ETV Bharat / bharat

গেরুয়া ঝড়ের মাঝেও ইতিহাস গড়ে কেরালায় রেকর্ড জয় রাহুলের - lok sabha election

উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরালার ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন রাহুল গান্ধি । ওয়াইনাড কেন্দ্র থেকে সবচেয়ে বড় মার্জিনে জিতলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । আজ রাহুল গান্ধি কেরালার ওয়াইনাড থেকে 4 লাখ 31 হাজার ভোটের ব্যবধানে জিতে রেকর্ড গড়েছেন ।

রাহুল গান্ধি
author img

By

Published : May 23, 2019, 5:49 PM IST

Updated : May 24, 2019, 12:33 AM IST

দিল্লি, 23 মে : দলের ভরাডুবি । তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কিন্তু, তাও তিনি রেকর্ড গড়লেন । কেরালায় সবচেয়ে বড় মার্জিনে জিতলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল কেরালার ওয়াইনাড থেকে 4 লাখ 31 হাজার 770 ভোটে জয়ী হলেন কংগ্রেস সভাপতি । উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরালার ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন রাহুল গান্ধি । নিজের হাতের তালুর মতো চেনা আমেথির পাশাপাশি ওয়াইনাড থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণার পরই রাহুল তথা কংগ্রেসের দিকে বাণ ছুঁড়েছিল BJP । মোদি-শাহদের দাবি ছিল, আমেথিতে হার নিশ্চিত বুঝেই কেরালা থেকে প্রার্থী হয়েছেন রাহুল । আজকের ভোটের পর অনেকটাই সে কথাই প্রমাণ করে দিল ।

আমেথিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে জোর টক্কর চলে রাহুলের । কিন্তু, কংগ্রেসের গড় বলে পরিচিত আমেথিতে ধাক্কা খেলেন রাহুল । আমেথি মুখ ফেরালেও গেরুয়া ঝড়ের সামনে 'বাফার জ়োন' হয়ে দাঁড়ালেন সেই রাহুলই । তবে, রাহুল প্রথম নন । মা সোনিয়া গান্ধি এবং ঠাকুমা ইন্দিরা গান্ধিও দক্ষিণের আসন থেকে লড়ে নজির সৃষ্টি করেছিলেন । 1978 কর্নাটকের চিকমাগালুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর ইন্দিরার রাজনৈতিক জীবনে নতুন মোড় আসে । 1980-তে উত্তরপ্রদেশের রায়বেরিলির পাশাপাশি অন্ধ্রের মেডক থেকে জয়ী হয়েছিলেন ইন্দিরা । 1999-তে আমেথির পাশাপাশি কর্নাটকের বল্লারি থেকে লড়েছিলেন সনিয়া । মা-ঠাকুমার পথে গিয়ে উত্তরের পাশাপাশি দক্ষিণে দলের ভিত মজবুত করার লড়াই শুরু করেছিলেন রাহুল ।

কেরালায় রাহুল প্রার্থী হওয়ার পর তা ভালো চোখে নেয়নি বামেরা । প্রকাশ্যেই রাহুলের এই পদক্ষেপকে সমালোচনা করেছিল বামেদের শীর্ষ নেতৃত্ব । তাদের অভিযোগ ছিল, মেরুকরণের রাজনীতি শুরু করেছেন রাহুল । কারণ, কেন্দ্রে BJP হারানো যদি একমাত্র লক্ষ্য হত তাহলে কেরালায় প্রার্থী হতেন না রাহুল । প্রকাশ কারাতের মতো নেতারা দাবি করছিলেন, রাহুল প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হবে বাম এবং কংগ্রেসের মধ্যে । এর ফলে সুবিধা পাবে BJP । কিন্তু, আজকের ঐতিহাসিক ফল বুঝিয়ে দিল উত্তরপ্রদেশে দাঁত ফোটাতে না পারলেও দক্ষিণের সমর্থন রয়েছে রাহুলের সঙ্গে ।

আরও একটি ইঙ্গিত স্পষ্ট হল রাহুলের এই সাফল্যে । পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আগেই মুখ ফিরিয়েছিল । বাম নেতৃত্বের কিছুটা আশা ছিল কেরালার প্রতি । রাহুল গান্ধির বিরুদ্ধে যিনি লড়াই দেবেন বলে মনে করা হয়েছিল সেই পি পি সুনীর রীতিমতো হতাশ করলেন দলকে । CPI(M) সমর্থিত সুনীর দ্বিতীয় স্থানে থাকলেও, ভোট ব্যবধানে রাহুলের ধারেকাছে থাকতে পারলেন না ।

দিল্লি, 23 মে : দলের ভরাডুবি । তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কিন্তু, তাও তিনি রেকর্ড গড়লেন । কেরালায় সবচেয়ে বড় মার্জিনে জিতলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল কেরালার ওয়াইনাড থেকে 4 লাখ 31 হাজার 770 ভোটে জয়ী হলেন কংগ্রেস সভাপতি । উত্তরপ্রদেশের আমেথির পাশাপাশি কেরালার ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন রাহুল গান্ধি । নিজের হাতের তালুর মতো চেনা আমেথির পাশাপাশি ওয়াইনাড থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণার পরই রাহুল তথা কংগ্রেসের দিকে বাণ ছুঁড়েছিল BJP । মোদি-শাহদের দাবি ছিল, আমেথিতে হার নিশ্চিত বুঝেই কেরালা থেকে প্রার্থী হয়েছেন রাহুল । আজকের ভোটের পর অনেকটাই সে কথাই প্রমাণ করে দিল ।

আমেথিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে জোর টক্কর চলে রাহুলের । কিন্তু, কংগ্রেসের গড় বলে পরিচিত আমেথিতে ধাক্কা খেলেন রাহুল । আমেথি মুখ ফেরালেও গেরুয়া ঝড়ের সামনে 'বাফার জ়োন' হয়ে দাঁড়ালেন সেই রাহুলই । তবে, রাহুল প্রথম নন । মা সোনিয়া গান্ধি এবং ঠাকুমা ইন্দিরা গান্ধিও দক্ষিণের আসন থেকে লড়ে নজির সৃষ্টি করেছিলেন । 1978 কর্নাটকের চিকমাগালুর উপনির্বাচনে জয়ী হওয়ার পর ইন্দিরার রাজনৈতিক জীবনে নতুন মোড় আসে । 1980-তে উত্তরপ্রদেশের রায়বেরিলির পাশাপাশি অন্ধ্রের মেডক থেকে জয়ী হয়েছিলেন ইন্দিরা । 1999-তে আমেথির পাশাপাশি কর্নাটকের বল্লারি থেকে লড়েছিলেন সনিয়া । মা-ঠাকুমার পথে গিয়ে উত্তরের পাশাপাশি দক্ষিণে দলের ভিত মজবুত করার লড়াই শুরু করেছিলেন রাহুল ।

কেরালায় রাহুল প্রার্থী হওয়ার পর তা ভালো চোখে নেয়নি বামেরা । প্রকাশ্যেই রাহুলের এই পদক্ষেপকে সমালোচনা করেছিল বামেদের শীর্ষ নেতৃত্ব । তাদের অভিযোগ ছিল, মেরুকরণের রাজনীতি শুরু করেছেন রাহুল । কারণ, কেন্দ্রে BJP হারানো যদি একমাত্র লক্ষ্য হত তাহলে কেরালায় প্রার্থী হতেন না রাহুল । প্রকাশ কারাতের মতো নেতারা দাবি করছিলেন, রাহুল প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হবে বাম এবং কংগ্রেসের মধ্যে । এর ফলে সুবিধা পাবে BJP । কিন্তু, আজকের ঐতিহাসিক ফল বুঝিয়ে দিল উত্তরপ্রদেশে দাঁত ফোটাতে না পারলেও দক্ষিণের সমর্থন রয়েছে রাহুলের সঙ্গে ।

আরও একটি ইঙ্গিত স্পষ্ট হল রাহুলের এই সাফল্যে । পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আগেই মুখ ফিরিয়েছিল । বাম নেতৃত্বের কিছুটা আশা ছিল কেরালার প্রতি । রাহুল গান্ধির বিরুদ্ধে যিনি লড়াই দেবেন বলে মনে করা হয়েছিল সেই পি পি সুনীর রীতিমতো হতাশ করলেন দলকে । CPI(M) সমর্থিত সুনীর দ্বিতীয় স্থানে থাকলেও, ভোট ব্যবধানে রাহুলের ধারেকাছে থাকতে পারলেন না ।

New Delhi, May 23 (ANI): Bharatiya Janata Party (BJP) president Amit Shah arrived at the party headquarters in the national capital today. Riding on a massive Modi wave sweeping across nation, BJP is set to return to power. Amit Shah was welcomed by party workers at the BJP office. Several BJP workers and supporters celebrated outside BJP headquarters.
Last Updated : May 24, 2019, 12:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.