ETV Bharat / bharat

বিহার ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল, অসন্তোষ প্রকাশ শরিক দলের নেতার

author img

By

Published : Nov 16, 2020, 1:00 PM IST

বিহার নির্বাচনে NDA জোট মোট 125টি আসন পয়েছে ৷ সেখানে মহাজোট পেয়েছে 110টি আসন ৷ বিহারের ভোটে 70টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ যার মধ্যে কংগ্রেস মাত্র 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে ৷ এখানেই শিবানন্দের প্রশ্ন, বিহার নির্বাচনে এতগুলি আসনে প্রার্থী দিয়েও, কেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ভোট প্রচারে দেখা গেল না ?

rahul-gandhi-was-on-picnic-during-polls-rjd-leader-slams-congress-on-bihar-loss
বিহার ভোটের সময় পিকনিক করছিলেন রাহুল, কংগ্রেসকে হুল RJD’র শিবানন্দ তিওয়ারির

কলকাতা, 16 নভেম্বর : বিহার নির্বাচনে হারের পর কাদা ছোড়াছুড়ি বিরোধী শিবিরে ৷ যা নিয়ে এবার রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রবীণ RJD নেতা শিবানন্দ তিওয়ারি ৷ নির্বাচনের সময় রাহুল গান্ধি সিমলায় পিকনিক করছিলেন বলে তোপ দাগেন তিনি ৷ তাঁর কথায়, একটা দল চালাতে গেলে প্রচুর দায়িত্ব নিতে হয় ৷

বিহার নির্বাচনে NDA জোট মোট 125টি আসন পেয়েছে ৷ সেখানে মহাজোট পেয়েছে 110টি আসন ৷ বিহারের ভোটে 70টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ যার মধ্যে মাত্র 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে ৷ এখানেই শিবানন্দের প্রশ্ন, বিহার নির্বাচনে এতগুলি আসনে প্রার্থী দিয়েও, কেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ভোট প্রচারে দেখা গেল না ? তিনি বলেন, বিহারের নির্বাচনে রাহুলের ভূমিকা তাঁর মোটেই পছন্দ হয়নি ৷ এমনকী তাঁর মাত্র 3 দিন বিহারে ভোট প্রচারে আসা নিয়েও প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান এই RJD নেতা ৷ তাঁর অভিযোগ, 70 আসনে প্রার্থী দিলেও, 70টি জনসভা করতে দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বকে ৷ যেখানে RJD সবচেয়ে বেশি 75টি আসন পেয়ে বিহারের একক সংখ্য়া গরিষ্ঠ দল হয়ে উঠেছে ৷ অথচ কংগ্রেস মাত্র 19টি আসন জিতেছে ৷ অন্য়দিকে, বিহারে ভালো ফল করেছে বাম দলগুলিও ৷ তাই বিহার বিধানসভা মহাজোটের হাতে এসেও না আসার জন্য় কংগ্রেসকেই দায়ী করেছেন শিবানন্দ তিওয়ারি ৷

এখানেই থামেননি শিবানন্দ তিওয়ারি ৷ তাঁর অভিযোগ, শুধু বিহারে নয়, অন্য়ান্য় রাজ্য়েও একই ঘটনা ঘটেছে ৷ সেই রাজ্য়গুলিতে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েও, সবচেয়ে কম আসন জিতেছে কংগ্রেস ৷ তাই কংগ্রেস হাইকমান্ডের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য় করেন তিনি ৷ তবে, বর্ষীয়ান RJD নেতার এই মন্তব্য় যে কংগ্রেসের হজম হবে না তা বলাই বাহুল্য় ৷ আর তাই শিবানন্দ তিওয়ারির মন্তব্য়ের প্রতিবাদ করেছেন বিহারের কংগ্রেস নেতা চন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, মহাজোটের শরিক হয়ে, আরেক শরিককে নিয়ে এই ধরনের মন্তব্য় মোটেই গ্রহণযোগ্য় নয় ৷ তবে, বিহার ভোটে মহাজোটের ভরাডুবির কারণ যে কংগ্রেস, তা এক কথায় মেনে নিয়েছে রাজনৈতিক মহলের অধিকাংশই ৷

কলকাতা, 16 নভেম্বর : বিহার নির্বাচনে হারের পর কাদা ছোড়াছুড়ি বিরোধী শিবিরে ৷ যা নিয়ে এবার রাহুল গান্ধিকে নিশানা করলেন প্রবীণ RJD নেতা শিবানন্দ তিওয়ারি ৷ নির্বাচনের সময় রাহুল গান্ধি সিমলায় পিকনিক করছিলেন বলে তোপ দাগেন তিনি ৷ তাঁর কথায়, একটা দল চালাতে গেলে প্রচুর দায়িত্ব নিতে হয় ৷

বিহার নির্বাচনে NDA জোট মোট 125টি আসন পেয়েছে ৷ সেখানে মহাজোট পেয়েছে 110টি আসন ৷ বিহারের ভোটে 70টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ যার মধ্যে মাত্র 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে ৷ এখানেই শিবানন্দের প্রশ্ন, বিহার নির্বাচনে এতগুলি আসনে প্রার্থী দিয়েও, কেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে ভোট প্রচারে দেখা গেল না ? তিনি বলেন, বিহারের নির্বাচনে রাহুলের ভূমিকা তাঁর মোটেই পছন্দ হয়নি ৷ এমনকী তাঁর মাত্র 3 দিন বিহারে ভোট প্রচারে আসা নিয়েও প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান এই RJD নেতা ৷ তাঁর অভিযোগ, 70 আসনে প্রার্থী দিলেও, 70টি জনসভা করতে দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বকে ৷ যেখানে RJD সবচেয়ে বেশি 75টি আসন পেয়ে বিহারের একক সংখ্য়া গরিষ্ঠ দল হয়ে উঠেছে ৷ অথচ কংগ্রেস মাত্র 19টি আসন জিতেছে ৷ অন্য়দিকে, বিহারে ভালো ফল করেছে বাম দলগুলিও ৷ তাই বিহার বিধানসভা মহাজোটের হাতে এসেও না আসার জন্য় কংগ্রেসকেই দায়ী করেছেন শিবানন্দ তিওয়ারি ৷

এখানেই থামেননি শিবানন্দ তিওয়ারি ৷ তাঁর অভিযোগ, শুধু বিহারে নয়, অন্য়ান্য় রাজ্য়েও একই ঘটনা ঘটেছে ৷ সেই রাজ্য়গুলিতে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েও, সবচেয়ে কম আসন জিতেছে কংগ্রেস ৷ তাই কংগ্রেস হাইকমান্ডের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য় করেন তিনি ৷ তবে, বর্ষীয়ান RJD নেতার এই মন্তব্য় যে কংগ্রেসের হজম হবে না তা বলাই বাহুল্য় ৷ আর তাই শিবানন্দ তিওয়ারির মন্তব্য়ের প্রতিবাদ করেছেন বিহারের কংগ্রেস নেতা চন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, মহাজোটের শরিক হয়ে, আরেক শরিককে নিয়ে এই ধরনের মন্তব্য় মোটেই গ্রহণযোগ্য় নয় ৷ তবে, বিহার ভোটে মহাজোটের ভরাডুবির কারণ যে কংগ্রেস, তা এক কথায় মেনে নিয়েছে রাজনৈতিক মহলের অধিকাংশই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.