দিল্লি, 12 সেপ্টেম্বর : মস্কোয় ভারত-চিন বৈঠকের পর এই প্রথম সংসদের প্যানেল বৈঠকে অংশ নিলেন রাহুল গান্ধি । প্রতিরক্ষা বিষয়ক এই বৈঠকে সীমান্তবর্তী এলাকা নিয়ে আলোচনা হয়েছে । এই দিকে মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ।
লাদাখে চিন-ভারত সংঘর্ষ শুরুর পর বারবার সরব হয়েছেন রাহুল । সোশাল মিডিয়ায় BJP সরকারকে আক্রমণ করেছেন । প্রশ্ন তুলেছেন, চিন কি জোর করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে ? সেই বিষয়ে কেন কোনও তথ্য দিচ্ছেন না প্রধানমন্ত্রী । তাঁর সমালোচনার পর পালটা আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারও । তাদের দাবি, কমিটির কোনও বৈঠকে এখনও পর্যন্ত অংশ নেননি রাহুল ।
নিরাপত্তাবাহিনীর রেশনের সঠিক তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেই নিয়ে আলোচনাই এই বৈঠকের লক্ষ্য ছিল । সীমান্তবর্তী এলাকার উপর বিশেষ দৃষ্টিপাত কর হয় বৈঠকে ।
সম্প্রতি তেজ বাহাদুর নামে এক জওয়ান একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন । যেখানে তিনি জানান কী ধরণের খাবার তাঁদের পরিবেশন করা হয় । পরবর্তীতে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হয় । এই ভিডিয়ো শেয়ার হওয়ার পরেই জওয়ানদের কী ধরণের খাবার পরিবেশন হয়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।
-
The only “talk” to have with China is about restoration of ‘Status Quo Ante’ as of March 2020.
— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
PM & GOI refuse to take responsibility for pushing China out of our land.
All other “talk” is worthless.
">The only “talk” to have with China is about restoration of ‘Status Quo Ante’ as of March 2020.
— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020
PM & GOI refuse to take responsibility for pushing China out of our land.
All other “talk” is worthless.The only “talk” to have with China is about restoration of ‘Status Quo Ante’ as of March 2020.
— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020
PM & GOI refuse to take responsibility for pushing China out of our land.
All other “talk” is worthless.
সংসদের বৈঠকেও আসে সেই প্রসঙ্গ । কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন । সেনা আধিকারিকদের যে খাবার পরিবেশন করা হয়, এবং জওয়ানদের যে খাবার পরিবেশন করা হয়, তার মধ্যে পার্থক্য কতটা জানতে চান তাঁরা । সূত্রের খবর, রাহুল গান্ধিও সেই নিয়ে প্রশ্ন করলে তাঁকে প্যানেলের সদস্যদের সমালোচনার মুখে পড়তে হয় ।
কয়েকজন বৈঠকে লাদাখ পরিস্থিতির প্রসঙ্গও তোলেন । NCP প্রধান শরদ পাওয়ার এই বৈঠকের আগে সাংবাদিক বৈঠক করেন । তিনি স্পষ্ট করে দেন, বৈঠকে তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন । এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট করেন রাহুল ।