দিল্লি, 17 অক্টোবর: বিশেষ বন্ধুদের পকেট ভরাতেই ব্যস্ত নরেন্দ্র মোদি সরকার৷ আজ, শনিবার এভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ বিশ্ব ক্ষুধা সূচক বা
Global Hunger Index 2020-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের 107টি দেশের মধ্যে ভারতের স্থান 94তম স্থানে ৷ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টুইটে রাহুল লেখেন, "দেশের গরিব মানুষ ক্ষুধার্ত এই কারণেই যে কেন্দ্রীয় সরকার কিছু বিশেষ বন্ধুর পকেট ভরাতেই ব্যস্ত ৷" নিজের বক্তব্যের সমর্থনে একটি গ্রাফ পোস্ট করেছেন তিনি ৷ যেখানে দেখা যাচ্ছে প্রতিবেশি দেশগুলির অবস্থাও ভারতের চেয়ে ভালো ৷
-
भारत का ग़रीब भूखा है क्योंकि सरकार सिर्फ़ अपने कुछ ख़ास ‘मित्रों’ की जेबें भरने में लगी है। pic.twitter.com/MMJHDo1ND6
— Rahul Gandhi (@RahulGandhi) October 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भारत का ग़रीब भूखा है क्योंकि सरकार सिर्फ़ अपने कुछ ख़ास ‘मित्रों’ की जेबें भरने में लगी है। pic.twitter.com/MMJHDo1ND6
— Rahul Gandhi (@RahulGandhi) October 17, 2020भारत का ग़रीब भूखा है क्योंकि सरकार सिर्फ़ अपने कुछ ख़ास ‘मित्रों’ की जेबें भरने में लगी है। pic.twitter.com/MMJHDo1ND6
— Rahul Gandhi (@RahulGandhi) October 17, 2020
ভারত যেখানে রয়েছে 94 নম্বরে, সেখানে পাকিস্তান আছে 88-তে, নেপাল 73 তম স্থানে, বাংলাদেশ আছে 75-এ ৷ ভারতের চেয়ে খারাপ অবস্থা 13টি দেশের, যার মধ্যে রয়েছে রোয়ান্ডা (97), নাইজেরিয়া (98), আফগানিস্তান (99), লিবিয়া (102), মোজাম্বিক (103) ও চাদ (107)৷