দিল্লি, 5 জুলাই : গৌতম বুদ্ধের জন্মতিথি তথা গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ তিনি টুইটারে শুভেচ্ছা জানান৷ পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তিনি ৷ লেখেন, ‘‘তিন জিনিস কখনও লুকানো যায় না ৷ যেমন- সূর্য, চন্দ্র আর সত্য ৷’’
-
तीन चीज़ें जो देर तक छिप नहीं सकतीं- सूर्य, चंद्रमा और सत्य।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
- गौतम बुद्ध
आप सभी को गुरु पूर्णिमा की हार्दिक शुभकामनाएँ।
">तीन चीज़ें जो देर तक छिप नहीं सकतीं- सूर्य, चंद्रमा और सत्य।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2020
- गौतम बुद्ध
आप सभी को गुरु पूर्णिमा की हार्दिक शुभकामनाएँ।तीन चीज़ें जो देर तक छिप नहीं सकतीं- सूर्य, चंद्रमा और सत्य।
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2020
- गौतम बुद्ध
आप सभी को गुरु पूर्णिमा की हार्दिक शुभकामनाएँ।
লাদাখে ভারত-চিন সীমান্তে সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলছেন ৷ এমন অভিযোগ প্রথম থেকে করছে বিরোধীরা ৷ বিশেষত কংগ্রেসের তরফে রাহুল গান্ধি বারবার এই অভিযোগ করেছেন ৷ আজ ফের টুইটারে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ 16 জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ এবিষয়ে প্রধানমন্ত্রী জানান, চিন সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি ৷ যা নিয়ে সরব হয় বিরোধীরা ৷
টুইটারে রাহুল গান্ধি লেখেন, "প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চিন সেনা ভারতীয় সীমান্তে প্রবেশ করেনি এবং আমাদের কোনও পোস্টও দখল হয়নি । সেক্ষেত্রে যদি অঞ্চলটি চিনের হয় তাহলে আমাদের জওয়ানদের কেন প্রাণ দিতে হল ? ঠিক কোন অঞ্চলে তাঁদের হত্যা করল চিন সেনা ?’’
এদিকে সীমান্ত সংঘর্ষের পর দেশজুড়ে চিন দ্রব্য থেকে প্রযুক্তি বয়কটের ডাক ওঠে ৷ ঠারেঠোরে প্রধানমন্ত্রী থেকে BJP নেতৃত্ব জানিয়ে দেন, দেশের বাজার থেকে চিনকে বয়কট করতে হবে ৷ কিন্তু, রাহুল গান্ধি কয়েকদিন আগে অভিযোগ করেন, তথ্য কখনও মিথ্যা হয় না । BJP সরকার বলে আসছে ‘মেক ইন ইন্ডিয়া । কিন্তু, এই সরকার আদতে চিন থেকেই জিনিস কিনছে ।