ETV Bharat / bharat

26 ঘণ্টা পর রায়গড়ের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলা, মৃত বেড়ে 16 - 26 ঘণ্টা পর উদ্ধার মহিলা

গতকাল রাত 10 টা 33 মিনিট নাগাদ এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দেখা যায় , একজন NDRF কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই মহিলাকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন এবং ভয় পেতে বারণ করছেন । এরপরই তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করে আনতেও দেখা যায় ।

Mumbai
মুম্বইয়ের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলা
author img

By

Published : Aug 26, 2020, 9:57 AM IST

Updated : Aug 26, 2020, 10:57 PM IST

রায়গড়, 26 অগাস্ট : মহারাষ্ট্রের রায়গড়ে ভেঙে পড়া বহুতল থেকে উদ্ধার করা হল মহিলাকে । প্রায় 26 ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে তিনি আটকে ছিলেন । তাঁর নাম মেহেরুন্নিসা কাজ়ি । গতকাল তাঁকে উদ্ধার করে NDRF টিম । পরে তাঁকে সরকারি হাসপাতালে পাঠানো হয় ।

গতকাল রাত 10 টা 33 মিনিট নাগাদ এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দেখা যায়, একজন NDRF কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই মহিলাকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন এবং ভয় পেতে বারণ করছেন । এরপরই তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করে আনতেও দেখা যায় ।

উল্লেখ্য, গতকাল ওই বহুতলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল চার বছরের শিশুকে । 19 ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে চাপা ছিল ছেলেটি ৷

সোমবার সন্ধেয় রায়গড় জেলার কাজলাপুরা এলাকায় একটি পাঁচতলা বিল্ডিংয়ের তিনটি তলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ওই পাঁচতলা বাড়িতে 45টি ফ্ল্যাট ছিল । ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের । তার মধ্যে সাতজন পুরুষ ও নয়জন মহিলা রয়েছে । এখনও উদ্ধারকাজ চলছে ।

26 ঘণ্টা পর রায়গড়ের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলা

গতমাসে মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে একটি বহুতল ধসের কবলে পড়ে ৷ দুর্ঘটনায় 9 জন মারা যান ৷ আহতও হন কয়েকজন ৷

রায়গড়, 26 অগাস্ট : মহারাষ্ট্রের রায়গড়ে ভেঙে পড়া বহুতল থেকে উদ্ধার করা হল মহিলাকে । প্রায় 26 ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে তিনি আটকে ছিলেন । তাঁর নাম মেহেরুন্নিসা কাজ়ি । গতকাল তাঁকে উদ্ধার করে NDRF টিম । পরে তাঁকে সরকারি হাসপাতালে পাঠানো হয় ।

গতকাল রাত 10 টা 33 মিনিট নাগাদ এই সংক্রান্ত একটি ভিডিয়ো শেয়ার করা হয় । যেখানে দেখা যায়, একজন NDRF কর্মী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই মহিলাকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন এবং ভয় পেতে বারণ করছেন । এরপরই তাঁকে ধীরে ধীরে সেখান থেকে বের করে আনতেও দেখা যায় ।

উল্লেখ্য, গতকাল ওই বহুতলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল চার বছরের শিশুকে । 19 ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে চাপা ছিল ছেলেটি ৷

সোমবার সন্ধেয় রায়গড় জেলার কাজলাপুরা এলাকায় একটি পাঁচতলা বিল্ডিংয়ের তিনটি তলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ওই পাঁচতলা বাড়িতে 45টি ফ্ল্যাট ছিল । ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 16 জনের । তার মধ্যে সাতজন পুরুষ ও নয়জন মহিলা রয়েছে । এখনও উদ্ধারকাজ চলছে ।

26 ঘণ্টা পর রায়গড়ের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলা

গতমাসে মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে একটি বহুতল ধসের কবলে পড়ে ৷ দুর্ঘটনায় 9 জন মারা যান ৷ আহতও হন কয়েকজন ৷

Last Updated : Aug 26, 2020, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.