দিল্লি, 4 অক্টোবর : উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল । মোট 200টি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।
আজ অনলাইনের মাধ্যমে বৈঠক করেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে ।
কোন কোন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলবে তা দেখে নেওয়া যাক-
সেকেন্দ্রাবাদ - তিরুবনন্তপুরম
সেকেন্দ্রাবাদ - গুয়াহাটি
সেকেন্দ্রাবাদ - তিরুপতি
সেকেন্দ্রাবাদ - কাকিন্ডা
সেকেন্দ্রাবাদ - নারসাপুর
হায়দরাবাদ - চেন্নাই
কাচিগুড়া - মাইসুরু
কাদাপা - বিশাখাপটনম
পূর্না - পটনা
সেকেন্দ্রাবাদ - রাজকোট
বিজয়ওয়াড়া - হুবলি
হায়দরাবাদ - জয়পুর
হায়দরাবাদ - রকজুল
তিরুপতি - অমরাবতী
নাগপুর - চেন্নাই
সেকেন্দ্রাবাদ - হাওড়া
ভুবনেশ্বর - বেঙ্গালুরু