ETV Bharat / bharat

UGC-কে পরীক্ষা বাতিলের আর্জি রাহুল গান্ধির - কোরোনা ভাইরাস

কোরোনা সংক্রমণের মাঝে সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে UGC ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করে ভিডিয়ো বার্তা দিলেন রাহুল গান্ধি ।

RAHUL GANDHI
রাহুল গান্ধি
author img

By

Published : Jul 10, 2020, 3:27 PM IST

দিল্লি, 10 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝে UGC-র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন রাহুল গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় পরীক্ষা বাতিলের অনুরোধ জানান তিনি ৷

কোরোনা সংক্রমণের জেরে 24 মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল-কলেজ ৷ তিনমাস কেটে গেলেও স্কুল, কলেজ না খোলায় বাকি থাকা পরীক্ষাও স্থগিত হয়ে যায় ৷ শিক্ষাবর্ষ সম্পূর্ণ করতে ও পরীক্ষা নিয়ে নানা সময়ে নানা রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ শেষে পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গত বছর বা সেমেস্টারের ফলাফলের উপর ভিত্তি করেই এবছরের ফল ঘোষণা করা হবে ৷

তবে UGC-র তরফে ঘোষণা করা হয়, সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করতে হবে ৷ এরপরই UGC-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন পড়ুয়া থেকে শিক্ষকরা ৷ এনিয়ে রাহুল গান্ধি এক ভিডিয়ো বার্তায় বলেন, COVID-19 পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একদমই ঠিক নয় ৷ UGC-র উচিত পড়ুয়াদের আবেদন শোনা এবং পরীক্ষা বাতিল করে গত বছরের ফলাফলের উপর ভিত্তি করে তাদের আগামী শিক্ষাবর্ষে তুলে দেওয়া ৷

  • It is extremely unfair to conduct exams during the Covid19 pandemic.

    UGC must hear the voice of the students and academics. Exams should be cancelled and students promoted on basis of past performance.#SpeakUpForStudents pic.twitter.com/1TYY3q58i0

    — Rahul Gandhi (@RahulGandhi) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, ‘‘কোরোনা পরিস্থিতিতে অনেকের ক্ষতি হয়েছে ৷ স্কুল, কলেজের পড়ুয়াদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ৷ কলেজ ও IIT পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ UGC সংশয় তৈরি করছে ৷’’

দিল্লি, 10 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝে UGC-র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন রাহুল গান্ধি । আজ একটি ভিডিয়ো বার্তায় পরীক্ষা বাতিলের অনুরোধ জানান তিনি ৷

কোরোনা সংক্রমণের জেরে 24 মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল-কলেজ ৷ তিনমাস কেটে গেলেও স্কুল, কলেজ না খোলায় বাকি থাকা পরীক্ষাও স্থগিত হয়ে যায় ৷ শিক্ষাবর্ষ সম্পূর্ণ করতে ও পরীক্ষা নিয়ে নানা সময়ে নানা রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ শেষে পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গত বছর বা সেমেস্টারের ফলাফলের উপর ভিত্তি করেই এবছরের ফল ঘোষণা করা হবে ৷

তবে UGC-র তরফে ঘোষণা করা হয়, সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করতে হবে ৷ এরপরই UGC-র এই সিদ্ধান্তের সমালোচনা করেন পড়ুয়া থেকে শিক্ষকরা ৷ এনিয়ে রাহুল গান্ধি এক ভিডিয়ো বার্তায় বলেন, COVID-19 পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একদমই ঠিক নয় ৷ UGC-র উচিত পড়ুয়াদের আবেদন শোনা এবং পরীক্ষা বাতিল করে গত বছরের ফলাফলের উপর ভিত্তি করে তাদের আগামী শিক্ষাবর্ষে তুলে দেওয়া ৷

  • It is extremely unfair to conduct exams during the Covid19 pandemic.

    UGC must hear the voice of the students and academics. Exams should be cancelled and students promoted on basis of past performance.#SpeakUpForStudents pic.twitter.com/1TYY3q58i0

    — Rahul Gandhi (@RahulGandhi) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, ‘‘কোরোনা পরিস্থিতিতে অনেকের ক্ষতি হয়েছে ৷ স্কুল, কলেজের পড়ুয়াদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ৷ কলেজ ও IIT পরীক্ষা বাতিল করে পড়ুয়াদের উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ UGC সংশয় তৈরি করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.