ETV Bharat / bharat

বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF - তেলাঙ্গানায় ভারী বৃষ্টি

ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।

Telengana
তেলাঙ্গানায় মৃত বেড়ে 30
author img

By

Published : Oct 15, 2020, 8:11 AM IST

Updated : Oct 15, 2020, 9:15 AM IST

হায়দরাবাদ , 15 অক্টোবর : তেলাঙ্গানায় মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি চলছে । রাজ্যের বহু এলাকা এখন জলের তলায় । প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 30 জনের । এর মধ্যে 19 জনই গ্রেটার হায়দরাবাদের । এদিকে , উদ্ধারকাজে নেমেছে NDRF, সেনা ।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে তেলাঙ্গানার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে ৷ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টির জেরে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে । বেশ কয়েকটি জেলা ও রাজ্যের রাজধানী হায়দরাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যে হায়দরাবাদে হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে । ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ রয়েছে ।

সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছে । ওইসব এলাকাগুলিচে ত্রাণ বণ্টনের কাজ করছে তারা । আটকে থাকা মানুষগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা মোতায়েন করা হয়েছে । উদ্ধারের জন্য দু'টি হেলিকপ্টার রাখা হয়েছে ।

বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানা , উদ্ধারকাজে সেনা, NDRF

NDRF জানিয়েছে , হায়দরাবাদ ও রঙ্গারেড্ডি জেলার জলমগ্ন এলাকা থেকে 22 জনকে উদ্ধার করা হয়েছে । এবং এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । NDRF-র ডিরেক্টর জেনেরাল সত্য নারায়ণ প্রধান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ।

হায়দরাবাদ , 15 অক্টোবর : তেলাঙ্গানায় মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টি চলছে । রাজ্যের বহু এলাকা এখন জলের তলায় । প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 30 জনের । এর মধ্যে 19 জনই গ্রেটার হায়দরাবাদের । এদিকে , উদ্ধারকাজে নেমেছে NDRF, সেনা ।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে তেলাঙ্গানার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে ৷ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টির জেরে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে । বেশ কয়েকটি জেলা ও রাজ্যের রাজধানী হায়দরাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । ইতিমধ্যে হায়দরাবাদে হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে । ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ রয়েছে ।

সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছে । ওইসব এলাকাগুলিচে ত্রাণ বণ্টনের কাজ করছে তারা । আটকে থাকা মানুষগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা মোতায়েন করা হয়েছে । উদ্ধারের জন্য দু'টি হেলিকপ্টার রাখা হয়েছে ।

বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানা , উদ্ধারকাজে সেনা, NDRF

NDRF জানিয়েছে , হায়দরাবাদ ও রঙ্গারেড্ডি জেলার জলমগ্ন এলাকা থেকে 22 জনকে উদ্ধার করা হয়েছে । এবং এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । NDRF-র ডিরেক্টর জেনেরাল সত্য নারায়ণ প্রধান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ।

Last Updated : Oct 15, 2020, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.