ETV Bharat / bharat

প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন পাওয়ার অনুষ্ঠানে গরহাজির সোনিয়া, রাহুল, মনমোহন - india

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গরহাজির সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি । এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও দেখা যায়নি রাষ্ট্রপতি ভবনে । এদিকে জানা গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধি । তাঁর অনুপস্থিতির কারণ জানা যায়নি । তবে গান্ধি পরিবাররে কেউ উপস্থিত না থাকলেও কংগ্রেস নেতা আনন্দ শর্মা, আহমেদ প্যাটেলসহ অন্য কংগ্রেসের নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ।

ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 9, 2019, 1:01 PM IST

Updated : Aug 9, 2019, 1:45 PM IST

দিল্লি, 9 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন । কিন্তু তাঁরা কোথায়? এদিক ওদিক তাকিয়েও চোখে পড়ল না । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি । এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও দেখা যায়নি রাষ্ট্রপতি ভবনে । এদিকে জানা গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধি । তাঁর অনুপস্থিতির কারণ জানা যায়নি । তবে গান্ধি পরিবাররে কেউ উপস্থিত না থাকলেও কংগ্রেস নেতা আনন্দ শর্মা, আহমেদ প্যাটেলসহ অন্য কংগ্রেসের নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ।

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করেন রাহুল গান্ধি । সেই থেকেই প্রকাশ্যে রাহুলকে খুব কম দেখা যাচ্ছে । সোশাল মিডিয়াতেও তিনি অনিয়মিত হয়ে উঠেছেন ।

2018 সালের জুন মাসে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় । সেই সিদ্ধান্ত কংগ্রেস নেতৃত্ব ভালোভাবে নেয়নি । কয়েকজন নেতা তো প্রাক্তন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করেছিলেন । তাঁদের বক্তব্য ছিল, "নির্বাচনের আগে একজন অসাম্প্রদায়িক ভাবমূর্তির ব্যক্তির এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেওয়া বেমানান৷" যদিও সমালোচনার পরও প্রাক্তন রাষ্ট্রপতি RSS-র সভায় উপস্থিত হয়ে বহুত্ববাদ ও সহনশীলতা সম্পর্কে ভাষণ দেন ।

এবছর প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা ও RSS নেতা নানাজি দেশমুখ মরণোত্তর ভারতরত্ন পান । ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা ভারতরত্ন সম্মান গ্রহণ করেন । অন্যদিকে দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান বীরেন্দ্রজিৎ সিং নানাজি দেশমুখের হয়ে ভারতরত্ন গ্রহণ করেন ।

দিল্লি, 9 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন । কিন্তু তাঁরা কোথায়? এদিক ওদিক তাকিয়েও চোখে পড়ল না । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি । এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও দেখা যায়নি রাষ্ট্রপতি ভবনে । এদিকে জানা গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধি । তাঁর অনুপস্থিতির কারণ জানা যায়নি । তবে গান্ধি পরিবাররে কেউ উপস্থিত না থাকলেও কংগ্রেস নেতা আনন্দ শর্মা, আহমেদ প্যাটেলসহ অন্য কংগ্রেসের নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ।

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তের ঘোষণা করেন রাহুল গান্ধি । সেই থেকেই প্রকাশ্যে রাহুলকে খুব কম দেখা যাচ্ছে । সোশাল মিডিয়াতেও তিনি অনিয়মিত হয়ে উঠেছেন ।

2018 সালের জুন মাসে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় । সেই সিদ্ধান্ত কংগ্রেস নেতৃত্ব ভালোভাবে নেয়নি । কয়েকজন নেতা তো প্রাক্তন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জন্য হতাশা প্রকাশ করেছিলেন । তাঁদের বক্তব্য ছিল, "নির্বাচনের আগে একজন অসাম্প্রদায়িক ভাবমূর্তির ব্যক্তির এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেওয়া বেমানান৷" যদিও সমালোচনার পরও প্রাক্তন রাষ্ট্রপতি RSS-র সভায় উপস্থিত হয়ে বহুত্ববাদ ও সহনশীলতা সম্পর্কে ভাষণ দেন ।

এবছর প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা ও RSS নেতা নানাজি দেশমুখ মরণোত্তর ভারতরত্ন পান । ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা ভারতরত্ন সম্মান গ্রহণ করেন । অন্যদিকে দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান বীরেন্দ্রজিৎ সিং নানাজি দেশমুখের হয়ে ভারতরত্ন গ্রহণ করেন ।

Karad/ Satara/ Kolhapur (Maharashtra), Aug 09 (ANI): The flood situation in Kolhapur and Satara districts of Maharashtra remained critical. Truck drivers are stuck on road in Maharashtra's Karad since last four days due to flood situation in Kolhapur. Around 1000-2000 trucks are stuck since last 3-4 days due to flood situation. Meanwhile, the flood like situation is still prevailing in the Satara district of Maharashtra. Houses and vehicles are also submerged in Kolhapur district. Power supply has been cut in many parts of the district as transformers and feeder pillars were submerged. Teams from Indian Army, Navy, National Disaster Response Force (NDRF) and Coast Guard along with the local authorities continued extensive relief efforts.
Last Updated : Aug 9, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.