ETV Bharat / bharat

প্রথম প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় বৈঠক রাহুল - ladakh face off 2020

মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে । এরপর সংসদীয় বৈঠকে প্রথমবার অংশ নিলেন রাহুল গান্ধি ।

rahul
রাহুল
author img

By

Published : Sep 12, 2020, 12:40 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : মস্কোয় ভারত-চিন বৈঠকের পর এই প্রথম সংসদের প্যানেল বৈঠকে অংশ নিলেন রাহুল গান্ধি । প্রতিরক্ষা বিষয়ক এই বৈঠকে সীমান্তবর্তী এলাকা নিয়ে আলোচনা হয়েছে । এই দিকে মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ।

লাদাখে চিন-ভারত সংঘর্ষ শুরুর পর বারবার সরব হয়েছেন রাহুল । সোশাল মিডিয়ায় BJP সরকারকে আক্রমণ করেছেন । প্রশ্ন তুলেছেন, চিন কি জোর করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে ? সেই বিষয়ে কেন কোনও তথ্য দিচ্ছেন না প্রধানমন্ত্রী । তাঁর সমালোচনার পর পালটা আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারও । তাদের দাবি, কমিটির কোনও বৈঠকে এখনও পর্যন্ত অংশ নেননি রাহুল ।

নিরাপত্তাবাহিনীর রেশনের সঠিক তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেই নিয়ে আলোচনাই এই বৈঠকের লক্ষ্য ছিল । সীমান্তবর্তী এলাকার উপর বিশেষ দৃষ্টিপাত কর হয় বৈঠকে ।

সম্প্রতি তেজ বাহাদুর নামে এক জওয়ান একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন । যেখানে তিনি জানান কী ধরণের খাবার তাঁদের পরিবেশন করা হয় । পরবর্তীতে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হয় । এই ভিডিয়ো শেয়ার হওয়ার পরেই জওয়ানদের কী ধরণের খাবার পরিবেশন হয়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

  • The only “talk” to have with China is about restoration of ‘Status Quo Ante’ as of March 2020.

    PM & GOI refuse to take responsibility for pushing China out of our land.

    All other “talk” is worthless.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের বৈঠকেও আসে সেই প্রসঙ্গ । কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন । সেনা আধিকারিকদের যে খাবার পরিবেশন করা হয়, এবং জওয়ানদের যে খাবার পরিবেশন করা হয়, তার মধ্যে পার্থক্য কতটা জানতে চান তাঁরা । সূত্রের খবর, রাহুল গান্ধিও সেই নিয়ে প্রশ্ন করলে তাঁকে প্যানেলের সদস্যদের সমালোচনার মুখে পড়তে হয় ।

কয়েকজন বৈঠকে লাদাখ পরিস্থিতির প্রসঙ্গও তোলেন । NCP প্রধান শরদ পাওয়ার এই বৈঠকের আগে সাংবাদিক বৈঠক করেন । তিনি স্পষ্ট করে দেন, বৈঠকে তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন । এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট করেন রাহুল ।

দিল্লি, 12 সেপ্টেম্বর : মস্কোয় ভারত-চিন বৈঠকের পর এই প্রথম সংসদের প্যানেল বৈঠকে অংশ নিলেন রাহুল গান্ধি । প্রতিরক্ষা বিষয়ক এই বৈঠকে সীমান্তবর্তী এলাকা নিয়ে আলোচনা হয়েছে । এই দিকে মস্কোয় দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ।

লাদাখে চিন-ভারত সংঘর্ষ শুরুর পর বারবার সরব হয়েছেন রাহুল । সোশাল মিডিয়ায় BJP সরকারকে আক্রমণ করেছেন । প্রশ্ন তুলেছেন, চিন কি জোর করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে ? সেই বিষয়ে কেন কোনও তথ্য দিচ্ছেন না প্রধানমন্ত্রী । তাঁর সমালোচনার পর পালটা আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারও । তাদের দাবি, কমিটির কোনও বৈঠকে এখনও পর্যন্ত অংশ নেননি রাহুল ।

নিরাপত্তাবাহিনীর রেশনের সঠিক তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেই নিয়ে আলোচনাই এই বৈঠকের লক্ষ্য ছিল । সীমান্তবর্তী এলাকার উপর বিশেষ দৃষ্টিপাত কর হয় বৈঠকে ।

সম্প্রতি তেজ বাহাদুর নামে এক জওয়ান একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন । যেখানে তিনি জানান কী ধরণের খাবার তাঁদের পরিবেশন করা হয় । পরবর্তীতে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হয় । এই ভিডিয়ো শেয়ার হওয়ার পরেই জওয়ানদের কী ধরণের খাবার পরিবেশন হয়, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

  • The only “talk” to have with China is about restoration of ‘Status Quo Ante’ as of March 2020.

    PM & GOI refuse to take responsibility for pushing China out of our land.

    All other “talk” is worthless.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদের বৈঠকেও আসে সেই প্রসঙ্গ । কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন । সেনা আধিকারিকদের যে খাবার পরিবেশন করা হয়, এবং জওয়ানদের যে খাবার পরিবেশন করা হয়, তার মধ্যে পার্থক্য কতটা জানতে চান তাঁরা । সূত্রের খবর, রাহুল গান্ধিও সেই নিয়ে প্রশ্ন করলে তাঁকে প্যানেলের সদস্যদের সমালোচনার মুখে পড়তে হয় ।

কয়েকজন বৈঠকে লাদাখ পরিস্থিতির প্রসঙ্গও তোলেন । NCP প্রধান শরদ পাওয়ার এই বৈঠকের আগে সাংবাদিক বৈঠক করেন । তিনি স্পষ্ট করে দেন, বৈঠকে তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন । এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট করেন রাহুল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.