ETV Bharat / bharat

আক্রমণ হচ্ছে, ভালো লাগছে ; মানহানি মামলায় জামিন পেয়ে বললেন রাহুল

সংঘ সেবক ধ্রুতিমান জোশির দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে আজ মুম্বইয়ের মাজগাঁও আদালতে 15 হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধি ।

author img

By

Published : Jul 4, 2019, 12:24 PM IST

Updated : Jul 4, 2019, 3:18 PM IST

রাহুল গান্ধি

মুম্বই, 4 জুলাই : 15 হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধি । তাঁর হয়ে বন্ডটি দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা একনাথ গায়েকওয়াড় । সংঘ সেবক ধ্রুতিমান জোশীর দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে আজ মুম্বইয়ের মাজ়গাঁও আদালতে হাজিরা দিতে আসেন রাহুল । পাশাপাশি আদালতকক্ষে রাহুল গান্ধি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন ।

শুনুন রাহুল গান্ধি বক্তব্য

আজ আদালত থেকে বেরিয়ে রাহুল গান্ধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটা মতাদর্শের লড়াই । আমি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছি । কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে আছি । আক্রমণ হচ্ছে, ভালো লাগছে । আমার লড়াই জারি থাকবে ।"

2017 সালের সেপ্টেম্বরে খুন হন সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ । সেই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জড়িত আছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি । তাঁর দাবি ছিল, সংঘের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রাণ হারাতে হচ্ছে । সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন ধ্রুতিমান জোশী ।

2017 সালের সেই মামলায় রাহুল গান্ধির পাশাপাশি CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা রাহুল গান্ধির মা সোনিয়া গান্ধির নাম ছিল । মামলাকারী ধ্রুতিমান জানিয়েছেন, প্রবীণ সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা । কিন্তু এই ঘটনার সঙ্গে সংঘের কোনও যোগ নেই ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই মামলায় রাহুলকে সমন পাঠিয়েছিল আদালত । কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছুদিন সময় চেয়েছিলেন । রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত । এরপর আজ জামিন পান রাহুল ।

মুম্বই, 4 জুলাই : 15 হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধি । তাঁর হয়ে বন্ডটি দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা একনাথ গায়েকওয়াড় । সংঘ সেবক ধ্রুতিমান জোশীর দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে আজ মুম্বইয়ের মাজ়গাঁও আদালতে হাজিরা দিতে আসেন রাহুল । পাশাপাশি আদালতকক্ষে রাহুল গান্ধি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন ।

শুনুন রাহুল গান্ধি বক্তব্য

আজ আদালত থেকে বেরিয়ে রাহুল গান্ধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এটা মতাদর্শের লড়াই । আমি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছি । কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে আছি । আক্রমণ হচ্ছে, ভালো লাগছে । আমার লড়াই জারি থাকবে ।"

2017 সালের সেপ্টেম্বরে খুন হন সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ । সেই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জড়িত আছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি । তাঁর দাবি ছিল, সংঘের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রাণ হারাতে হচ্ছে । সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন ধ্রুতিমান জোশী ।

2017 সালের সেই মামলায় রাহুল গান্ধির পাশাপাশি CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা রাহুল গান্ধির মা সোনিয়া গান্ধির নাম ছিল । মামলাকারী ধ্রুতিমান জানিয়েছেন, প্রবীণ সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা । কিন্তু এই ঘটনার সঙ্গে সংঘের কোনও যোগ নেই ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই মামলায় রাহুলকে সমন পাঠিয়েছিল আদালত । কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছুদিন সময় চেয়েছিলেন । রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত । এরপর আজ জামিন পান রাহুল ।

Intro:অল্প সময়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কল্যাণী পোদ্দার,অভিযোগে রাজ্যনেতাদের সামনেই তৃনমূল কার্যালয়ে কল্যাণী পোদ্দারকে ঘিরে বিক্ষোভ তৃনমূলের ৷

কোচবিহার :২৪জুন :

দলের রাজ্য সভাপতি ও জেলার অন্যান্য নেতৃত্বের সামনে স্থানীয় তৃনমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন তথা তৃণমূল নেত্রী কল্যাণী পোদ্দার ও তাঁর স্বামী মাথাভাঙা পুরসভার ভাইস চেয়ারম্যান চন্দন দাস। আজ মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভিতরে ওই ঘটনা ঘটে। বিক্ষোভের মুখে পড়ে ওই দুই নেতা নেত্রী দলীয় কার্যালয় থেকে বেড়িয়ে যান ৷

আজ সুব্রত বক্সি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কর্মী বৈঠকের কর্মসূচী ছিল। প্রথমে শীতলখুচি কমিউনিটি হলে কর্মী সভায় যোগ দিতে যাওয়ার সময় মাথাভাঙার জটামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রভীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক মিহির গোস্বামীর পথ আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান বিজেপি । শেষ পর্যন্ত মাথাভাঙায় ফিরে এসে দলীয় কার্যালয়ে বৈঠক করতে যান তৃণমূলের ওই নেতৃত্বরা। মাথাভাঙ্গায় দলীয় কর্মীরা বৈঠক থেকে দলনেত্রী কল্যাণী পোদ্দার ও তাঁর স্বামী মাথাভাঙা পুরসভার ভাইশ চেয়ারম্যান চন্দন দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মীরাই ।

সম্প্রতি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্বে থাকা কল্যাণী পোদ্দার ও তাঁর স্বামীর বিরুদ্ধে অল্প সময়য়ের মধ্যে প্রচুর টাকার জমি কেনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান বিজেপি । এছাড়াও চাকরি দেওয়া ও প্রাথমিক শিক্ষকদের বদলি করার জন্য বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগ ওঠে ওই নেত্রীর বিরুদ্ধে। এসব অভিযোগের জেরেই সুব্রত বক্সী সহ আন্যান্য নেতাদের সামনে পার্টি অফিসে বিক্ষোভ দেখান তৃনমূল কর্মীরা ।Body:COB Conclusion:
Last Updated : Jul 4, 2019, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.