ETV Bharat / bharat

রাজস্থানে কাকের পর বকের শরীরে বার্ড ফ্লু'র ভাইরাস - বার্ড ফ্লু

রাজস্থানে গত এক সপ্তাহে মৃত 522টি পাখির মধ্যে 461টি কাক ও বাকি বক রয়েছে। এই পাখিগুলির মধ্যে 13টি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার টেস্টের জন্য ইতিমধ্যে নমুনা হিসেবে ভোপালে পাঠানো হয়েছে। পাখিগুলোর শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে।

rajasthan-after-crow-bird-flu-confirmed-in-herons
কাকের পর হেরনের শরীরে বার্ড ফ্লু ভাইরাস
author img

By

Published : Jan 5, 2021, 8:28 PM IST

ঝালাওয়ার (রাজস্থান), 5 জানুয়ারি: রাজস্থানে কাকের পর এবার বকের শরীরে পাওয়া গেল বা বার্ড ফ্লু ভাইরাস । এমনটাই জানিয়েছে রাজস্থানের বন্যপ্রাণ দপ্তর। সব মিলিয়ে গত এক সপ্তাহে রাজস্থানে মোট 522টি পাখির মৃত্যু হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিনে রাজস্থানের একাধিক জায়গায় কাকের মৃত্যু হচ্ছিল। যেখানে গত কয়েক দিনে ছয় জেলায় মোট 140টি কাক ও 2টি বকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লু-র কারণে।

রাজস্থানে গত এক সপ্তাহে মৃত 522টি পাখির মধ্যে 461টি কাক ও বাকি বক রয়েছে। এই পাখিগুলির মধ্যে 13টি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার টেস্টের জন্য ইতিমধ্যে নমুনা হিসেবে ভোপালে পাঠানো হয়েছে। পাখিগুলোর শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে।

তবে, মানুষের শরীরে সরাসরি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রভাব ফেলতে পারবে না। তবে, পোলট্রি ফার্মে এই ভাইরাস ঢুকে গেলে তা বিপজ্জনক হতে পারে। তাই দেশের সব পোলট্রি ফার্মগুলিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পাখিরালয়গুলিতেও নজরদারি চালাতে বলা হয়েছে।

ঝালাওয়ার (রাজস্থান), 5 জানুয়ারি: রাজস্থানে কাকের পর এবার বকের শরীরে পাওয়া গেল বা বার্ড ফ্লু ভাইরাস । এমনটাই জানিয়েছে রাজস্থানের বন্যপ্রাণ দপ্তর। সব মিলিয়ে গত এক সপ্তাহে রাজস্থানে মোট 522টি পাখির মৃত্যু হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিনে রাজস্থানের একাধিক জায়গায় কাকের মৃত্যু হচ্ছিল। যেখানে গত কয়েক দিনে ছয় জেলায় মোট 140টি কাক ও 2টি বকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লু-র কারণে।

রাজস্থানে গত এক সপ্তাহে মৃত 522টি পাখির মধ্যে 461টি কাক ও বাকি বক রয়েছে। এই পাখিগুলির মধ্যে 13টি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার টেস্টের জন্য ইতিমধ্যে নমুনা হিসেবে ভোপালে পাঠানো হয়েছে। পাখিগুলোর শরীরে এইচ5এন1 ভাইরাস পাওয়া গেছে।

তবে, মানুষের শরীরে সরাসরি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রভাব ফেলতে পারবে না। তবে, পোলট্রি ফার্মে এই ভাইরাস ঢুকে গেলে তা বিপজ্জনক হতে পারে। তাই দেশের সব পোলট্রি ফার্মগুলিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পাখিরালয়গুলিতেও নজরদারি চালাতে বলা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.