিরিখে 10,000-র গণ্ডি ছাড়ানো রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রাজস্থান। এর আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত।

রাজস্থানে এখনও পর্যন্ত কোরোনা পজিটি়ভের সংখ্যা 10,084। এর মধ্যে এখনও পর্যন্ত কোরোনামুক্ত 7,359 জন। তাঁদের মধ্যে 6,818 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এখন রাজস্থানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2,507। রাজ্যে মোট আক্রান্তের মধ্যে 2,913 জন পরিযায়ী শ্রমিক। যাঁরা সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে রাজস্থানে ফিরেছেন।

এখনও পর্যন্ত রাজ্যে 4,80,910টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে 5,477টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসা এখনও বাকি। রাজ্যের 33টি জেলাতেই কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে জয়পুর। সেখানে কোরোনা আক্রান্ত 2,152 জন। এরপরে রয়েছে যোধপুর, সেখানে পজ়িটি়ভ 1,706 জন। এছাড়া উদয়পুরে 577, পালিতে 573, কোটায় 503, ভরতপুরে 546, আজ়মেঢ়ে 362, আলওয়ারে 82, বানাসওয়ারায় 85, বারাণে 57, বারমেরে 105, ভিলওয়ারায় 163, বিকানেরে 109, বুন্দিতে 4, চিত্তরগড়ে 188, চুরুতে 142, দাউসাতে 62, ঢোলপুরে 65, দুনগারপুরে 373, গঙ্গানগরে 7, হনুমাননগরে 157, জয়সলমেরে 74, জালোরে 168, ঝালাওয়ারে 326, ঝুনঝুনুতে 157, কারাউলিতে 20, নাগৌরে 490, প্রতাপগড়ে 14, রাজসম্মন্দে 160, সিকারে 260, সাওয়াই মধুপুরে 24, সিরোহিতে 191 এবং টংক-এ 169 পজ়িটি়ভ কেস রয়েছে।

জয়পুর, 6 জুন: রাজস্থানে কোরোনা আক্রান্তের সংখ্যা 10,000--র গণ্ডি ছাড়াল। শুক্রবার রাত পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 218। শনিবার সকালে একথা জানান অতিরিক্ত মুখ্যসচিব রোহিত কুমার সিং। দেশে আক্রান্তের নিরিখে 10,000-র গণ্ডি ছাড়ানো রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রাজস্থান। এর আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত।

রাজস্থানে এখনও পর্যন্ত কোরোনা পজিটি়ভের সংখ্যা 10,084। এর মধ্যে এখনও পর্যন্ত কোরোনামুক্ত 7,359 জন। তাঁদের মধ্যে 6,818 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এখন রাজস্থানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2,507। রাজ্যে মোট আক্রান্তের মধ্যে 2,913 জন পরিযায়ী শ্রমিক। যাঁরা সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে রাজস্থানে ফিরেছেন।

এখনও পর্যন্ত রাজ্যে 4,80,910টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে 5,477টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসা এখনও বাকি। রাজ্যের 33টি জেলাতেই কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে জয়পুর। সেখানে কোরোনা আক্রান্ত 2,152 জন। এরপরে রয়েছে যোধপুর, সেখানে পজ়িটি়ভ 1,706 জন। এছাড়া উদয়পুরে 577, পালিতে 573, কোটায় 503, ভরতপুরে 546, আজ়মেঢ়ে 362, আলওয়ারে 82, বানাসওয়ারায় 85, বারাণে 57, বারমেরে 105, ভিলওয়ারায় 163, বিকানেরে 109, বুন্দিতে 4, চিত্তরগড়ে 188, চুরুতে 142, দাউসাতে 62, ঢোলপুরে 65, দুনগারপুরে 373, গঙ্গানগরে 7, হনুমাননগরে 157, জয়সলমেরে 74, জালোরে 168, ঝালাওয়ারে 326, ঝুনঝুনুতে 157, কারাউলিতে 20, নাগৌরে 490, প্রতাপগড়ে 14, রাজসম্মন্দে 160, সিকারে 260, সাওয়াই মধুপুরে 24, সিরোহিতে 191 এবং টংক-এ 169 পজ়িটি়ভ কেস রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.