দিল্লি, 12 অগাস্ট : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ রাহুল গান্ধির । এবার দেশের GDP নিয়ে মোদিকে নিশানা করলেন তিনি ৷ বলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ।” অর্থাৎ মোদি থাকলে সব সম্ভব ৷ BJP-র বিরুদ্ধে এই স্লোগানকে হাতিয়ার করেছিলেন রাহুল । দেশের GDP নিয়ে কথা বলতে গিয়ে, ফের সেই স্লোগানই ব্যবহার করলেন কংগ্রেস নেতা ৷
ইনফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তি সোমবার দেশের GDP-র বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। স্বাধীনতার পর এই প্রথম GDP এত নিচে নেমেছে বলে মন্তব্য করেন তিনি ৷ দেশের অর্থনীতিকে সঠিক দিশায় নিয়ে আসা উচিত বলে মনে করেন নারায়ণমূর্তি ৷ ইনফোসিস কর্তার সেই প্রসঙ্গ টেনেই মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল ।
দেশে কোরোনা সংক্রমণ 23 লাখের গণ্ডি ছাড়িয়েছে ৷ কোরোনা সংক্রমণ নিয়ে বলতে গিয়ে রাহুল প্রশ্ন করেন, মোদি সরকার কোথায় ? দেশের বর্তমান পরিস্থিতি মোদি সরকার সামাল দিতে পারবে না বলেও কটাক্ষ করেন তিনি। এবার অর্থ ব্যবস্থার প্রসঙ্গ তুলে ফের মোদিকে কাঠগড়ায় তুললেন।