দিল্লি, 28 এপ্রিল : ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতারণার অভিযোগে 50 জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) ৷ এই ঘটনা সামনে আসতেই BJP-র সমালোচনা করলেন রাহুল গান্ধি । তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই তালিকা সংসদে গোপন করেছে । কারণ এই তালিকায় BJP-র বন্ধুরা অন্তর্ভুক্ত রয়েছে।
রাহুল গান্ধি একটি ভিডিয়ো পোস্ট করেন টুইটারে ৷ সেখানে লেখেন, "আমি সংসদে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম ৷ 50 জন শীর্ষ ব্যাঙ্ক প্রতারকদের নাম বলুন। অর্থমন্ত্রী জবাব দিতে রাজি হননি। এখন RBI নীরব মোদি, মেহুল চোকসি ও BJP-র অন্য বন্ধুদের নাম তালিকায় রেখেছে। এই কারণেই BJP সেদিন এগুলি সংসদে লুকিয়ে রেখেছিল।"
প্রসঙ্গত, সাকেত গোখলে কর্তৃক দায়ের করা তথ্যের অধিকার আইনের (RTI) আবেদনের পরিপ্রেক্ষিতে রিজ়ার্ভ ব্যাঙ্ক 50 জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করেছে।
কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পলাতক ব্যবসায়ি নীরব মোদি, মেহুল চোকসি ও বিজয় মালিয়াসহ 50 জনের 68607 কোটি টাকা মকুব করে দিয়েছে।
এই নিয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, "মোদি সরকারের ছল, ছলনা এবং প্রস্থান নীতির এটি একটি সর্বোত্তম ঘটনা ৷ এই সব আর মেনে নেওয়া যায় না । এই বিষয়ে প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে ৷"